HS-in-science-online-seminar

উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো?

এরপর কিভাবে নিজের কেরিয়ার গড়ে তুলবে বুঝতে পারছো না?

তাহলে তোমার জন্যই আমরা আয়োজন করছি একটি অনলাইন সেমিনার।

সেমিনারের বিষয়

উচ্চমাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ে কিভাবে কেরিয়ারে সফল হওয়া যায়?

সেমিনারের আলোচ্য বিষয়গুলি হল

  • সায়েন্স পড়ে পছন্দের কেরিয়ার গড়ে তুলবে কিভাবে?
  • কোন পেশাতে দ্রুত সুপ্রতিষ্ঠিত হতে পারবে?
  • কোন কোন ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে?
  • কোন কোন নতুন পেশা উঠে আসছে সায়েন্স পড়ুয়াদের জন্য?

সেমিনারের তারিখ ও সময়

13th April 2023 (বৃহস্পতিবার), সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 7টা

সেমিনারে নাম রেজিস্ট্রেশন

এই অনলাইন সেমিনারের কোন প্রবেশ মূল্য নেই, ইন্টারনেট যুক্ত একটি মোবাইল থাকলেই এই সেমিনারে যোগ দেওয়া যাবে।

সেমিনারে বিনামূল্যে যোগ দেবার জন্য এই অনলাইন ফর্ম ফিল আপ করো।

 

কিভাবে এই সেমিনারে যোগ দেবে?

  • 12th April 2023 তোমাদের সেমিনারের লিঙ্ক ইমেইল করা হবে।
  • Google Meet -এর মাধ্যমে এই সেমিনারে অংশগ্রহণ করা যাবে।
  • 13th April 2023 ঠিক সন্ধ্যা 6টা থেকে LIVE সেমিনার দেখা যাবে।

যোগাযোগ

আরো জানতে যোগাযোগ করো 9674536370 নম্বরে

[যে কোন কাজের দিন সকাল 11টা থেকে বিকাল 6টা অবধি]

অথবা, Email করো info@ecdeducation.com

তাহলে দেখা হচ্ছে সেমিনারে ঠিক সন্ধ্যে 6টায়।


careerbondhu-telegram-channel

error: Content is protected !!