Category – Colleges | Medical Colleges
কলকাতার স্বনামধন্য হাসপাতাল, চার্নক হাসপাতালের (Charnock Hospital) ক্যাম্পাসে 2014 সালে চার্নক হেলথকেয়ার ইনস্টিটিউট (Charnock Healthcare Institute) প্রতিষ্ঠিত হয়। এটি একটি প্রাইভেট অর্থাৎ একটি বেসরকারি মেডিকেল কলেজ।
চার্নক হেলথকেয়ার ইনস্টিটিউটটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স (WBUHS) দ্বারা অনুমোদিত।
Table of Contents
চার্নক হেলথকেয়ার ইনস্টিটিউটে কি কি পড়ানো হয় ?
চার্নক হেলথকেয়ার ইনস্টিটিউটে নার্সিং ও কয়েকটি প্যারামেডিকস কোর্স পড়ানো হয়।
নার্সিং কোর্সের মধ্যে রয়েছে, GNM, B.Sc এবং M.Sc Nursing কোর্স। নীচে কোর্সগুলি সম্পর্কে আলোচনা করা হল।
GNM Nursing
নার্সিং ডিপ্লোমা কোর্সের মধ্যে রয়েছে, জেনারেল নার্সিং অ্যান্ড মিডউইফেরি (GNM Nursing)। জি.এন.এম নার্সিং কোর্সের সময়সীমা 3 বছর। শুধুমাত্র মহিলাদের জন্য এই GNM Nursing কোর্সটি।
GNM Nursing কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 40% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়। উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় ইংরাজি (English) বিষয়টিতে উত্তীর্ণ হওয়া আবশ্যক। প্রার্থীর বয়স 17 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে।
B.Sc Nursing
নার্সিং স্নাতক কোর্সের মধ্যে রয়েছে, ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং (B.Sc Nursing)। বি.এস.সি নার্সিং কোর্সের সময়সীমা 4 বছর। এই কোর্সটি শুধুমাত্র মহিলাদের জন্য।
B.Sc Nursing কোর্সে ভর্তি হওয়ার জন্য পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry), জীববিদ্যা (Biology) ও ইংরাজি (English) বিষয়গুলি ও 50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
বি.এস.সি নার্সিং কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রার্থীর বয়স 17 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে।
M.Sc Nursing
স্নাতকোত্তর কোর্সের মধ্যে রয়েছে মাস্টার অফ সায়েন্স ইন নার্সিং (M.Sc Nursing), যার সময়সীমা 2 বছর।
M.Sc Nursing কোর্সে ভর্তি হওয়ার জন্য B.Sc Nursing কোর্স সফলভাবে উত্তীর্ণ হতে হয় এবং নার্স হিসাবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
M.Sc Nursing যে যে বিষয়ে করা যায়, তা হল –
- M.Sc Medical Surgical Nursing
- M.Sc Child Health Nursing
- M.Sc Community Health Nursing.
প্যারামেডিকস (Paramedics) কোর্স
প্যারামেডিকস কোর্সের মধ্যে রয়েছে,
(i) B.Sc in Critical Care Technology
(ii) B.Sc in Operation Theatre Technology
এছাড়াও 3টি প্যারামেডিকস কোর্স শীঘ্রই আসতে চলেছে এই কলেজে, তা হল –
1) P. A. – Physician Assistant
2) BPT – Bachelor in Physiotherapy
3) BMLT – Bachelor in Medical Lab Technology.
চার্নক হেলথকেয়ার ইনস্টিটিউটে কিভাবে ভর্তি হওয়া যায়?
চার্নক হেলথকেয়ার ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে অ্যাডমিশন হয়।
নীচে কোর্স অনুযায়ী প্রবেশিকা পরীক্ষার নাম দেওয়া হল –
JENPAS UG পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓
যোগাযোগ
Address
Charnock Healthcare Institute, Main Building
Synthesis – Unit 4, CBD-1, Action Area-II,
Major Arterial Road, New Town, Opp. Eco Park
Kolkata, West Bengal, India
PIN: 7000157
Contact Details
Phone: 8420003333 / 8420003330
Email: charnockinstitute@gmail.com
Website: www.charnockinstitute.in
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।