Category – Tips
আপনি কি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আজকের আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য।
যারা সরকারি চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা প্রথমত দুটি সমস্যার সম্মুখীন হন। প্রথমত, এই পরীক্ষাগুলিতে প্রতিযোগিতা মারাত্মক রকমের বেশি এবং ফলাফল নির্ধারণ সময়সাপেক্ষ। দ্বিতীয়ত, প্রথমবার পরীক্ষা দিয়েই সাধারণত সাফল্য আসে না, ধারবাহিকভাবে পরীক্ষা দিতে দিতে তবে সফলতা পাওয়া যায়।
সুতরাং সরকারী চাকরীর পরীক্ষায় সফলতা পেতে গেলে একটি দীর্ঘমেয়াদী লড়াই করার মানসিকতা থাকতেই হবে। প্রথমবার পরীক্ষা দিয়ে অভিজ্ঞতা অর্জন করা উচিত। হাল না ছেড়ে বার বার পরীক্ষা দিতে থাকুন এবং ভালো করে প্রস্তুতি নিতে থাকুন। এটি অনেক বছর সময় নিতে পারে। তাই নিজেকে বার বার মোটিভেট করতে হবে। ধৈর্য ধরে রাখলে একদিন ঠিকই আপনার পরিশ্রম সফলতা পাবে।
সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য নিজেকে কিভাবে মোটিভেট রাখবেন, সেই বিষয়েই আলোচনা করা হল এই প্রবন্ধে।
Table of Contents
সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে নিজেকে মোটিভেট রাখার কিছু সহজ উপায়
নিজের উপর বিশ্বাস রাখা
নিজেকে মোটিভেট করার জন্য প্রথমেই নিজের উপর বিশ্বাস রাখা খুবই প্রয়োজন। নিজের উপর বিশ্বাস রেখে নিজেকে উৎসাহ দিতে হবে।
একবার পরীক্ষা ভালো হয়নি তো কি হয়েছে পরের বার ভালো করে পড়ে পরীক্ষা ভালো দেওয়ার বিশ্বাস রাখতে হবে।
পজিটিভ থাকা
সরকারি চাকরির পরীক্ষার জন্য সব সময় পজিটিভ থাকতেই হবে। একবার খারাপ পরীক্ষা হওয়ার জন্য কখনই নেগেটিভ চিন্তাভাবনা করবেন না। ‘এই পরীক্ষা আমি পাশ করতে পারবো না বা এই পরীক্ষা আমি আর দেবো না’, এরকম কথা বলা একদমই উচিত নয়।
মোটিভেশনাল ভিডিও দেখা বা গল্প পড়া
নিজেকে মোটিভেট রাখার জন্য মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন। মোটিভেট করবে এমন গল্পও পড়তে পারেন।
বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে বিভিন্ন সফল ব্যক্তি নিজের স্ট্রাগেলের গল্প বলে থাকেন, তাঁরা কিভাবে সফল হয়েছে সে সব শুনে নিজেকে অনুপ্রাণিত করতে পারেন।
আরো পড়ুন ↓
WBCS পরীক্ষা কি?
WBCS পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন?
নিজের অ্যাচিভমেন্টগুলি মনে করা
এখনো অবধি যে যে অ্যাচিভমেন্ট অর্থাৎ সফলতা অর্জন করেছেন সেগুলি মনে করে নিজেকে মোটিভেট করা উচিত। আগের সফলতাগুলি যেমন অর্জন করতে পেরেছেন সেরকমই সরকারি চাকরির পরীক্ষাও উত্তীর্ণ করতে পারবেন, এই বলে নিজেকে মোটিভেট রাখতে হবে।
নিজের জন্য সময় বের করা
নিজেকে মোটিভেট রাখার জন্য নিজের জন্য সময় বের করা উচিত। সব সময় পড়াশোনা করলে হবে না। নিজের ভালো লাগে এমন কিছু করে সময় কাটান। পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানো উচিত, এতে মন ভালো থাকবে এবং এনার্জি আসবে।
গ্রুপ স্টাডি করা
আপনার কোনো বন্ধুও যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেন, তাহলে দুজনে বা আরো বেশি হলে সকলে মিলে সপ্তাহে এক/দুবার গ্রুপ স্টাডি করতে পারেন। এর ফলে আপনার কোনো কিছু অসুবিধা হলে তাদের থেকে জেনে নিতে পারবেন এবং পড়াশোনায় আগ্রহ বাড়বে। সকলে পড়ছে বলে নিজেকে মোটিভেটও করতে পারবেন।
কারোর সাথে তুলনা না করা
অন্য কেউ যদি ভালো করে তাহলে তার সাথে তুলনা করা উচিত না। তাকে দেখে উদাশ না হয়ে বরং তার থেকে ইন্সপিরেশন নেওয়া উচিত, যে সে যদি পারে তাহলে আমিও পারবো। এইভাবে নিজেকে মোটিভেট করুন। আর আপনি যদি অন্যের সাথে তুলনা করেন তাহলে নেগেটিভ চিন্তাভাবনা আসতে থাকবে, যা আপনাকে ডিমোটিভেট করবে।
নিজের অভিজ্ঞতা থেকে শেখা
অভিজ্ঞতা থেকে শেখা একটি বড় বিষয়। যতই পড়াশোনা করে বা কিছু করে শেখা হোক না কেন নিজের অভিজ্ঞতা থেকে শিখলে তা বেশি কার্যকরী হয়। আপনার আগের পরীক্ষায় কি কি অসুবিধা হয়েছিল বা ভুল করেছিলেন; সেগুলি মাথায় রেখে ও সমাধান করে ভালো করে প্রস্তুতি নিতে হবে।
আগের পরীক্ষায় যে যে ভুল হয়েছে সেগুলি এই পরীক্ষায় করবেন না। এইবার পরীক্ষা ভালো হবে বলে মোটিভেট করুন নিজেকে।
নিজের সুস্থতার দিকে খেয়াল রাখা
নিজের শারীরিক ও মানসিক সুস্থতার দিকে নজর রাখুন। মন এবং শরীর সুস্থ থাকলে তবেই আপনি পরীক্ষা ভালো করে দিতে এবং সফলতা অর্জন করতে পারবেন।
নিজেকে পুরষ্কার দেওয়া
সরকারি চাকরির পরীক্ষা অনেকগুলি ধাপে হয়ে থাকে। যদি আপনি প্রথম থাপ উত্তীর্ণ করতে পারেন তাহলে নিজেকে পুরস্কৃত করুন। আপনার পছন্দের কিছু কিনলেন বা খাওয়া দাওয়া করলেন ইত্যাদি বিভিন্ন উপায়ে নিজেকে পুরষ্কার দিতে পারেন।
এইভাবে বার বার নিজেকে মোটিভেট করে পরীক্ষা দিতে থাকুন। একদিন আপনি আপনার স্বপ্ন ঠিকই পূরণ করতে পারবেন।
বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন – সরকারি চাকরির পরীক্ষা | Govt jobs exams
আশা করি আমাদের এই প্রবন্ধটি পড়ে আপনার ভালো লাগলো এবং নিজেকে মোটিভেট করার উপায় পেয়ে গেছেন। এরকম আরো পোস্ট পাওয়ার জন্য কেরিয়ার বন্ধুর ওয়েবসাইটের https://careerbondhu.com/ সঙ্গে যুক্ত থাকুন।
পর্ব সমাপ্ত!
কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা কি রকম ধরনের পোস্ট চাইছো, তা নীচের ছবিটায় ক্লিক করে জানাতে পারো↓
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।