Category – Colleges | Medical Colleges
SSKM Hospital নামে পরিচিত হাসপাতালটির সম্পূর্ণ নাম ইনস্টিটিউট অফ পোস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হসপিটাল (Institute of Post-Graduate Medical Education and Research and Seth Sukhlal Karnani Memorial Hospital), যাকে সংক্ষেপে আইপিজিএমইআর বা এসএসকেএম হসপিটাল (IPGMER and SSKM Hospital) বলা হয়। এসএসকেএম হসপিটাল একটি সরকারি হাসপাতাল।
Table of Contents
SSKM or PG Hospital Introduction
1707 সালে ফোর্ট উইলিয়াম কাউন্সিলের একটি হাসপাতাল নির্মাণ হয়, যার নাম ছিল প্রেসিডেন্সি হাসপাতাল। প্রথমে ইউরোপীয়দের জন্য প্রাথমিকভাবে নির্মিত হলেও পরে 1970 সাল থেকে সকলের জন্য এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। তাহলে বলা যায়, 2রা এপ্রিল 1770 PG বা SSKM Hospital প্রতিষ্ঠিত হয়।
পরবর্তীকালে নাম পরিবর্তিত হয়ে প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল বা পি.জি. (PG) হাসপাতাল নামে পরিচিতি লাভ করে। পি.জি. (PG) হাসপাতাল নামটি এখনও ব্যবহৃত হয় এবং অনেকেই এই নামে হাসপাতালটিকে চেনে। 1954 সালে মহান দাতা সুখলাল কারনানীর স্মরণে প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল থেকে শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল (SSKM) হাসপাতাল নামকরণ করা হয়েছিল।
IPGMER Introduction
1957 সালের আগে ভারতীয় মেডিকেল গ্র্যাজুয়েটরা স্নাতকোত্তর এবং উচ্চতর চিকিৎসা গবেষণার জন্য বিদেশে যেতেন। সরকার তখন পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল লার্নিং সেন্টার খোলার প্রয়োজনীয়তা অনুভব করে। 1957 সালে পূর্ব ভারতের প্রথম পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ইনস্টিটিউট হওয়ার জন্য পিজি হাসপাতাল সম্মানিত হয়েছিল।
16ই জানুয়ারী 1957 থেকে, হাসপাতালটি দ্য ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (IPGMER) নামে পরিচিতি লাভ করে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু, 16ই জানুয়ারী 1957 সালে ইনস্টিটিউটটি উদ্বোধন করেছিলেন। তখন থেকে ইনস্টিটিউটটি একটি মেডিকেল লার্নিং সেন্টার অফ এক্সিলেন্স এবং একটি বিশেষ হাসপাতাল হিসাবে পরিচিত।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে স্নাতক, স্নাতকোত্তর, পোস্ট ডক্টরাল স্তরের মেডিকেল কোর্স, বিশেষজ্ঞ মেডিকেল ডিগ্রি এবং ডিপ্লোমা, প্যারা মেডিকেল কোর্স, নার্সিং কোর্স ইত্যাদি সব বিষয়ের কোর্স শেখানো হয়।
পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটটি NIRF মেডিকেল কলেজ র্যাঙ্কিং 2022 অনুসারে সমস্ত মেডিকেল প্রতিষ্ঠানের মধ্যে 21তম স্থান পেয়েছে।
IPGMER & SSKM হসপিটালে কি কি কোর্স পড়ানো হয় ?
এই IPGMER & SSKM হসপিটালে যে যে কোর্স পড়ানো হয় তা নীচে আলোচনা করা হল –
আন্ডার গ্র্যাজুয়েট (Under-Graduate) কোর্স
আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে দুটি কোর্স রয়েছে MBBS ও BPT.
MBBS
MBBS সম্পূর্ণ কথা বা ফুল ফর্ম (Full form) হল ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সার্জারি (Bachelor of Medicine, Bachelor of Surgery)। এমবিবিএস (MBBS) হল কোর্সের সময়সীমা 5 বছর 6 মাস। এই কোর্স করে ডাক্তার হওয়া যায়। MBBS কোর্স করা জন্য NEET (UG) পরীক্ষায় র্যাঙ্ক করা আবশ্যক। এছাড়াও উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ ও 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়।
আরো পড়ুন – MBBS কি? | MBBS Course | Bachelor of Medicine, Bachelor of Surgery
BPT
BPT সম্পূর্ণ কথা বা ফুল ফর্ম (Full form) হল ব্যাচেলার অফ ফিজিওথেরাপি (Bachelor of Physiotherapy). এই কোর্সের সময়সীমা চার বছর এবং কোর্স হওয়ার পর শিক্ষার্থীদের ছয় মাসের ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হয়। এই কোর্স করে ফিজিওথেরাপিস্ট হওয়া যায়। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য Physics, Chemistry, Biology ও English এই চারটি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
আরো পড়ুন – BPT কি? |ফিজিওথেরাপি কোর্স | Bachelor of Physiotherapy
নার্সিং (Nursing) কোর্স
নার্সিং কোর্সের মধ্যে রয়েছে –
General Nursing and Midwifery (GNM)
নার্সিং GNM কোর্সের সময়সীমা 3 বছর। GNM কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 40% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়।
B.Sc. in Nursing
নার্সিং B.Sc কোর্স 4 বছরের হয়। B.Sc. in Nursing কোর্সে ভর্তি হওয়ার জন্য JENPAS UG প্রবেশিকা পরীক্ষায় এবং বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 45% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়।
আরো পড়ুন – নার্সিং কোর্স কি? | Nursing Course
এছাড়াও রয়েছে B.Sc. in Nursing (Condensed) ও M.Sc. in Nursing কোর্স।
প্যারামেডিকেল (Paramedical) কোর্স
প্যারামেডিকেল কোর্সগুলির মধ্যে রয়েছে –
- Diploma in Diabetes Care Technology
- Diploma in Critical Care Technology
- Diploma in Operation Theatre Technology
- Diploma in Perfusion Technology
- Diploma in Radiography
- Diploma in Cath Lab (Cardiac Catheterization Laboratory) Technique
- Diploma in Medical Laboratory Technology
- Diploma in Neuro Electrophysiology
- Diploma in Dialysis Technique
- Diploma in Optometry with Ophthalmic Technique
- Diploma in Radiotherapeutic Technology
- Diploma in Electrocardiographic Technique
ডিপ্লোমা কোর্সগুলির সময়সীমা 2 বছর হয়. উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা Physics, Chemistry ও Biology বিষয়টি তিনটি থাকা আবশ্যক।
পোস্ট গ্র্যাজুয়েট (Post-Graduate) কোর্স
পোস্ট গ্র্যাজুয়েটের মধ্যে MD ও MS ডিগ্রি কোর্স রয়েছে।
MD
MD এর পুরো কথা হল ডক্টর অফ মেডিসিন (Doctor of Medicine). এটি একটি 3 বছরের স্নাতকোত্তর কোর্স। MBBS সম্পূর্ণ করার পর এই কোর্স করা যায়।
MD কোর্স কি কি বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –
- MD in General Medicine
- MD in Pediatric Medicine
- MD in Anaesthesiology
- MD in Pathology
- MD in Radiotherapy
- MD in Physical Medicine & Rehabilitation
- MD in Dermatology
- MD in Physiology
- MD in Radiodiagnosis
- MD in Community Medicine
- MD in Psychiatry
- MD in Biochemistry
- MD in Microbiology
- MD in Pharmacology
- MD in Respiratory Medicine.
MS
MS এর পুরো কথা হল মাস্টার অফ সার্জারি (Master of Surgery). MBBS সফলভাবে সম্পূর্ণ করার পর এই কোর্সে ভর্তি হওয়া যায়। এই কোর্সের সময়সীমা 3 বছর।
MS কোর্স যে যে বিষয়ে হয়,
- MS in Obstetrics and Gynaecology
- MS in Anatomy
- MS in General Surgery
- MS in Otorhinolaryngology (ENT)
- MS in Orthopaedics.
পোস্ট ডক্টরাল (Post-Doctoral) কোর্স
পোস্ট ডক্টরাল কোর্সের মধ্যে রয়েছে, DM ও M.Ch.
DM
DM এর পুরো কথা হল ডক্টর অফ মেডিসিন (Doctor of Medicine). এটি একটি 3 বছরের কোর্স। MD বা MS কোর্স সম্পূর্ণ করার পর এই কোর্সে ভর্তি হওয়া যায়।
DM কোর্সের মধ্যে রয়েছে –
- DM in Cardiac Anaesthesiology
- DM in Clinical Pharmacology
- DM in Hepatology
- DM in Cardiology
- DM in Neurology
- DM in Neonatology
- DM in Nephrology
- DM in Endocrinology
- DM in Medical Gastroenterology.
M.Ch
M.Ch এর পুরো কথা হল Master of Chirurgiae (General Surgery). MBBS, MD/MS কোর্স সফলভাবে সম্পূর্ণ করার পর এই কোর্স করা যায়। MBBS কোর্সের পর এই কোর্স করলে তা 5 বছরের হয়, কিন্তু যদি MD/MS করার পর এই কোর্স করা হয়, তাহলে এই কোর্সের সময়সীমা 3 বছর।
এই কোর্স যে যে বিষয়ে রয়েছে, তা হল –
- M.Ch. in Cardiothoracic and Vascular Surgery
- M.Ch. in Urology
- M.Ch. in Neurosurgery
- M.Ch. in Paediatric Surgery
- M.Ch. in Plastic Surgery.
পিএইচডি (PhD) কোর্স
IPGMER & SSKM হসপিটালে উপযুক্ত যোগ্য প্রার্থীদের জন্য পিএইচডি কোর্স করার সুযোগও রয়েছে।
IPGMER & SSKM হসপিটালে কিভাবে ভর্তি হওয়া যায়?
আইপিজিএমইআর ও এসএসকেএম হসপিটাল ভর্তি হওয়ার জন্য NEET প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। NEET প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্কের উপর নির্ভর করে এই কলেজে ভর্তি নেওয়া হয়। ডিগ্রি অনুযায়ী NEET পরীক্ষার ভাগ রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট বা স্নাতক স্তরের জন্য NEET-UG, পোস্ট গ্র্যাজুয়েট বা স্নাতকোত্তর কোর্সের জন্য NEET-PG এবং পোস্ট ডক্টরাল বা পোস্ট ডিপ্লোমার জন্য NEET-SS পরীক্ষা উত্তীর্ণ হতে হয়।
যোগাযোগ
Address
IPGMER and SSKM Hospital, Main Building
244, Acharya Jagadish Chandra (AJC) Bose Road,
Kolkata, West Bengal, India
PIN: 700020
Contact Details
Phone: 2204 1100
Email:
- director.ipgmer@gmail.com
- msvpsskm@gmail.com
Website: www.ipgmer.gov.in
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।