Ma-Sarada-College-of-Nursing-Ramakrishna-Mission-Seva-Pratishthan
Category – Colleges | Medical Colleges

রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, যা শিশুমঙ্গল নামেও পরিচিত। এটি একটি জেনারেল হাসপাতাল যেখানে স্বল্প মূল্যে চিকিৎসা করানোর সুযোগ রয়েছে।

এই প্রতিষ্ঠানটিতে নার্সিং কোর্স শেখানোর জন্য একটি স্কুল ও কলেজ রয়েছে। নার্সিং স্কুলটির নাম দা স্কুল অফ নার্সিং (The School of Nursing) এবং নার্সিং কলেজটির নাম মা সারদা কলেজ অফ নার্সিং (Ma Sarada College of Nursing)।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


আমরা আমাদের প্রবন্ধে মা সারদা কলেজ অফ নার্সিং কলেজ সম্পর্কেই বিস্তারিত আলোচনা করবো।

2005 সালে মা সারদা কলেজ অফ নার্সিং প্রতিষ্ঠিত হয়। নার্সিং কলেজটি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের থেকে স্বীকৃতি পাওয়া। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স দ্বারা অনুমোদিত এই কলেজটি।

মা সারদা কলেজ অফ নার্সিং-এ কি কি পড়ানো হয় ?

মা সারদা কলেজ অফ নার্সিং, কলেজের নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এই কলেজে শুধুমাত্র নার্সিং কোর্স পড়ানো হয়। নার্সিং-এর স্নাতক বা আন্ডার গ্র্যাজুয়েট (Undergraduate) কোর্স রয়েছে।


আরো পড়ুন – নার্সিং কোর্স কি? | Nursing Course

আন্ডার গ্র্যাজুয়েট (Under-Graduate) কোর্স

আন্ডার গ্র্যাজুয়েট নার্সিং কোর্সের মধ্যে রয়েছে,

উপরিক্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। B.Sc Nursing-এর জন্য বিজ্ঞান বিভাগ অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বিষয়গুলি থাকতে হয়।

এছাড়াও রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের নার্সিং স্কুলটিতে নার্সিং-এর ডিপ্লোমা কোর্স পড়ানো হয়।

এই স্কুলটিতে 3 বছরের General Nursing and Midwifery (GNM) কোর্স পড়ানো হয়। এই কোর্সেও ভর্তি হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

careerbondhu.com whatsapp channel

মা সারদা কলেজ অফ নার্সিং-এ কিভাবে ভর্তি হওয়া যায়?

রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের মা সারদা কলেজ অফ নার্সিং -এ ভর্তি হওয়ার জন্য West Bengal Joint Entrance Examinations (WBJEE) বোর্ডের আয়োজিত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

কোন কোর্সে ভর্তি হওয়ার জন্য কোন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, তা নীচে দেওয়া হল –

  • B.Sc. Nursing – JENPAS UG
  • Post Basic B.Sc. Nursing – WBUGNAT

রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের স্কুল অফ নার্সিং -এর GNM কোর্সে ভর্তি হওয়ার জন্য ANM (R) & GNM প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।
GNM প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে জেনে নাও↓

GNM Exam | General Nursing & Midwifery Exam | জিএনএম পরীক্ষা

যোগাযোগ

Address

Ma Sarada College of Nursing, Ramakrishna Mission Seva Pratishthan

99, Sarat Bose Road

Kolkata, West Bengal, India

PIN: 700026

careerbondhu.com telegram channel

Contact Details

Phone:

  • +91-33-2475-3636
  • +91-33-4032 0200

Mail: rkmspsm@gmail.com

Website: www.rkmsevapratishthan.org

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!