B.sc in data science
Category – Specialized Courses

B.Sc in Data-Science কোর্স কি?

ডেটা সায়েন্স হল একটি বিশেষ কোর্স; বিজ্ঞান, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বিষয় থেকে বিভিন্ন ডেটা বা তথ্য সংগ্রহ, তার বিশ্লেষণ এবং তা প্রক্রিয়াকরণ করার পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।

কিভাবে পড়বো B.Sc in Data-Science কোর্স?

এই কোর্সটি পড়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় পদার্থবিদ্যা, অঙ্ক ও রসায়নবিদ্যা বিষয় তিনটি নিয়ে উত্তীর্ণ হওয়া আবশ্যক। এই কোর্সে ভর্তি হওয়ার ন্যূনতম বয়সসীমা 17 বছর।

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য বিশেষ কিছু প্রবেশিকা পরীক্ষা রয়েছে। শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নিম্নলিখিত প্রবেশিকা পরীক্ষাগুলি দিতে পারেন।

প্রবেশিকা পরীক্ষাগুলি হল –

  • SSU CET,
  • AMET CET,
  • CUET,
  • Jain University Entrance Test ইত্যাদি।

আরো পড়ুন – ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপলিকেশন | BCA

B.Sc in Data-Science কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

ডেটা সায়েন্সে B.Sc কোর্স পড়ানো হয় যে যে কলেজে তার তালিকা দেওয়া হল নীচে –

  • NSHM Knowledge Campus, Kolkata.
  • George Group of Colleges, Kolkata.
  • Amity University, Kolkata.
  • Sister Nivedita University, Kolkata.
  • Techno India University, Kolkata.
  • Jain University, Kochi.
  • Aryabhatta Knowledge University, Patna.
  • Karnavati University, Gandhi Nagar.
  • Birla Global University, Bhubaneswar ইত্যাদি।

B.Sc in Data-Science কোর্স ফি কত?

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন হয়। কোর্স ফি গড়ে 1 লাখ থেকে 6 লাখ টাকা পর্যন্ত হয়।

B.Sc in Data-Science কোর্সে কি কি পড়তে হয়?

যে সমস্ত বিষয়গুলি ডেটা সায়েন্সে পড়ানো হয় তাদের মধ্যে কয়েকটি বিষয় নীচে উল্লেখ করা হল –

  • Linear Algebra and Matrix Analysis
  • Longitudinal Data Modelling
  • Distributed Algorithms and Optimisation
  • Non-Parametric and Categorical Data Analysis
  • Probability and Probability Distributions
  • Data Management and Data Warehousing
  • Applied Data Analytics
  • Stochastic Processes & Bayesian Methods
  • Simulation and Monte Carlo Techniques
  • Statistical Inference
  • Linear Regression Models
  • Programming with Hadoop and Spark
  • Multivariate Methods for Machine Learning
  • Deep Learning and Text Mining
  • Time Series and Forecasting
  • Social Network Analysis
  • Design and Analysis of Experiments
  • Programming for Analytics ইত্যাদি।

B.Sc in Data-Science কোর্সের ভবিষ্যৎ কেমন?

বর্তমানে অ্যানালিটিক্স এবং ডেটা সায়েন্সের মত বিষয়গুলি সারা বিশ্বের প্রতিটি কোম্পানির কাছে সবচেয়ে জনপ্রিয়। এই কোর্স করে দেশে-বিদেশে দুর্দান্ত কেরিয়ারের সুযোগ রয়েছে। তাই এই কোর্স করার পর ভবিষ্যৎ উজ্জ্বল।

B.Sc in Data-Science পড়ে যে ধরনের কাজের সুযোগ পেয়ে থাকেন –

  • Data Scientist
  • Data Analyst
  • Business Analyst
  • Data Engineer
  • Data Architect
  • Business Intelligence Professional
  • Big Data Analyst ইত্যাদি।

নীচে কয়েকটি সংস্থার নাম দেওয়া হল, যারা ডেটা সায়েন্স প্রার্থী নিয়োগ করেন –

  • Amazon
  • Flipkart
  • Cognizant
  • Wipro
  • Infosys
  • Accenture
  • Microsoft
  • Reliance ইত্যাদি।

B.Sc in Data-Science পড়ে কি সরকারি চাকরি পাওয়া যায়?

ডেটা সাইন্সে B.Sc করার পর PhD করা থাকলে কিছু সরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে। ডেটা বিশ্লেষণের মাধ্যমে সরকারি ব্যয় অপচয় সংক্রান্ত বিভিন্ন কাজ, অর্থ দপ্তরের উন্নয়ন, জালিয়াতি এবং অপব্যবহার শনাক্ত করা এবং প্রতিরোধ করা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ডেটা সায়েন্টিস্টদের নিয়োগ করা হয়।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!