Category – Sales & Marketing Courses
Table of Contents
ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট কোর্স কি?
বর্তমানে মার্কেটিং-এর কোর্সগুলির মধ্যে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে জনপ্রিয় এবং একটি ট্রেন্ডিং কোর্স। ডিজিটাল মার্কেটিং-এর বিষয়বস্তু হল সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া, ইমেল ইত্যাদি বিভিন্ন ডিজিটাল মাধ্যমের সাহায্যে গ্রাহকদের কাছে পৌঁছানো। একজন ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, তার গ্রাহকের ব্যবসা ডিজিটাল মাধ্যমের সাহায্যে বৃদ্ধি করতে চেষ্টা করেন।
ডিজিটাল মার্কেটিং-এর সার্টিফিকেট কোর্সের সময়সীমা সাধারণত 3 মাস থেকে 1 বছর হয়। বিভিন্ন বেসরকারি সংস্থায় এই কোর্স করানো হয়। এই কোর্সে থিয়োরির থেকে বেশি প্র্যাক্টিকালে অর্থাৎ হাতে কলমে শেখানো হয়। এই কোর্স তাদের জন্য যারা ডিজিটাল বা ইন্টারনেট সম্পর্কে আগ্রহী।
কিভাবে পড়বো ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট কোর্স?
ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট কোর্স করার জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা উত্তীর্ণ করে এই কোর্সে ভর্তি হলে বিশেষ সুবিধা হয়।
আরো পড়ুন – Retail Sales Associate | রিটেল সেলস অ্যাসোসিয়েট
ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট কোর্স ফি কত?
বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন। এই কোর্সের ফি সাধারণত 15,000 থেকে 50,000 হয়।
ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট কোর্সে কি কি পড়তে হয়?
ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –
- What is Digital Marketing
- Marketing v/s Sales
- Understanding Leads & Traffic
- Google Analytics Tracking Code
- Facebook Business Manager
- Facebook Page Custom URL
- Facebook Insights Reports
- Google Ad Types
- Updating Products and Services
- Understanding SEO ইত্যাদি।
ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট কোর্সের ভবিষ্যৎ কেমন?
ডিজিটাল মার্কেটিং বর্তমানে সব কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তাই বর্তমানে এটি একটি জনপ্রিয় কোর্স। এই কোর্স করে ডিজিটাল মার্কেটিং-এ দক্ষ হলে সহজেই দেশে-বিদেশে প্রচুর কাজের সুযোগ থাকায়, ভবিষ্যৎ উজ্জ্বল হয়। স্বল্প সময়ে ডিজিটাল মার্কেটিং-এ দক্ষতা অর্জন করলে উপার্জন করা সহজ হয়।
এই কোর্স করে যে যে পদে নিয়োগ হওয়া যায়, সেগুলি হল –
- Digital Marketing Executive
- SEO Executive
- Social Media Marketing Executive
- Content Marketing Executive ইত্যাদি।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।