Insurance Consultant
Category – Profession

আপনি কি দ্রুত কেরিয়ার তৈরি করতে চান? ভাবছেন কি করবেন? তাহলে আপনি বেছে নিতে পারেন ইনস্যুরেন্স কনসালটেন্ট হওয়ার পেশাটি। আমাদের এই আর্টিকেলের বিষয়বস্তু হল ইনস্যুরেন্স কনসালটেন্ট (Insurance Consultant) ওরফে ইনস্যুরেন্স এজেন্ট (Insurance Agent)।

ইনস্যুরেন্স কনসালটেন্ট কাদের বলা হয়?

ইনস্যুরেন্স কনসালটেন্ট হলেন, যিনি বিভিন্ন বীমা প্রকল্পে বিনিয়োগের জন্য বিশেষ পরামর্শ প্রদান করেন। ইনস্যুরেন্স কনসালটেন্ট ব্যক্তি বা অন্যান্য বিষয়ে বীমার প্রয়োজনীয়তা গ্রাহকদের মূল্যায়ন করতে এবং বিভিন্ন বীমা পরিকল্পনা করতে সহায়তা করেন।

ইনস্যুরেন্স কনসালটেন্টরা কি ধরনের কাজ করেন?

সঠিক বীমা পরিকল্পনা ও বীমা সম্পর্কিত সকল সঠিক তথ্য গ্রাহকদের জানানো এবং গ্রাহকদের বীমার বিষয়ে আগ্রহী করে তোলাই একজন ইনস্যুরেন্স কনসালটেন্টের প্রধান কাজ।

এছাড়াও যে দায়িত্বগুলি তারা পালন করেন, সেগুলি হল –

  • গ্রাহকদের প্রয়োজনীয়তা উপর নির্ভর করে উপযুক্ত বীমা প্যাকেজ বেছে নিতে সাহায্য করা
  • গ্রাহককে বীমার ঝুঁকি সম্পর্কে সচেতন করা।
  • বীমা থেকে প্রাপ্ত সমস্ত রকম সুযোগ সুবিধা গ্রাহক যাতে প্রায়, তা সুনিশ্চিত করা।
  • গ্রাহকদের সকল বীমা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া।
  • নতুন-নিযুক্ত ইনস্যুরেন্স কনসালটেন্টদের সঠিক পরামর্শ প্রদান করা।
  • নতুন নতুন বীমা প্যাকেজগুলি সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখা ইত্যাদি।

ইনস্যুরেন্স কনসালটেন্ট হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

একজন ইনস্যুরেন্স কনসালটেন্ট হওয়ার জন্য শিক্ষাগত নির্দিষ্ট কোনো যোগ্যতার প্রয়োজন নেই। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষা উত্তীর্ণ যে কোনো প্রার্থী এই পেশায় যুক্ত হতে পারেন। স্নাতক/মাস্টার্স/ডক্টরেট ডিগ্রিধারী প্রার্থীও এই পদটির জন্য আবেদন করতে পারবেন।

বয়সের কোনো নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই, যে কোনো প্রাপ্ত বয়স্ক ব্যক্তি এই পেশায় আসতে পারেন।

এছাড়াও একজন ইনস্যুরেন্স কনসালটেন্ট হওয়ার জন্য, আপনাকে অবশ্যই এই ক্ষেত্রে ট্রেইন্ড (প্রশিক্ষিত) হতে হবে এবং বিভিন্ন বীমা পলিসি ব্রোকার করার জন্য একটি বৈধ লাইসেন্স থাকা আবশ্যক।

একজন সফল ইনস্যুরেন্স কনসালটেন্ট হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

একজন সফল ইনস্যুরেন্স কনসালটেন্ট হবার জন্য যে যে দক্ষতা থাকা প্রয়োজন, সেগুলি হল –

  • কমিউনিকেশন স্কিল, গ্রাহকদের সাথে সঠিকভাবে কথা বলে অর্থাৎ কমিউনিকেট করার দক্ষতা
  • গ্রাহকদের বোঝানোর জন্য বিভিন্ন ভাষায় দক্ষ হতে হবে
  • স্মার্ট ও প্রেজেন্টেবল
  • দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা
  • গ্রাহকদের বীমা সংক্রান্ত চাহিদা বিশ্লেষণ করার ক্ষমতা
  • মনোযোগী হওয়া
  • চাপপূর্ণ পরিস্থিতেও নিজেকে শান্ত রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়া
  • ব্যবসা বাণিজ্যিক সম্পর্কে সঠিক ধারণা
  • অবশ্যই বিজনেস ও ফাইনান্সিয়াল মার্কেট সম্পর্কে জ্ঞান থাকা
  • উদ্যোগ নেওয়ার ক্ষমতা ইত্যাদি।

এই পেশার ভবিষ্যৎ কেমন?

জীবনে প্রতি পদে ঝুঁকি, তাই ঝুঁকি কমাতে প্রয়োজনীয় পছন্দের জিনিস থেকে বাড়ি, ব্যবসা এমনকি জীবনেরও বীমার প্রয়োজন।

একজন ইনস্যুরেন্স কনসালটেন্ট, স্বাস্থ্য থেকে শুরু করে জীবন, গাড়ি, ল্যাপটপ, মোবাইল এবং বিভিন্ন সম্পত্তির বীমা করে থাকেন। মানুষ সচেতন হচ্ছে সেই কারণে বর্তমানে বীমা করার প্রবণতা ক্রমশ বাড়ছে, তাই ইনস্যুরেন্স কনসালটেন্টের ভবিষ্যৎও তত উজ্জ্বল এবং দেশ-বিদেশে প্রচুর সুযোগ রয়েছে। এই পেশার ভবিষ্যৎ উজ্জ্বল।

এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?

একজন ইনস্যুরেন্স কনসালটেন্ট মাসে প্রায় 8,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত আয় করে থাকেন। অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে আয় ক্রমশ পরিবর্তিত হয়।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!