Category – Colleges | Medical Colleges
নীল রতন সরকার মেডিকেল কলেজ এবং হসপিটাল (Nil Ratan Sircar Medical College and Hospital), যা এন.আর.এস মেডিকেল কলেজ (NRS Medical College) নামেও বিখ্যাত।
1873 সালে 1লা ডিসেম্বর শিয়ালদাহ মেডিকেল স্কুল (Sealdah Medical School) নামে এই মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন গভর্নরের নাম অনুসারে এই কলেজটির নাম পরিবর্তিত হয়ে প্রথমে ক্যাম্পবেল মেডিকেল স্কুল (Campbell Medical School) এবং পরে ক্যাম্পবেল মেডিকেল কলেজ (Campbell Medical College) হয়।
1877 সালে নীল রতন সরকার এই কলেজে ভর্তি হন। তিনি ছিলেন একজন মহান শিক্ষাবিদ, সমাজকর্মী, প্রবাদপ্রতীম ডাক্তার। তাই 19শে আগস্ট 1950 সালে কলেজের প্রাক্তন ছাত্র স্যার নীলরতন সরকার-এর নামে এই কলেজের পুনঃনামকরণ করা হয়।
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
NRS Medical কলেজটি প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত ছিল। 2003 সাল থেকে এটি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (West Bengal University of Health Sciences), কলকাতার অধীনস্থ হয়েছে। বর্তমানে NRS Medical College কলকাতার একটি সরকারি মেডিকেল কলেজ।
Table of Contents
NRS মেডিকেল কলেজে কি কি পড়ানো হয় ?
নীল রতন সরকার মেডিকেল কলেজে স্নাতক বা আন্ডার গ্র্যাজুয়েট (Undergraduate), স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েট (Postgraduate) ও পোস্ট ডক্টরাল (Post Doctoral) মেডিকেল কোর্স রয়েছে। এছাড়াও এখানে নার্সিং (Nursing) কোর্স এবং প্যারামেডিকেল (Paramedical) কোর্স পড়ানো হয়।
মেডিকেল আন্ডার গ্র্যাজুয়েট (Under-Graduate) কোর্স
আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সের মধ্যে MBBS রয়েছে।
MBBS
MBBS সম্পূর্ণ কথা বা ফুল ফর্ম (Full form) হল ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সার্জারি (Bachelor of Medicine, Bachelor of Surgery)। এমবিবিএস (MBBS) হল কোর্সের সময়সীমা 5 বছর 6 মাস। এই কোর্স করে ডাক্তার হওয়া যায়। MBBS কোর্স করার জন্য NEET (UG) পরীক্ষায় র্যাঙ্ক করা আবশ্যক। এছাড়াও উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ ও 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়।
আরো পড়ুন – MBBS কি? | MBBS Course | Bachelor of Medicine, Bachelor of Surgery
পোস্ট গ্র্যাজুয়েট (Post-Graduate) কোর্স
পোস্ট গ্র্যাজুয়েটের মধ্যে MD ও MS ডিগ্রি কোর্স রয়েছে।
MD
MD এর পুরো কথা হল ডক্টর অফ মেডিসিন (Doctor of Medicine). এটি একটি 3 বছরের স্নাতকোত্তর কোর্স। MBBS সম্পূর্ণ করার পর এই কোর্স করা যায়।
MD কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –
- MD General Medicine,
- MD Pediatrics,
- MD Respiratory Medicine,
- MD Psychiatry,
- MD DVL,
- MD Anesthesiology,
- MD Radio Diagnosis,
- MD Radiotherapy,
- MD Pharmacology,
- MD Biochemistry,
- MD Microbiology,
- MD Forensic Medicine & Toxicology,
- MD Pathology.
MS
MS এর পুরো কথা হল মাস্টার অফ সার্জারি (Master of Surgery). MBBS সফলভাবে সম্পূর্ণ করার পর এই কোর্সে ভর্তি হওয়া যায়। এই কোর্সের সময়সীমা 3 বছর।
MS কোর্স যে যে বিষয়ে হয়,
- MS General Surgery,
- MS Orthopedics,
- MS Ophthalmology,
- MS Otorhinolaryngology,
- MS Gynecology & Obstetrics,
- MS Anatomy.
পোস্ট ডক্টরাল (Post-Doctoral) কোর্স
পোস্ট ডক্টরাল কোর্সের মধ্যে রয়েছে, DM ও M.Ch.
DM
DM এর পুরো কথা হল ডক্টর অফ মেডিসিন (Doctor of Medicine). এটি একটি 3 বছরের কোর্স। MD বা MS কোর্স সম্পূর্ণ করার পর এই কোর্সে ভর্তি হওয়া যায়।
DM কোর্সের মধ্যে রয়েছে –
- DM Cardiology,
- DM Neurology,
- DM Endocrinology,
- DM Hematology,
- DM Cardiac Anesthesiology,
- DM Nephrology.
M.Ch
M.Ch এর পুরো কথা হল Master of Chirurgiae (General Surgery). MBBS, MD/MS কোর্স সফলভাবে সম্পূর্ণ করার পর এই কোর্স করা যায়। MBBS কোর্সের পর এই কোর্স করলে তা 5 বছরের হয়, কিন্তু যদি MD/MS করার পর এই কোর্স করা হয়, তাহলে এই কোর্সের সময়সীমা 3 বছর।
এই কোর্স যে যে বিষয়ে রয়েছে, তা হল –
M.Ch Pediatric Surgery,
- M.Ch Cardiothoracic & Vascular Surgery,
- M.Ch Plastic & Reconstructive Surgery,
- M.Ch Urology,
- M.Ch Neurosurgery.
নার্সিং (Nursing) কোর্স
নার্সিং কোর্সের মধ্যে রয়েছে –
- B.Sc Nursing (4 Years)
- Post Basic B.Sc Nursing (2 Years)
- GNM (3 Years)
- M.Sc Nursing (2 Years).
আরো পড়ুন – নার্সিং কোর্স কি? | Nursing Course
প্যারামেডিকাল (Paramedical) কোর্স
প্যারামেডিকাল কোর্সের মধ্যে কিছু ডিপ্লোমা কোর্স রয়েছে, সেগুলি নীচে দেওয়া হল –
- Diploma in Medical Laboratory Techniques,
- Diploma in Radiodiagnostic Techniques,
- Diploma in Physiotherapy,
- Diploma in Radiotherapeutic Techniques,
- Diploma in Perfusion Techniques,
- Diploma in Cath Lab Techniques,
- Diploma in Critical Care Technology,
- Diploma in Dialysis Technology,
- Diploma in Diabetic Care Technology,
- Diploma in Operation Theatre Technology,
- Diploma in Neuro Electrophysiological Technology,
- Diploma in Optometry,
- Diploma in Electro Cardiological Technology.
NRS মেডিকেল কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
নীল রতন সরকার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে অ্যাডমিশন হয়। যেহেতু এটি একটি সরকারি কলেজ তাই NEET পরীক্ষায় র্যাঙ্ক করে ভর্তি হওয়া যায়। ডিগ্রি অনুযায়ী NEET পরীক্ষার অনেকগুলি ভাগ রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট বা স্নাতক স্তরের জন্য NEET-UG, পোস্ট গ্র্যাজুয়েট বা স্নাতকোত্তর কোর্সের জন্য NEET-PG এবং পোস্ট ডক্টরাল বা পোস্ট ডিপ্লোমার জন্য NEET-SS পরীক্ষা উত্তীর্ণ হতে হয়।
NEET UG পরীক্ষা সম্পর্কে আরো পড়ুন – NEET UG পরীক্ষা কী? | NEET UG Exam Details
যোগাযোগ
Address
Nil Ratan Sircar Medical College & Hospital, Main Building
138, AJC Bose Road
Kolkata, West Bengal, India
PIN: 700014
Contact Details
Phone: 033 2286 0033
Mail: support@nrsmc.edu.in
Website: www.nrsmc.edu.in
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।