NSHM-knowledge-campus-kolkata
Category – Colleges | Technology & Management Colleges

1996 সালে এনএসএইচএম নলেজ ক্যাম্পাস (NSHM Knowledge Campus) কলেজটি প্রতিষ্ঠিত হয়। NSHM হল একটি সংক্ষিপ্ত শব্দ যা চারটি ল্যাটিন শব্দ, Notabilis, Sociatrix, Humanus এবং Maxime থেকে গঠিত। এর বাংলা অর্থ “মানবজাতির শ্রেষ্ঠ উন্নয়নের জন্য উল্লেখযোগ্য সহযোগিতা” ইংরাজিতে “Noteworthy Collaboration for Best Development of Humankind”.

এই কলেজটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম প্রোফেশনাল ডিগ্রি ইনস্টিটিউটগুলির মধ্যে একটি অন্যতম। এই ক্যাম্পাসটিতে বিজনেস-ম্যানেজমেন্ট, হেলথ সায়েন্স, কম্পিউটিং-অ্যানালিটিক্স, মিডিয়া-কমিউনিকেশন, ডিজাইন, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ইত্যাদি বিভিন্ন বিষয়ের কোর্স পড়ানো হয়।

NSHM নলেজ ক্যাম্পাসটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি (West Bengal University of Technology)-এর অধীনস্থ। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির (MAKAUT), অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE), ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) এবং ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন (NBA) দ্বারা এই শিক্ষা প্রতিষ্ঠানটি অনুমোদিত।

NSHM নলেজ ক্যাম্পাস পশ্চিমবঙ্গের দুটি স্থানে রয়েছে,

  1. NSHM Knowledge Campus, Durgapur | এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর
  2. NSHM Knowledge Campus, Kolkata | এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, কলকাতা

আমরা আমাদের এই প্রবন্ধে NSHM নলেজ ক্যাম্পাস, কলকাতা সম্পর্কে আলোচনা করবো। আমাদের একটি প্রবন্ধে NSHM নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর সম্পর্কে আলোচনা করা হয়েছে। নীচের লিঙ্কে

NSHM Knowledge Campus, Durgapur | এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর

NSHM Knowledge Campus, Kolkata | এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, কলকাতা

2005 সালে NSHM নলেজ ক্যাম্পাসের কলকাতা ক্যাম্পাসটি HCG Charitable Trust দ্বারা প্রতিষ্ঠিত হয়। এই ক্যাম্পাসটি NAAC দ্বারা গ্রেড-B++ (Grade-B++) স্বীকৃতি লাভ করেছে।

NSHM নলেজের কলকাতা ক্যাম্পাসটি আবার কয়েকটি ডিপার্টমেন্টে বিভক্ত সেগুলি হল –

  • NSHM Institute of Hotel & Tourism Management
  • NSHM Institute of Computing & Analytics
  • NSHM Institute of Health Sciences
  • NSHM Business School
  • NSHM Media School
  • NSHM Design School.

এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, কলকাতায় কি কি কোর্স পড়ানো হয়?

NSHM কলকাতা ক্যাম্পাসে আন্ডার গ্র্যাজুয়েট (UG) ও পোস্ট গ্র্যাজুয়েট (PG) কোর্স পড়ানো হয়। কোন ডিপার্টমেন্টে কি কি কোর্স রয়েছে, নীচে তা আলোচনা করা হল –

এনএসএইচএম ইনস্টিটিউট অফ হোটেল ও ট্যুরিজম ম্যানেজমেন্ট (NSHM Institute of Hotel & Tourism Management)

NSHM ইনস্টিটিউট অফ হোটেল ও ট্যুরিজম ম্যানেজমেন্টে আন্ডার গ্র্যাজুয়েট (UG) এবং পোস্ট গ্র্যাজুয়েট (PG) কোর্স রয়েছে। নীচে কোর্সগুলির নাম দেওয়া হল –

আন্ডার গ্র্যাজুয়েট (UG) কোর্সের মধ্যে রয়েছে,

  • B.Sc. in Culinary Science
  • B.Sc. in Hospitality and Hotel Administration
  • BBA in Travel & Tourism Management.

পোস্ট গ্র্যাজুয়েট (PG) কোর্সের মধ্যে রয়েছে,

  • M.Sc. in Hospitality Management
  • Masters of Tourism & Travel Management
  • M.Sc. in Hospitality Management (BL)
  • Masters of Tourism & Travel Management (BL).

এনএসএইচএম ইনস্টিটিউট অফ কম্পিউটিং ও অ্যানালিটিক্স (NSHM Institute of Computing & Analytics)

NSHM ইনস্টিটিউট অফ কম্পিউটিং ও অ্যানালিটিক্সে আন্ডার গ্র্যাজুয়েট (UG) এবং পোস্ট গ্র্যাজুয়েট (PG) কোর্স রয়েছে। নীচে কোর্সগুলির নাম দেওয়া হল –

আন্ডার গ্র্যাজুয়েট (UG) কোর্সের মধ্যে রয়েছে,

পোস্ট গ্র্যাজুয়েট (PG) কোর্সের মধ্যে রয়েছে,

  • M.Sc. in Data Science and Analytics
  • M.Sc. in Information & Cyber Security
  • M.Sc. in Applied Statistics & Analytics (BL)
  • M.Sc. in Data Science and Analytics (BL)
  • M.Sc. in Information & Cyber Security (BL).

এনএসএইচএম ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স (NSHM Institute of Health Sciences)

এই ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স-এ আন্ডার গ্র্যাজুয়েট (UG) এবং পোস্ট গ্র্যাজুয়েট (PG) কোর্স রয়েছে। নীচে কোর্সগুলির নাম দেওয়া হল –

আন্ডার গ্র্যাজুয়েট (UG) কোর্সের মধ্যে রয়েছে,

পোস্ট গ্র্যাজুয়েট (PG) কোর্সের মধ্যে রয়েছে,

  • M.Sc. in Dietetics and Nutrition
  • M.Sc. in Dietetics and Nutrition (BL)
  • M.Sc. in Clinical Psychology
  • M.Sc. in Yoga
  • M.Sc. in Yoga (BL)
  • Master of Optometry
  • Master of Optometry (BL)
  • Master of Pharmacy (Pharmaceutics)
  • Master of Pharmacy (Pharmacology)
  • Master of Public Health
  • Master of Public Health (BL)
  • M.Sc. in Environmental Science
  • M.Sc. in Environmental Science (BL).

এছাড়া এই স্কুলের অধীনে Yoga Volunteer (YV), Yoga Wellness (YW) Instructor, Yoga Master (YM)-এর সার্টিফিকেট কোর্সও পড়ানো হয়।

এনএসএইচএম বিজনেস স্কুল (NSHM Business School)

এই বিজনেস স্কুলে আন্ডার গ্র্যাজুয়েট (UG) কোর্সের মধ্যে BBA এবং পোস্ট গ্র্যাজুয়েট (PG) কোর্সের মধ্যে MBA রয়েছে। নীচে BBA ও MBA কোর্সে কি কি বিষয়ে করা যায় তার নাম দেওয়া হল –

  • Bachelor of Business Administration (BBA)
  • BBA in Accountancy, Taxation & Auditing
  • BBA in Global Business
  • BBA in Hospital Management
  • BBA in Sports Management
  • BBA in Supply Chain Management
  • Master of Hospital Administration (MHA)
  • Master of Business Administration (MBA)
  • Executive MBA
  • MBA+ Harvard Business School Online.

এনএসএইচএম মিডিয়া স্কুল (NSHM Media School)

NSHM মিডিয়া স্কুল আন্ডার গ্র্যাজুয়েট (UG) কোর্সের মধ্যে B.Sc এবং পোস্ট-গ্র্যাজুয়েট (PG) কোর্সের মধ্যে M.Sc রয়েছে। B.Sc ও M.Sc কি কি বিষয়ে রয়েছে, তা নীচে দেওয়া হল –

  • B.Sc. in Media Science
  • B.Sc. in Film & Television
  • M.Sc. in Fashion Management (BL)
  • M.Sc. in Media Science
  • M.Sc. in Media Science (BL)
  • M.Sc. in Film & Television
  • M.Sc. in Film & Television (BL).

এনএসএইচএম ডিজাইন স্কুল (NSHM Design School)

NSHM ডিজাইন স্কুল আন্ডার গ্র্যাজুয়েট (UG) কোর্সের মধ্যে B.Sc এবং পোস্ট-গ্র্যাজুয়েট (PG) কোর্সের মধ্যে M.Sc রয়েছে। B.Sc ও M.Sc কি কি বিষয়ে রয়েছে, তা নীচে দেওয়া হল –

আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলি সাধারণত 3 বছরের হয়। এই কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

পোস্ট-গ্র্যাজুয়েট সকল কোর্স অর্থাৎ M.Sc, MBA, Master কোর্সগুলির সময়সীমা 2 বছর। নির্দিষ্ট কিছু বিষয়ে স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হতে পারবে।

NSHM নলেজের কলকাতা ক্যাম্পাসে কিভাবে ভর্তি হওয়া যায়?

NSHM নলেজের কলকাতা ক্যাম্পাসে কোর্সের উপর নির্ভর করে, দুইভাবে ভর্তি হওয়া যায়। কিছু কোর্সে ভর্তি হওয়ার প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আবার কিছু কোর্সে যোগ্যতা ও প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।

নীচে কোন কোর্সে ভর্তির জন্য কোন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং কি যোগ্যতা প্রয়োজন, তা নীচে আলোচনা করা হল –

আন্ডার গ্র্যাজুয়েট (UG) কোর্সে ভর্তি

আন্ডার গ্র্যাজুয়েট (UG) কোর্স অর্থাৎ B.Sc, BBA, BCA ও B.Optom কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 40% নাম্বার ও ইংরাজি বিষয়টি নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এই কোর্সগুলিতে সাধারণত ডাইরেক্ট অ্যাডমিশন হয়।

B.Sc. in Data Science কোর্স পড়ার জন্য বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গণিত ও ইংরাজি বিষয় দুটি থাকা আবশ্যক।

B. Pharm কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় ফিজিক্স (Physics), কেমিস্ট্রি (Chemistry), ম্যাথামেটিক্স (Mathematics) বিষয়গুলি নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং WBJEE পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করা প্রয়োজন।

WBJEE পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓

WBJEE-Exam
WBJEE পরীক্ষার খুঁটিনাটি

পোস্ট গ্র্যাজুয়েট (PG) কোর্সে ভর্তি

পোস্ট গ্র্যাজুয়েট (PG) কোর্সে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট কিছু স্নাতক উত্তীর্ণ হতে হয়। কিছু M.Sc কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিষয়ে 50% নাম্বার নিয়ে স্নাতক উত্তীর্ণ করার পর ভর্তি হওয়া যায়। MCA, MBA, M.Pharm ও কিছু বিষয়ে M.Sc কোর্সে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে স্নাতক উত্তীর্ণ করতে হয়, তা নীচে বলা হল –

Data Science & Analytics ও Information and Cyber Security কোর্সে M.Sc পড়ার জন্য STEM অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত বিষয়গুলিতে স্নাতক উত্তীর্ণ হতে হয়। Data Science & Analytics কোর্সে ইকোনমিকস ও স্ট্যাটিস্টিকস বিষয়ে স্নাতক উত্তীর্ণ প্রার্থীরাও ভর্তি হতে পারবে।

M.Pharm. কোর্সে ভর্তি হওয়ার জন্য 55% নাম্বার নিয়ে B.Pharm. কোর্স উত্তীর্ণ হতে হবে। এর সঙ্গে GPAT বা PGET প্রবেশিকা পরীক্ষায় র‍্যাঙ্ক করা আবশ্যক।

M.Optom. কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Optom. কোর্সে উত্তীর্ণ হওয়া আবশ্যক।

M.Sc. in Dietetics & Nutrition কোর্সে ভর্তি হওয়ার জন্য কিছু বিষয়ে B.Sc. কোর্স উত্তীর্ণ হতে হয়। নীচে বিষয়গুলি উল্লেখ করা হল –

বিষয়গুলি হল – Physics/Botany/Zoology/Chemistry/Biochemistry/Biology/Microbiology/Family and Community Sciences/Foods and Nutrition/Public Health Nutrition/Dietetics/Food Science and Quality Control ইত্যাদি বা, B.Tech. Food Science and Technology.

এছাড়া পোস্ট গ্র্যাজুয়েটের MBA, MHA ইত্যাদি কোর্সে ভর্তি হওয়ার জন্য MAT /WB JEMAT এবং Master in Public Health কোর্সে ভর্তির জন্য CET প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

যোগাযোগ

Address

NSHM Knowledge Campus Kolkata, Main Building

60, B.L. Saha Road (Formerly 124, B.L. Saha Road)

Kolkata, West Bengal, India

PIN: 700 053

Contact Details

Phone No : + 91 33 2403 2300/01

E-mail : contactus@nshm.com

Website: www.nshm.com / www.nshm.com/campus/kolkata/

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।C
error: Content is protected !!