voclet
Category – Entrance Exam

তুমি কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষে ডাইরেক্ট ভর্তি হতে চাও?

তাহলে তোমাকে দিতে হবে VOCLET পরীক্ষা, এই পরীক্ষা সম্পর্কে নীচে আলোচনা করা হল।

VOCLET পরীক্ষা কী?

VOCLET-এর সম্পূর্ণ নাম হল Vocational Lateral Entry Test. এই পরীক্ষাটির আয়োজক হল West Bengal State Council of Technical & Vocational Education and Skill Development (WBSCTE). পলিটেকনিক কোর্সে ভর্তি হওয়ার একটি প্রবেশিকা পরীক্ষা হল VOCLET. এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিপ্লোমা কোর্সের দ্বিতীয় বছরে ভর্তি হওয়া যায়।

VOCLET দিয়ে ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করে, B.Tech কোর্সের দ্বিতীয় বছরে JELET পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া যায়।

VOCLET পরীক্ষার যোগ্যতা (Eligibility)

এই পরীক্ষা দেওয়ার জন্য যে বিশেষ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়, তা নীচে দেওয়া হল –

  • WBSCVE&T বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পড়ছে বা উত্তীর্ণ
  • যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ অর্থাৎ Physics, Chemistry & Mathematics নিয়ে উচ্চমাধ্যমিক পড়ছে বা উত্তীর্ণ হয়েছে।
  • যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে Technical Vocational বিষয়ে উচ্চমাধ্যমিক পড়ছে বা উত্তীর্ণ হয়েছে।
  • মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষার পর 2 বছরের ITI কোর্স করেছে।

উপরিক্ত যোগ্যতাগুলির মধ্যে একটি যোগ্যতা থাকলেই VOCLET পরীক্ষার ফর্ম ফিল আপ করা যাবে। এই পরীক্ষা দেওয়ার জন্য বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই।


আরো পড়ুন – JEXPO পরীক্ষা কি?

পরীক্ষা দিয়ে কোন কোন কলেজে ভর্তি হওয়া যায়?

এই VOCLET পরীক্ষা দ্বারা পশ্চিমবঙ্গের সরকারি এবং বেসরকারি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়।

সরকারি কলেজ

পশ্চিমবঙ্গে প্রায় 76 টি সরকারি কলেজ আছে, তাদের কিছু নাম,

• Adyapeath Annada Polytechnic College, Dakshineswar (Kolkata)

• Acharya Jagadish Chandra Bose Polytechnic, Kolkata

• Birla Institute of Technology, Kolkata

• Acharya Prafulla Chandra Roy Polytechnic, Kolkata

• Ramakrishna Mission Shilpapitha (only for boys), Belgharia (Kolkata)

• Women’s Polytechnic (only for Girls), Jodhpur Park (Kolkata)

• Women’s Polytechnic (only for Girls), Chandannagar

• Bengal Institute of Technology, Katwa (Bardhaman)

• Siliguri Government Polytechnic, Siliguri (Darjeeling)

• Hooghly Institute of Technology, (Hooghly) ইত্যাদি।

বেসরকারি কলেজ

পশ্চিমবঙ্গে বেসরকারি কলেজের সংখ্যাও প্রায় 76 টি, নীচে কয়েকটি বেসরকারি কলেজের নাম দেওয়া হল –

• AMS College of Polytechnic, Barasat (Kolkata)

• Camellia Institute of Technology, Madhyamgram (Kolkata)

• Bishnupur Public Institute of Engineering, Bishnupur (Bankura)

• Bengal College of Polytechnic, Bidhan Nagar (Bardhaman)

• Abacus Institute of Engineering & Management, Mogra (Hooghly)

• Berhampore Polytechnic College, Berhampore (Murshidabad)

• Global Institute of Management & Technology, Kotwali (Nadia)

• Institute of Science & Technology, Chandrakona Town (Paschim Medinipur)

• Global Institute of Science & Technology, Haldia (Purba Medinipur) ইত্যাদি।

VOCLET পরীক্ষার বিষয় (Details of Exam)

পরীক্ষাটি অফলাইনে OMR শীটে হয় এবং MCQ ধরনের প্রশ্ন আসে। প্রত্যেকটি MCQ-তে 1 নাম্বার করে থাকে। মোট পরীক্ষাটি 100 নাম্বারে হয়। মোট 5টি বিষয় থেকে প্রশ্ন আসে, যথা – Mathematics, Physics, Chemistry, Mechanics ও Computer Science

প্রত্যেকটি বিষয় থেকে 20টি করে মোট 100টি প্রশ্ন আসে। পরীক্ষাটি দুটি পেপারে বিভক্ত থাকে, Paper-1-এর মধ্যে রয়েছে Mathematics, Physics ও Chemistry এবং Paper-2-এর মধ্যে রয়েছে Mechanics ও Computer Science.

প্রশ্নের ভুল উত্তর দেওয়ার জন্য নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতি ভুল প্রশ্নের জন্য 0.25 নাম্বার কেটে নেওয়া হবে, অর্থাৎ প্রতি 4টি ভুল উত্তরের জন্য 1 নাম্বার বিয়োগ হবে।

পরীক্ষার ভাষা

বাংলা ও ইংরাজি এই দুটি ভাষায় পরীক্ষা দেওয়া যায়।

সময়

পরীক্ষাটির জন্য 2 ঘণ্টা সময় নির্ধারিত রয়েছে। Paper-1-এর জন্য 1 ঘণ্টা ও Paper-2-এর জন্য 1 ঘণ্টা।


আরো পড়ুন – JELET পরীক্ষা কি?

VOCLET পরীক্ষার সিলেবাস

পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল-এর উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার সিলেবাস অনুসরণ করে প্রশ্ন হবে।

সাধারণত যে যে টপিকের উপর প্রশ্ন আসে সেগুলি নীচে দেওয়া হল –

Mathematics
  • Laws of Indices
  • Complex Numbers
  • Algebra
  • Calculus
  • Trigonometry
Physics
  • Units of Measurements
  • The dimension of Physical Quantities
  • Motion in a Straight Line
  • Scalar and Vector Products of Vectors
Chemistry
  • Chemical Equation
  • Equilibrium and Acidimetry
  • Organic Chemistry
  • Environmental Chemistry
Computer
  • Introduction to Computer Systems
  • Computer Software and Programming Languages.

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!