Common University Entrance Test
Category – Entrance Exam

উচ্চ মাধ্যমিকের পর কেন্দ্রীয় সরকারের অধীনে সেরা কলেজে গ্র্যাজুয়েশন পড়তে চাও? তাহলে তোমাকে CUET পরীক্ষা সম্পর্কে জানতেই হবে।

ভারতবর্ষে স্নাতক স্তরে বা স্নাতককোত্তর স্তরে পড়ার জন্য CUET প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়েছে।

CUET এর সম্পূর্ণ অর্থ হল কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম (Common University Entrance Exam). এই পরীক্ষাটির আয়োজক হল, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) বা NTA.

CUET প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভারতবর্ষে মোট 45 টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়।

পশ্চিমবঙ্গে দুটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে সেই দুটি হল – বিশ্বভারতি ও ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU)।

এছাড়াও কিছু ইউনিভার্সিটির নাম হল – সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থান, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ উড়িষ্যা, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কেরালা, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ পাঞ্জাব ইত্যাদি।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


CUET প্রবেশিকা পরীক্ষাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে – CUET (UG) এবং CUET (PG).

স্নাতক স্তরে পড়ার জন্য CUET (UG) প্রবেশিকা পরীক্ষা এবং স্নাতককোত্তর স্তরে পড়ার জন্য CUET (PG) প্রবেশিকা পরীক্ষা দিতে হয়।

আমরা CUET (UG) প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে আলোচনা করবো।

CUET (UG) পরীক্ষা কী?

CUET (UG) মূলত স্নাতকস্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া যায়।

CUET (UG) পরীক্ষার যোগ্যতা (Eligibility)

শিক্ষাগত যোগ্যতা

CUET (UG) পরীক্ষা দেওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা আবশ্যক। যে কোনো বিভাগে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পরীক্ষায় বসতে পারবে।

বয়সের যোগ্যতা

CUET (UG) পরীক্ষায় বসার কোনো বয়সসীমা নেই।

careerbondhu.com whatsapp channel

CUET (UG) পরীক্ষার বিষয় (Details of Exam)

এই পরীক্ষাটিতে কম্পিউটার বেসড টেস্ট (CBT) হয়। এই পরীক্ষাতে মাল্টিপল চয়েস প্রশ্ন [MCQ] আসে। প্রত্যেকটি MCQ তে 5 নাম্বার করে থাকে। ভুল উত্তর দিলে 1 নাম্বার করে মূল প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেওয়া হয়।
এই পরীক্ষা চারটি ভাগে বিভক্ত – Section IA, Section IB, Section II, Section III.

• Section IA & Section IB – এই সেকশনে ভাষার উপর দক্ষতা পরীক্ষা করা হয়। এই সেকশন থেকে দুটি আলদা ভাষা পছন্দ করতে হয় এবং সর্বোচ্চ তিনটি ভাষা বেছে নিয়ে পরীক্ষা দেওয়া যায়। সেই ভাষার উপর প্রশ্ন আসে।

• Section II – 27 টি ডোমেইন স্পেসিফিক সাবজেক্ট থাকে। তার মধ্যে সর্বোচ্চ 6 টি বিষয় পছন্দ করে, সেই বিষয়ের উপর পরীক্ষা দিতে হয়।

• Section III – এই সেকশনে জেনারেল টেস্ট হয়, যা সব পরীক্ষার্থীকে দিতে হয়।

পরীক্ষার্থী সর্বাধিক 9 টি টেস্ট দিতে পারবে।

Section IA & Section IB দুটি থেকে 2 টি ভাষা এবং ডোমেইন স্পেসিফিক সাবজেক্টস থেকে 6 টি বিষয় পছন্দ করতে হবে বা Section IA & Section IB দুটি থেকে 3 টি ভাষা এবং ডোমেইন স্পেসিফিক সাবজেক্টস থেকে 5 টি বিষয় পছন্দ করতে হবে, তার সাথে Section III জেনারেল টেস্ট রয়েছে।

পরীক্ষার্থী যে বিষয় নিয়ে স্নাতকস্তরে ভর্তি হবে, সেই বিষয়ের উপরর ভিত্তি করে ভাষা এবং ডোমেইন স্পেসিফিক সাবজেক্টস বেছে নিয়ে পরীক্ষা দেবে। কোন বিষয়ে কোর্স করবে তার উপর নির্ভর করে কটি ডোমেইন স্পেসিফিক সাবজেক্টস বেছে নিয়ে পরীক্ষা দিতে হবে তা নির্ধারিত হয়। সর্বাধিক 6 টি ডোমেইন স্পেসিফিক সাবজেক্টস বেছে নেওয়া যায়।

এক নজরে দেখে নিই –

পরীক্ষার ভাষা

এই পরীক্ষাটি 13 টি ভাষায় দেওয়া যায় – ইংরাজি, হিন্দি, আসামীয়, বাংলা, গুজরাটি, কানাডা, মালায়ালাম, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবী, তামিল, তেলেগু, উর্দু।

সময়

Slot 1 এর জন্য নির্ধারিত সর্বোচ্চ সময় হল 3 ঘণ্টা 15 মিনিট এবং Slot 2 এর জন্য নির্ধারিত সর্বোচ্চ সময় হল 3 ঘণ্টা 45 মিনিট। এক একটি বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য 45 মিনিট সময় থাকে, কটি বিষয়ে পরীক্ষা দেবে তার উপর সময় পরিবর্তন হয়।

careerbondhu.com telegram channel

CUET (UG) পরীক্ষার সিলেবাস

Section-IA তে 13 টি ভাষা থাকে,সেগুলি হল –

• ইংরাজি,
• হিন্দি,
• আসামীয়,
• বাংলা,
• গুজরাটি,
• কানাডা,
• মালায়ালাম,
• মারাঠি,
• উড়িয়া,
• পাঞ্জাবী,
• তামিল,
• তেলেগু,
• উর্দু।

Section-IB তে 20 টি ভাষা থাকে, ভাষাগুলি হল –

• আর্বিক,
• বোডো,
• চাইনিজ,
• ডোগরি,
• ফ্রেঞ্চ,
• জার্মান,
• ইটালিয়ান,
• জাপানিস,
• কাশ্মীরি,
• কোঙ্কানি,
• মৈথিলি,
• মণিপুরি,
• নেপালি,
• পার্সিয়ান,
• রাশিয়ান,
• সাওতালি,
• সিন্ধি,
• স্প্যানিশ,
• টিবেটিয়ান,
• সংস্কৃত।

careerbondhu.com whatsapp channel

Section-II এ ডোমেইন স্পেসিফিক সাবজেক্টগুলি হল –

• অ্যাকাউনটেন্সি,
• এগ্রিকালচার,
• অ্যান্থ্রপলজি,
• বায়োলজি,
• কেমিস্ট্রি,
• ফিসিক্স,
• ম্যাথামেটিকস,
• বিসনেস স্টাডিস,
• এনভায়োমেন্টাল স্টাডিস,
• কম্পিউটার সাইন্স,
• ইকনোমিকস,
• ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স,
• এন্ট্রেপ্রেনিউরশিপ (Entrepreneurship),
• ফাইন আর্টস/ভিস্যুয়াল আর্টস/ কমার্শিয়াল আর্টস,
• ভূগোল,
• ইতিহাস,
• হোম সাইন্স,
• নলেজ ট্র্যাডিশন-প্র্যাকটিস ইন্ডিয়া,
• লিগাল স্টাডিস,
• মাস মিডিয়া/মাস কমিউনিকেশন,
• পার্ফমিং আর্টস (নাচ, গান, নাটক),
• ফিসিকাল এডুকেশন,
• পলিটিকাল সাইন্স,
• সাইকোলজি,
• সংস্কৃত,
• সোশিয়লজি,
• টিচিং অ্যাপ্টিটিউড।


বিভিন্ন বিষয়ের অনার্স সম্পর্কে পড়তে Honours | অনার্স 

এই ডোমেইন স্পেসিফিক সাবজেক্টগুলির সিলেবাস দ্বাদশ শ্রেণীর NCERT-এর সিলেবাস অনুযায়ী হয়।

Section-III এ জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, লজিকাল, অ্যানালিটিকাল রিসেনিং থেকে প্রশ্ন আসে এবং কিছু গাণিতিক প্রশ্ন আসে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি থেকে।

পর্ব সমাপ্ত! 


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!