College-of-medicine-and-JNM-hospital
Category – Colleges | Medical Colleges

2009 সালে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স (WBUHS)-এর অধীনে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কলেজটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি সরকারি কলেজ।

কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কলেজটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের সাথে অনুমোদিত এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত।

কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটালে কি কি কোর্স পড়ানো হয় ?

কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটালে স্নাতক বা আন্ডার গ্র্যাজুয়েট (Undergraduate), স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েট (Postgraduate) মেডিকেল কোর্স পড়ানো হয়।

আন্ডার গ্র্যাজুয়েট (Under-Graduate) কোর্স

আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সের মধ্যে MBBS রয়েছে।

MBBS

MBBS সম্পূর্ণ কথা বা ফুল ফর্ম (Full form) হল ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সার্জারি (Bachelor of Medicine, Bachelor of Surgery)। এমবিবিএস (MBBS) হল কোর্সের সময়সীমা 5 বছর 6 মাস। এই কোর্স করে ডাক্তার হওয়া যায়। MBBS কোর্স করার জন্য NEET (UG) পরীক্ষায় র‍্যাঙ্ক করা আবশ্যক। এছাড়াও উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ ও 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়।


আরো পড়ুন – MBBS কি? | MBBS Course | Bachelor of Medicine, Bachelor of Surgery

পোস্ট গ্র্যাজুয়েট (Post-Graduate) কোর্স

পোস্ট গ্র্যাজুয়েটের মধ্যে MD ও MS ডিগ্রি কোর্স রয়েছে।

MD

MD এর পুরো কথা হল ডক্টর অফ মেডিসিন (Doctor of Medicine). এটি একটি 3 বছরের স্নাতকোত্তর কোর্স। MBBS সম্পূর্ণ করার পর এই কোর্স করা যায়।

MD কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

  • MD Anesthesiology
  • MD Community Medicine
  • MD Microbiology
  • MD Physiology
  • MD Pharmacology
  • MD Psychiatry
  • MD Forensic Medicine ইত্যাদি।

MS

MS এর পুরো কথা হল মাস্টার অফ সার্জারি (Master of Surgery). MBBS সফলভাবে সম্পূর্ণ করার পর এই কোর্সে ভর্তি হওয়া যায়। এই কোর্সের সময়সীমা 3 বছর।

MS কোর্স যে যে বিষয়ে হয়,

  • MS General Surgery,
  • MS Obstetrics and Gynecology,
  • MS Anatomy,
  • MS ENT.

কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটালে কিভাবে ভর্তি হওয়া যায়?

কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটালে যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষার র‍্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে অ্যাডমিশন হয় এই কলেজে।

কোন কোর্সে ভর্তি হওয়ার জন্য কোন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, তা নীচে দেওয়া হল –

  • Under-Graduate (MBBS) – NEET UG
  • Post-Graduate (MD/MS) – NEET PG
NEET Exam Details
NEET পরীক্ষা সম্পর্কে আরো জেনে নাও উপরের ছবিটি ক্লিক করে।

যোগাযোগ

Address

College of Medicine and JNM Hospital, Main Building

Block A, Post Office Kalyani, Near Silpanchal Station,

Block A2, District Nadia

West Bengal, India

PIN: 741235

Contact Details

Phone:

  • (033)2582-8562
  • (033)2582-3003

Mail:

  • principal.comjnmh.kalyani@gmail.com
  • comjnmhms.kalyani@gmail.com

Website: https://comjnmh.ac.in/

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!