Category – Blog
আপনি কি 2023 সালে ল (Law) নিয়ে ভর্তি হতে চান, তাহলে আপনাকে CLAT 2023 পরীক্ষা সম্পর্কে সব তথ্য জেনে নিতে হবে।
আমরা এই আর্টিক্যালে CLAT 2023 এর কিছু তথ্য নিয়ে আলোচনা করবো।
Table of Contents
CLAT পরীক্ষায় আবেদন করা সংক্রান্ত কিছু তথ্য
আবেদন করার ও পরীক্ষার তারিখ (Application & Exam Date)
যারা আগামী শিক্ষাবর্ষ, 2023-24 এ ল (Law) নিয়ে পড়াশোনা করার কথা ভাবছেন, তাদের CLAT পরীক্ষার অনলাইন আবেদন পত্র (Form Fillup) জমা নেওয়া শুরু হয়েছে 8ই আগস্ট, 2022 থেকে এবং চলবে 13ই নভেম্বর 2022 পর্যন্ত।
ইচ্ছুক ক্যান্ডিডেটদের শেষ তারিখ অর্থাৎ 13ই নভেম্বর 2022 এর মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে।
ল (Law)-এর প্রবেশিকা পরীক্ষা CLAT এই বছর 18ই ডিসেম্বর, 2022 (আগামী শিক্ষাবর্ষ, 2023-24) অনুষ্ঠিত হবে।
অ্যাপ্লিকেশন ফি (Application Fee)
পরীক্ষার আবেদন পত্র বা ফর্মের রেজিসট্রেশান ফি 4000 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য রেজিসট্রেশান ফি-এর উপর কিছু ছাড় রয়েছে।
অ্যাডমিট কার্ড (Admit Card)
CLAT পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যায় The Consortium of NLUs এর নিজস্ব ওয়েবসাইট থেকে। মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হয়।
[জেনে রাখো – অনলাইনে পরীক্ষার আবেদনপত্রটি ভর্তি করে জমা দেবার নিয়ম অন্যান্য পরীক্ষার মতই। ফর্মটি ভর্তি করে জমা দেবার আগে একদম প্রথমে দেওয়া সমস্ত তথ্য নিখুঁতভাবে পড়ে এবং সেগুলি মেনে তবেই জমা দেওয়া উচিত।
পরীক্ষার ফি জমা দিতে হয় নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে অথবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অন্যান্য যে কোনো অনলাইন পেমেন্টের মাধ্যমে।
ফর্মটি ভর্তি করার জন্য প্রয়োজনীয় ছবি বা স্বাক্ষর বা অন্যান্য সমস্ত প্রয়োজনীয় তথ্য সবকিছুই অনলাইনে আপলোড করতে হয়।
ফর্মে উল্লেখিত নির্দেশিকা (Instruction) অনুযায়ী অনলাইন ফর্মটি ফিল আপ করে অনলাইনেই জমা দিতে হবে।]
CLAT পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য আমাদের এই আর্টিকেল থেকে দেখে নিন – CLAT পরীক্ষা কি?
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।