Women's College, Calcutta courses
Category – Colleges | General Studies

1937 সালের 2nd জুলাই ওমেন্স কলেজ (Women’s College) প্রতিষ্ঠিত হয়। Dr. D. L. De-এর উদ্যোগে এই কলেজ মহিলাদের উচ্চশিক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়।

কলকাতা ইউনিভার্সিটির অধীনস্থ একটি বিখ্যাত মহিলা কলেজ এই ওমেন্স কলেজ।

এই কলেজটি National Assessment and Accreditation Council (NAAC) দ্বারা 2007 সালে Grade B++ স্বীকৃতি লাভ করেছেন।

কি কি পড়ানো হয় এই কলেজে?

ওমেন্স কলেজে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স বিভিন্ন বিষয়ের উপর শেখানো হয়। নীচে তা দেওয়া হল –

স্নাতক (Graduation)

সায়েন্স ও আর্টসের কিছু বিষয়ে স্নাতক কোর্স রয়েছে।

Science

সায়েন্সের মধ্যে যে যে বিষয় রয়েছে তা হল –

Arts, Humanities & Social Science

আর্টসের মধ্যে যে বিষয়গুলি রয়েছে তা হল –

স্নাতক কোর্সগুলির সময়সীমা 3 বছর। স্নাতক কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

স্নাতকোত্তর (Post-Graduation)

  • Bengali
  • English
  • Applied Psychology
  • Journalism and Mass Communication
  • Food & Nutrition
  • Geography
  • History.

স্নাতকোত্তর কোর্সের সময়সীমা 2 বছর। স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতক উত্তীর্ণ হতে হয়।

‘বাগবাজার ওমেন্স কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সগুলি Regular & Distance উভয় পদ্ধতিতে পড়ানো হয়।’

কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

এই কলেজে কোনো প্রবেশিকা পরীক্ষা দিতে হয় না। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়। পূর্ববর্তী পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কাউন্সিলিং-এর মাধ্যমে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।

যোগাযোগ

Address

Women’s College, Calcutta, Main Building

P-29, Kshirode Vidyavinode Avenue, Bagbazar

Kolkata, West Bengal, India

PIN: 700003

Contact Details

Phone:

  • 033 2554 4540
  • 033 2533 2435

Email:

  • womenscollegekolkata@yahoo.in
  • womenscollegekolkata@gmail.com

Website: womenscollegekolkata.ac.in

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!