Category – Profession
Table of Contents
ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) কাদের বলা হয়?
যে কোনো সংস্থায় সরকারি বা বেসরকারি সবক্ষেত্রেই দৈনন্দিন কাজের বিভিন্ন তথ্যকে নিয়মিত নথীবদ্ধ করতে হয়। যারা এই ধরনের কাজ করেন, তারাই ডেটা এন্ট্রি অপারেটর নামে পরিচিত।
আগে পেন পেপার মোডে সমস্ত প্রয়োজনীয় তথ্য লিখে রাখা হত এই জন্য বিভিন্ন সরকারি দপ্তরে আমরা এধরনের প্রচুর ফাইল দেখতে পাই। কিন্তু এই মাধ্যমে দুটি সমস্যা ছিল –
- প্রথমত, তথ্য নষ্ট হওয়া, হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
- দ্বিতীয়ত, প্রয়োজনে এই বিপুল পরিমাণ তথ্যের ভান্ডার থেকে প্রয়োজনীয় তথ্যটিকে খুঁজে বের করা এক কথায় প্রায় অসাধ্য কাজ হয়ে যেত।
তাই এই সব সমস্যার হাত থেকে মুক্তি পেতে বর্তমানে এই কাজটি সম্পূর্ণভাবে কম্পিউটারাইসড।
একজন ডেটা এন্ট্রি অপারেটর কম্পিউটার ডেটাবেসে প্রয়োজনীয় সমস্ত ডেটাকে সযত্নে রাখেন।
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
ডেটা এন্ট্রি অপারেটররা কি ধরনের কাজ করেন?
একজন ডেটা এন্ট্রি অপারেটরের প্রধান কাজ সমস্ত ডেটা লিপিবদ্ধ করে রাখা এবং সেগুলি ভবিষ্যতে ব্যবহারের জন্য তথ্য সংগ্রহ করার জন্য কার্যকর রেকর্ড রাখা, ফাইলগুলি সংগঠিত করা ও বজায় রাখা।
বর্তমান সময়ে প্রযুক্তির উন্নতি হয়েছে তাই কম্পিউটারে এই সব ডেটা এন্ট্রি করে রাখা হয়, কিন্তু অতীতে এই সমস্ত ডেটা খাতায় লিপিবদ্ধ করে রাখা হত।
ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?
ডেটা এন্ট্রি অপারেটর হবার জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ করা প্রয়োজন, উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাশ করেও অনেকে এই কাজটি করে থাকেন। এই পেশার জন্য কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা অতি আবশ্যক।
একজন সফল ডেটা এন্ট্রি অপারেটর হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?
ডেটা এন্ট্রি অপারেটর হবার জন্য কিছু বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন, সেগুলি নীচে দেওয়া হল –
- টাইপিং স্কিল
- বেসিক কম্পিউটার স্কিল
- সফটওয়ার সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন
- মনোযোগী হওয়া প্রয়োজন
- দ্রুত কাজ শেষ করার স্কিল
- ডেটাবেস স্ট্রাকচার সম্পর্কে জ্ঞান ইত্যাদি।
এই পেশার ভবিষ্যৎ কেমন?
সরকারি বেসরকারি সবক্ষেত্রেই ডেটা এন্ট্রি অপারেটর প্রয়োজন। তাই পেশাটি বর্তমানে একটি জনপ্রিয় পেশা। দেশ-বিদেশে এই পেশার সুযোগ রয়েছে প্রচুর। এই পেশার ভবিষ্যৎ উজ্জ্বল।
এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?
এই পেশার বার্ষিক আয় 50,000 থেকে 2 লাখ অবধি হয়ে থাকে। অভিজ্ঞতার সাথে সাথে বেতন পরিবর্তিত হয়।
পর্ব সমাপ্ত! আরো পড়ুন – ইনস্যুরেন্স কনসালটেন্ট পেশা | Insurance Consultant
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।