IHM, Kolkata
Category – Colleges | Hotel Management Institutions

ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হল সেন্ট্রাল গর্ভমেন্টের অধীনস্থ সরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজ। ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের বিভিন্ন শাখা রয়েছে বিভিন্ন স্থানে, প্রায় 22টি স্থানে রয়েছে।

নীচে কয়েকটি নাম দেওয়া হল –

  • Institute of Hotel Management, Kolkata
  • Institute of Hotel Management, Delhi
  • Institute of Hotel Management, Bangalore
  • Institute of Hotel Management, Bhubaneswar
  • Institute of Hotel Management, Mumbai
  • Institute of Hotel Management, Lucknow
  • Institute of Hotel Management, Jaipur
  • Institute of Hotel Management, Hyderabad
  • Institute of Hotel Management, Chennai
  • Institute of Hotel Management, Ahmedabad ইত্যাদি।

আমরা আমাদের আর্টিকেলে ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, কলকাতা (Institute of Hotel Management, Kolkata) সম্পর্কে আলোচনা করবো।

ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, কলকাতা | Institute of Hotel Management, Kolkata

ভারত সরকারের পর্যটন মন্ত্রকের অধীনস্থ ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট (Institute of Hotel Management [IHM]), কলকাতা হল পূর্ব ভারতের অন্যতম প্রধান হসপিটালিটি ইনস্টিটিউট। 1963 সালে IHM, Kolkata প্রতিষ্ঠিত হয় এবং প্রয়াত পি এ কোশি (P. A. Koshy) ছিলেন এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।


আরো পড়ুন – Hotel Management Course | হোটেল ম্যানেজমেন্ট কোর্স

IHM কলেজে কি কি পড়ানো হয়?

ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলেজে হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পড়ানো হয়।

স্নাতক (Graduation)

স্নাতক কোর্সের মধ্যে রয়েছে, Bachelor of Science (B.Sc) in Hospitality and Hotel Administration. এই কোর্সের সময়সীমা 3 বছর।

B.Sc in Hospitality and Hotel Administration (HHA) কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা এবং NCHM JEE পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।


NCHM JEE পরীক্ষা সম্পর্কে জানতে দেখে নাও – NCHM JEE পরীক্ষা কি?

স্নাতকোত্তর (Post-Graduation)

স্নাতকোত্তর কোর্সের মধ্যে রয়েছে, Masters of Science (M.Sc) in Hospitality Administration.

M.Sc in Hospitality Administration কোর্সের সময়সীমা 2 বছর। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য B.Sc in HHA উত্তীর্ণ হতে হয়।


আরো পড়ুন – Hospitality Management | হসপিটালিটি ম্যানেজমেন্ট

ডিপ্লোমা কোর্স (Diploma Course)

ডিপ্লোমা কোর্সের মধ্যে, যে যে কোর্স রয়েছে, তা হল –

ডিপ্লোমা কোর্সগুলির সময়সীমা 1.5 বছর। যে কোনো বিভাগ থেকে ইংরাজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

আরো কিছু কোর্স

Craftsmanship Course in Food Production & Patisserie. এই কোর্সটি 1.5 বছরের হয়। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

IHM, Kolkata কলেজে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। এছাড়াও পূর্ববর্তী পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কাউন্সিলিং-এর মাধ্যমে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।

যোগাযোগ

Address

P – 16, Taratala Road, Kolkata,

West Bengal, India.

PIN: 700088

Contact Details

Email:

Principal: principal@ihmkol.org

Admission: admission@ihmkol.org

Website: ihmkol.org

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!