JEE-Advanced 2023
Category – Blog

সম্প্রতি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-এর তরফ থেকে JEE (Advanced) 2023 পরীক্ষার আপডেট প্রকাশিত হয়েছে।

JEE (Advanced) পরীক্ষাটি হল একটি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, যা উত্তীর্ণ করে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলোজি তে B.Tech/B.E এবং আর্কিটেকচার এ B.Arch ও B.Planning কোর্সে ভর্তি হওয়া যায়।

এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে IIT সহ IISc, IISER ইত্যাদি বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া যায়। JEE (Advanced) পরীক্ষাটি দুটি পেপারে বিভক্ত, যথা – পেপার-1 ও পেপার-2.

এছাড়াও আর্কিটেকচার নিয়ে পড়ার জন্য JEE (Advanced) AAT পরীক্ষাটি দিতে হয়।


JEE (Advanced) পরীক্ষা সম্পর্কে আরো জানার জন্য দেখে নিন – JEE (Advanced) পরীক্ষা কি?

JEE (Advanced) 2023 পরীক্ষার তারিখ | Date of Examination of JEE (Advanced) 2023

2023 সালের JEE (Advanced) প্রবেশিকা পরীক্ষাটি জুন মাসের 4 তারিখ (4th June 2023), রবিবার অনুষ্ঠিত হবে।

পেপার-1 পরীক্ষাটির সময় 4 ঠা জুন সকাল 9 টা থেকে দুপুর 12 টা (9:00 am – 12:00 pm) পর্যন্ত এবং পেপার-2 পরীক্ষার সময় 4 ঠা জুন দুপুর 2:30 থেকে বিকাল 5:30 (02:30 pm – 05:30 pm) পর্যন্ত।

JEE (Advanced) AAT পরীক্ষাটি 2023 সালের জুন মাসের 21 তারিখ, বুধবার আয়োজিত হবে। পরীক্ষার সময় হল – সকাল 9 টা থেকে দুপুর 12 টা (9:00 am – 12:00 pm) পর্যন্ত।

JEE (Advanced) 2023 পরীক্ষার রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে?

  • 2023 সালের এপ্রিল মাসের 30 তারিখ (30.04.2023), রবিবার সকাল 10 টা থেকে ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন শুরু হবে।
  • এই ফর্ম ফিল আপ করার সময়সীমা চলবে 2023 সালের মে মাসের 4 তারিখ (04.05.2023), বৃহস্পতিবার বিকাল 5 টা পর্যন্ত।
  • ফি জমা দেওয়ার শেষ তারিখ হল 2023 সালের মে মাসের 4 তারিখ (04.05.2023), বৃহস্পতিবার বিকাল 5 টা অবধি।
  • AAT পরীক্ষার রেজিস্ট্রেশন 2023 সালের জুন মাসের 18 তারিখ (18.06.2023), রবিবার সকাল 10 টা থেকে জুন মাসের 19 তারিখ (19.06.2023), সোমবার বিকাল 5 টা পর্যন্ত চলবে।

কিভাবে JEE (Advanced) পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করবেন?

  • এই পরীক্ষার রেজিস্ট্রেশন ও অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অনলাইনে হয়। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে JEE (Advanced) অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ ভিসিট করতে হবে।
  • নিজের নাম এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
  • রেজিস্ট্রেশন সম্পূর্ণ অ্যাপ্লিকেশন নাম্বার ও পাসওয়ার্ড পাবেন এবং সেটি দিয়েই দুটি পর্বের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবেন।
  • অ্যাপ্লিকেশন করার পর তার ফি দিয়ে দিলে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে।

[পরীক্ষার্থীদের জানানো হচ্ছে, যে এই অ্যাপ্লিকেশন ফর্ম নির্ভুলভাবে ফিল আপ করতে হবে এবং সাবমিট করার আগে অতি অবশ্যই একবার সম্পূর্ণ মিলিয়ে নেওয়া দরকার। সাবমিট হয়ে যাওয়ার পর ফর্মে কোনো ভুল থেকে গেলে তা আর পরবর্তীকালে ঠিক করা যাবে না।]

JEE (Advanced) পরীক্ষার রেজিস্ট্রেশন ফি কত টাকা?

এই পরীক্ষার রেজিস্ট্রেশন ফি ভারতীয় ও বিদেশী প্রার্থীদের জন্য ভিন্ন হয়।
এই পরীক্ষার রেজিস্ট্রেশন ফি ভারতীয় মহিলা ও SC/ST/PwD প্রার্থীদের জন্য 1450 টাকা। ভারতীয় অন্যান্য প্রার্থীদের জন্য এই রেজিস্ট্রেশন ফি 2900 টাকা।

JEE (Advanced) পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে?

অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 2023 সালের মে মাসের 29 তারিখ (29.05.2023), সোমবার সকাল 10 টা থেকে জুন মাসের 4 তারিখ (04.06.2023), রবিবার বিকাল 5 টা অবধি।

JEE (Advanced) 2023 পরীক্ষাটি দেওয়ার জন্য এই অ্যাডমিট কার্ড খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনে প্রকাশিত অ্যাডমিট কার্ড ডাউনলোড করে, তা প্রিন্ট আউট করে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যেতে হবে।

JEE (Advanced) পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে?

এই পরীক্ষার রেজাল্ট অনলাইনে 2023 সালের জুন মাসের 18 তারিখ (18.06.2023), রবিবার সকাল 10 টায় প্রকাশিত হবে।

JEE (Advanced) AAT পরীক্ষার রেজাল্ট অনলাইনে 2023 সালের জুন মাসের 25 তারিখ (25.06.2023), রবিবার বিকাল 5 টায় প্রকাশিত হবে।

[বিঃদ্রঃ পরীক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে ফর্ম ফিল আপের পর থেকে পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে, নিয়মিত রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in-এ নজর রাখতে হবে।]

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!