Category – Tips
বর্তমানে আমাদের হাতের মুঠোয় এসে গেছে সমস্ত কিছু। আমাদের একটা ক্লিকে আমরা বিনোদন থেকে শুরু করে সমস্ত খবর পেয়ে যাই, ঘরে বসে খাবার অর্ডার করা থেকে শুরু করে ট্রেন/বিমানের টিকিট বুক করা ইত্যাদি সমস্ত কিছু করতে পারি। আর এই সমস্ত কিছু করার পিছনে যে জুটির হাত রয়েছে তা হল মোবাইল ও ইন্টারনেট -এর জুটি। ঘরে ঘরে তথা প্রত্যেক মানুষের হাতে রয়েছে মোবাইল এবং তার সাথে যুক্ত ইন্টারনেট কানেকশন। সমস্ত পৃথিবী যেন এসে পড়েছে সকলের হাতে।
সমস্ত কিছু যখন মোবাইল-ইন্টারনেটের সাহায্যে হচ্ছে তাহলে শিক্ষা কেন পিছিয়ে থাকবে। তাই পড়াশোনায় সাহায্য করার জন্য শুরু হয়েছে E-learning পোর্টাল। ই-লার্নিং অনলাইনে পড়াশোনা করতে সাহায্য করে। বর্তমানে ই-লার্নিং করার জন্য প্রচুর অ্যাপ (app) এবং ওয়েবসাইট (website) রয়েছে।
আজ আমরা আমাদের প্রবন্ধে এমন 5টি অ্যাপ (app) ও ওয়েবসাইট (website) সম্পর্কে আলোচনা করবো, যা তোমাকে পড়াশোনায় সাহায্য করবে।
জেনে নাও – পড়ার উপযুক্ত পরিবেশ কিভাবে তৈরি করবে?
পড়াশোনার জন্য 5টি সেরা ই-লার্নিং পোর্টাল
উইকিপিডিয়া (Wikipedia)
উইকিপিডিয়া বা Wikipedia হল পৃথিবীর সব থেকে বড় অনলাইন ইনসাইক্লোপিডিয়া (encyclopedia)। এটি আমেরিকার একটি ওয়েবসাইট। এখানে যে-কোনো বিষয় সম্পর্কে তথ্য সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়।
পড়ার বিষয় থেকে শুরু করে বিভিন্ন স্কুল, কলেজ সম্পর্কে তথ্য, বিভিন্ন বিখ্যাত মনীষী থেকে শুরু করে খেলোয়াড়, বিভিন্ন জায়গা থেকে শুরু করে বিভিন্ন পশু-পাখি ইত্যাদি সমস্ত কিছুর তথ্য এখানে সার্চ (search) করে পাওয়া যায়। এই ওয়েবসাইটটি মোট 334টি ভাষায় রয়েছে, যেমন – বাংলা, ইংরাজি, হিন্দি, উর্দু, নেপালি, অসমীয়া ইত্যাদি। তোমার নিজের ভাষায় যে কোনো বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবে উইকিপিডিয়া থেকে।
উইকিপিডিয়ার লিঙ্ক – https://www.wikipedia.org/
ইংলিশ বাংলা ডিকশিনারি (English Bangla Dictionary)
ইংলিশ বাংলা ডিকশিনারি হল একটি অ্যাপ (app) যার মাধ্যমে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় শব্দ বা বাক্যের ট্রান্সলেশন করতে এবং অর্থ জানতে পারবে। অ্যাপটি অফলাইন এবং সম্পূর্ণ বিনামূল্যে। তোমার ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলে এই ইংলিশ বাংলা ডিকশিনারি অ্যাপটি ব্যবহার করতে পারবে।

এই অ্যাপটি শুধুমাত্র একটি ডিকশিনারি নয়, এটি একটি লার্নিং টুল (learning tool). এই অ্যাপের মধ্যে MCQ (মাল্টিপল চয়েস প্রশ্ন) -এর অপশনও রয়েছে। অটোসাজেশন আছে তাই পূর্ণ শব্দ টাইপ করতে হবে না এবং স্পিচ টু টেক্সট অপশন ব্যবহার করে মুখেই শব্দ বলে তার অর্থ জেনে নিতে পারবে।
এই অ্যাপটি তোমরা প্লে স্টোর (Play store) থেকে ইনস্টল (Install) করে নিতে পারবে।
জাম্প ম্যাগাজিন (Jump Magazine)
পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় পড়াশোনা করার জন্য একটি অন্যতম সেরা ওয়েবসাইট হল জাম্প ম্যাগাজিন (Jump Magazine)। এটি পড়াশোনার একটি ডিজিটাল পত্রিকা। এখানে পশ্চিমবঙ্গ বোর্ডের অষ্টম শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি অর্থাৎ ক্লাস-8, ক্লাস-9, ক্লাস-10, ক্লাস-11 ও ক্লাস-12 অবধি ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে।

অষ্টম শ্রেণি থেকে মাধ্যমিক পর্যন্ত সকল বিষয়ের বিভিন্ন চ্যাপ্টার খুব সহজে বুঝে নিতে এবং পড়ে নিতে পারবে। একাদশ শ্রেণি ও উচ্চ মাধ্যমিক (12)-এর বাংলা ও ইংরাজি বিষয় খুব সহজ ভাষায় পড়ে নিতে পারবে।
খুব সহজে ভিডিওর মাধ্যমে বুঝে নিতে, অধ্যায়ভিত্তিক নোটস, বিভিন অধ্যায়ের প্রশ্ন-উত্তর আলোচনা এবং অনুশীলনী ও টেস্ট পাওয়ার জন্য জাম্প প্ল্যস (JUMP Plus) -এর সাবস্ক্রিপশন নিতে পারো।
জাম্প ম্যাগাজিনের লিঙ্ক – https://jumpmagazine.in/
ফটোম্যাথ (Photomath)
অঙ্ক করার জন্য একটি অন্যতম সেরা অ্যাপ হল ফটোম্যাথ (Photomath)। এই অ্যাপটি হল একটি স্মার্ট ক্যামেরা ক্যালকুলেটর। ক্যালকুলেটরের সাহায্যে আমরা যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে পারি এই অ্যাপে সেগুলির সাথে রয়েছে, এক দারুণ অপশন তা হল ক্যামেরার সাহায্যে স্ক্যান করে অঙ্কের সমাধান। স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো অঙ্ক বা গাণিতিক সমস্যা স্ক্যান করলে এই অ্যাপটি অঙ্কের সমাধান ধাপে ধাপে ব্যাখ্যা করে তা অনস্ক্রীনে দেখায়।

এই অ্যাপটি বেসিক সমাধান ও ব্যাখ্যা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকে। কিন্তু যদি তুমি আরো ভালোভাবে অঙ্ক শিখতে চাও তাহলে ফটোম্যাথ প্লাস সাবস্ক্রিপশন করতে পারো।
এই ফটোম্যাথ অ্যাপটি তোমরা প্লে স্টোর (Play store) থেকে ইনস্টল (Install) করে নিতে পারবে।
জেনে নাও – দ্রুত পড়া মুখস্থ করবে কিভাবে?
ডুয়োলিঙ্গ (Duolingo)
বিশ্বের সবচেয়ে ডাউনলোড করা লার্নিং অ্যাপের মধ্যে একটি অ্যাপ হল ডুয়োলিঙ্গ (Duolingo)। এটি একটি আমেরিকান অ্যাপ, যা যে-কোনো নতুন ভাষা শিখতে সাহায্য করে। Duolingo তোমাকে স্প্যানিশ, ফ্রেঞ্চ, চাইনিজ, ইতালীয়, জার্মান, ইংরেজি এবং আরও অনেক ভাষা শিখতে, বলতে ও লিখতে সাহায্য করে। ইংরাজির ভোকাবুলারি (vocabulary) ও গ্রামার (grammar) স্কিলে দক্ষতা অর্জনেও সাহায্য করে।

বিভিন্ন ভাষা বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন করা ডুয়োলিঙ্গ অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে। বিভিন্ন ভাষা শেখার জন্য বিশ্বব্যাপী লক্ষ লক্ষ শিক্ষার্থী এই অ্যাপটি ব্যবহার ও পছন্দ করছে।
এই ডুয়োলিঙ্গ অ্যাপটিও প্লে স্টোর (Play store) রয়েছে, তোমরা সেখান থেকে অ্যাপটি ইনস্টল (Install) করে নিতে পারবে।
আমাদের এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই রকম আর পোস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে https://careerbondhu.com/ নিয়মিত চোখ রাখো।
পর্ব সমাপ্ত!
কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা কি রকম ধরনের পোস্ট চাইছো, তা নীচের ছবিটায় ক্লিক করে জানাতে পারো↓
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।