Beautician
Category – Profession

বিউটিশিয়ান (Beautician) কাদের বলা হয়?

মানুষ যখন থেকে গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করতে শিখেছে, পোশাক পরিচ্ছদ ও বিভিন্ন ধাতুর ব্যবহার শিখেছে, তখন থেকেই নারী-পুরুষ নির্বিশেষে সকলেই ব্যক্তিগত সাজসজ্জায় মনোযোগ দিয়েছে। বর্তমানে এই বিশ্বায়নের যুগে নিজেকে ‘প্রেজেন্টেবল লুকে’ সমাজের কাছে সকলেই নিজেকে মেলে ধরতে চান।

‘বিউটিশিয়ান’ (Beautician) শব্দটি থেকেই বোঝা যাচ্ছে বিষয়টি ‘বিউটি’ (Beauty) বা সৌন্দর্য সম্পর্কিত। যারা আমাদের দৈহিক সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্নভাবে সাহায্য করেন তারাই বিউটিশিয়ান। তারা মূলত বিভিন্ন পার্লার, স্যাঁলন বা ব্যক্তিগত উদ্যোগে গ্রাহকের বাড়িতে পৌঁছে গিয়ে এই পরিষেবা দেন।


Beautician Course | বিউটিশিয়ান কোর্স

বিউটিশিয়ান কি ধরনের কাজ করেন?

বিউটিশিয়ানরা বিভিন্ন কাজকর্ম করেন।

  • হেয়ার কাটিং,
  • ভুরু প্লাক,
  • ত্বকের বিভিন্ন রকম পরিচর্চা,
  • স্পা,
  • হেয়ার স্ট্রেটনিং অ্যান্ড স্মুদনিং,
  • মেকআপ,
  • ফেসিয়াল,
  • ম্যানিকিউর এবং পেডিকিউর সহ বিভিন্ন বিউটি ট্রিটমেন্ট এনারা করেন।

careerbondhu.com whatsapp channel

বিউটিশিয়ান (Beautician) হওয়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

বিউটিশিয়ান হওয়ার জন্য মাধ্যমিক (10) বা উচ্চমাধ্যমিক (10+2) পরীক্ষা পাশ করলেই হবে। এর সাথে বিউটিশিয়ানের কোর্স করতে হয়। কোর্স অনেক কিছু নিয়ে হয়ে থাকে মেকআপ, হেয়ার কাটিং, ফেসিয়াল, নেইল আর্ট সংক্রান্ত বিভিন্ন কোর্স করে এই পেশায় আসা যায়।

নীচে কিছু কোর্সের নাম দেওয়া হল –

  • Cosmetology.
  • Barbering.
  • Skincare.
  • Makeup Artistry.
  • Hair School.
  • Nail Technology ইত্যাদি।

careerbondhu.com telegram channel

একজন সফল বিউটিশিয়ান হওয়ার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

একজন সফল বিউটিশিয়ান হওয়ার জন্য কিছু বিষয়ে দক্ষ হতে হয়, সেগুলি হল –

  • উদ্ভাবনী ক্ষমতা এবং সৃজনশীলতা।
  • কসমেটোলজি সম্পর্কে জ্ঞান থাকা।
  • গ্রাহকের সাথে সুসম্পর্ক বজায় রাখার দক্ষতা।
  • কাজের মধ্যে পেশাদারিত্ব বজায় রাখা।
  • বর্তমান সময়ের ফ্যাশান ট্রেন্ড সম্পর্কে জ্ঞান থাকা দরকার।
  • বিভিন্ন বিউটি প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান থাকা।
  • সর্বোপরি সৌন্দর্যবোধ থাকা।

Receptionist পেশা সম্পর্কে আলোচনা

এই পেশার ভবিষ্যৎ কেমন?

মানুষ নিজেকে সুন্দর রাখতে পছন্দ করে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বিশেষ করে মহিলারা নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পছন্দ করেন।

বর্তমানে আধুনিক মহিলারা নিজেদের সম্পর্কে সচেতন, তাই তারা তাদের দৈহিক সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন পরিচর্চা করেন। তাই বিউটিশিয়ানদের প্রয়োজনীয়তা ক্রমবর্ধমান।

এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?

একজন বিউটিশিয়ানের বার্ষিক গড় আয় 1-5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী এই আয় ক্রমশ বৃদ্ধি পায়।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!