gouri-devi-institute-of-medical-sciences-and-hospital
Category – Colleges | Medical Colleges

2016 সালে গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল কলেজটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি বেসরকারি মেডিকেল কলেজ।

গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল কলেজটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স (WBUHS)-এর সাথে অনুমোদিত এবং ন্যাশনাল মেডিকেল কমিশন (NMC) দ্বারা স্বীকৃত

গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালে কি কি কোর্স পড়ানো হয় ?

গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালে স্নাতক বা আন্ডার গ্র্যাজুয়েট (Undergraduate), স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েট (Postgraduate) এবং প্যারামেডিকেল কোর্স পড়ানো হয়।

আন্ডার গ্র্যাজুয়েট (Under-Graduate) কোর্স

আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সের মধ্যে MBBS রয়েছে।

MBBS

MBBS সম্পূর্ণ কথা বা ফুল ফর্ম (Full form) হল ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সার্জারি (Bachelor of Medicine, Bachelor of Surgery)। এমবিবিএস (MBBS) হল কোর্সের সময়সীমা 5 বছর 6 মাস। এই কোর্স করে ডাক্তার হওয়া যায়। MBBS কোর্স করার জন্য NEET (UG) পরীক্ষায় র‍্যাঙ্ক করা আবশ্যক। এছাড়াও উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ ও 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়।


আরো পড়ুন – MBBS কি? | MBBS Course | Bachelor of Medicine, Bachelor of Surgery

পোস্ট গ্র্যাজুয়েট (Post-Graduate) কোর্স

পোস্ট গ্র্যাজুয়েটের মধ্যে MD ও MS ডিগ্রি কোর্স রয়েছে।

MD

MD এর পুরো কথা হল ডক্টর অফ মেডিসিন (Doctor of Medicine). এটি একটি 3 বছরের স্নাতকোত্তর কোর্স। MBBS সম্পূর্ণ করার পর এই কোর্স করা যায়।

MD কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

  • MD General Medicine
  • MD Anesthesiology
  • MD Anatomy.
MS

MS এর পুরো কথা হল মাস্টার অফ সার্জারি (Master of Surgery). MBBS সফলভাবে সম্পূর্ণ করার পর এই কোর্সে ভর্তি হওয়া যায়। এই কোর্সের সময়সীমা 3 বছর

এই কলেজে MS কোর্সটির মধ্যে শুধুমাত্র রয়েছে, MS General Surgery.

প্যারামেডিকাল (Paramedical) কোর্স

প্যারামেডিকাল কোর্সের মধ্যে কিছু ডিপ্লোমা কোর্স রয়েছে, সেগুলি হল –

  1. Diploma in Radiography (Diagnostic)
  2. Diploma in Critical Care Technology
  3. Diploma in Operation Theatre Technology
  4. Diploma in Medical Laboratory Technology
  5. Diploma in Cath-Lab Technician
  6. Diploma in Dialysis Technician.

ডিপ্লোমা কোর্সগুলি সাধারণত 2 বছরের হয়। এই কোর্সগুলিতে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ নিয়ে উত্তীর্ণ হওয়ার পর ভর্তি হওয়া যায়। Diploma কোর্সে সাধারণত ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে থাকে।

গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালে কিভাবে ভর্তি হওয়া যায়?

গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালে যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষার র‍্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে অ্যাডমিশন হয় এই কলেজে।

নীচে ডিগ্রি অনুযায়ী প্রবেশিকা পরীক্ষার নাম দেওয়া হল –

  • MBBS – NEET UG
  • MD/MS – NEET PG

NEET পরীক্ষা সম্পর্কে আরো জেনে নাও নীচের ছবিটি ক্লিক করে↓

NEET Exam Details
NEET পরীক্ষার খুঁটিনাটি

যোগাযোগ

Address

Gouri Devi Institute of Medical Sciences and Hospital, Main Building

G. T. Road Rajbandh, Durgapur

West Bengal, India

PIN: 713212

Contact Details

Phone: (+91) 7797662222 / 9775696237

Mail: grievance@gimsh.in

Website: https://gimsh.in/

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!