Radiology Therapy
Streams – Medicine & Allied Studies

রেডিওলজি থেরাপি ডিপ্লোমা (Diploma in Radiology Therapy) কোর্স কি?

রেডিওলজি হল চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা, যা মেডিকেল ইমেজিং প্রযুক্তি যেমন এক্স-রে, সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড এবং এমআরআই ইত্যাদি ব্যবহার করে রোগ নিরাময়ে সাহায্য করে।

চিকিৎসা বিজ্ঞানের এই শাখার উপর এক থেকে দুই বছরের যে স্নাতক স্তরের ডিপ্লোমা কোর্স করা হয় তাই রেডিওলজি থেরাপির ডিপ্লোমা কোর্স হিসাবে পরিচিত।

কিভাবে পড়বো রেডিওলজি থেরাপি ডিপ্লোমা কোর্স?

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষাটিতে পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry), জীববিদ্যা (Biology) এই বিষয়গুলি থাকতে হবে এবং উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

এই কোর্সে কিছু বিখ্যাত প্রতিষ্ঠানে NEET উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া যায়। আবার কিছু ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমতুলের নাম্বারের ভিত্তিতেও কলেজগুলিতে অ্যাডমিশন হয়।


আরো পড়ুন – Diploma in Medical Laboratory Technology Course

রেডিওলজি থেরাপি ডিপ্লোমা কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

রেডিওলজি থেরাপি ডিপ্লোমা কোর্স ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়, নীচে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়া হল –

  • PGME&R, Kolkata
  • NRSMC, Kolkata
  • Bankura Sammilani Medical College, West Bengal
  • Calcutta medical college, Kolkata
  • CMC, Vellore
  • Madurai Medical College, Tamil Nadu
  • Aryabhatta Knowledge University, Bihar
  • Vananchal Educational and Welfare Trust, Jharkhand
  • Bangalore Medical College and Research Institute, Karnataka
  • S.C.B. Medical College, Orissa ইত্যাদি।

রেডিওলজি থেরাপি ডিপ্লোমা কোর্স ফি কত?

এই কোর্সের ফি সাধারণত 25,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোর্সের ফি ভিন্ন হয়ে থাকে।

রেডিওলজি থেরাপি ডিপ্লোমা কোর্সে কি কি পড়তে হয়?

রেডিওলজি থেরাপি ডিপ্লোমা কোর্সে যে যে বিষয় পড়তে হয় সেগুলি হল,

  • Human Anatomy & Physiology, Radiology Physics
  • X-Ray Machines & Accessories, Maintenance
  • Medical Ethics and Patient Care
  • Supportive Subjects
  • Equipments, Techniques of modern Imaging Modalities
  • Clinical Radiography-Positioning
  • Principles of Medical Emergencies ইত্যাদি।

রেডিওলজি থেরাপি ডিপ্লোমা (Diploma in Radiology Therapy) কোর্সের ভবিষ্যৎ কেমন?

বর্তমানে রেডিওলজি থেরাপি ডিপ্লোমা কোর্স একটি জনপ্রিয় কোর্স। এই কোর্সের মাধ্যমে বিভিন্ন ল্যাবরেটারী, সরকারি ও বেসরকারি হাসপাতাল যেমন, AIIMS, Apollo Hospitals ইত্যাদি স্থানে কাজের সুযোগ রয়েছে। দেশ-বিদেশেও চাকরির প্রচুর সুযোগ থাকায় এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

রেডিওলজি থেরাপি ডিপ্লোমা কোর্স করে যে ধরনের পদে যুক্ত হওয়া যায়

  • X-Ray Technicians,
  • Radiation Therapy Team Supervisors,
  • Radiation Therapy Technologists,
  • Diagnostic Radiographers,
  • Radiation Protection Specialists ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!