Category – Profession
Table of Contents
স্ক্রিপ্ট রাইটার (Script Writer) কাদের বলা হয়?
এককথায় বলতে গেলে স্টোরি (Story) বা গল্পের বিষয়ই হল স্ক্রিপ্ট, আর তা যারা লেখেন তারাই হলেন স্ক্রিপ্ট রাইটার, অর্থাৎ বলা যায় পূর্বের লেখক-লেখিকারাই (যাদের লেখা বিভিন্ন বিনোদন মাধ্যমে ব্যবহৃত হত) বর্তমানে তাদের একটি বিরাট অংশ স্ক্রিপ্ট রাইটার হিসাবে পরিচিত।
আমরা টেলিভিশনে যা যা দেখি, সিনেমা, সিরিয়াল, নিউজ, অ্যাংকারিং ইত্যাদি সবকিছুর একটা স্ক্রিপ্ট তৈরি করা থাকে। স্ক্রিপ্ট রাইটারকে আবার স্ক্রিন রাইটারও বলা হয়।
স্ক্রিপ্টের ধরণ অনুযায়ী স্ক্রিপ্ট রাইটার বিভিন্ন ধরনের হয়, নীচে নাম উল্লেখ করা হল –
- Science-Fiction Script Writer
- News Script Writer
- Romance Script Writer
- Horror Script Writer
- Comedy Script Writer ইত্যাদি।
আরো পড়ুন – কন্টেন্ট রাইটার | Content Writer
স্ক্রিপ্ট রাইটাররা কি ধরনের কাজ করেন?
বিভিন্ন অনুষ্ঠান বা প্রোগ্রাম, বিভিন্ন শো, সিরিয়াল, ফিল্ম, শর্ট ফিল্ম, বিজ্ঞাপন ইত্যাদির স্ক্রিপ্ট লেখাই হল স্ক্রিপ্ট রাইটারের প্রধান কাজ। গল্পের শুরু থেকে শেষ অবধি পুরোটাই তাকে লিখতে হয়। ফিল্ম, সিরিয়াল এবং অনুষ্ঠান তৈরি হওয়ার সময় অবশ্যই স্ক্রিপ্ট রাইটারকে উপস্থিত থাকতে হয়, যারা দৃশ্য (Scene)-এ অংশগ্রহণ করছে (অভিনেতা/অভিনেত্রী), তাদের স্ক্রিপ্ট বোঝানোও স্ক্রিপ্ট রাইটারের দায়িত্ব। এছাড়া ডিরেক্টরের মত অনুসারে কিছু দৃশ্যের স্ক্রিপ্ট বা ডায়ালগ পরিবর্তন করতে হয়।
স্ক্রিপ্ট রাইটার হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?
একজন স্ক্রিপ্ট রাইটার হওয়ার জন্য প্রথমে যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর কিছু নির্দিষ্ট বিষয়ের মধ্যে একটিতে ব্যাচেলার ডিগ্রি কোর্স করা আবশ্যক। যারা স্টরি বা স্ক্রিপ্ট লিখতে পছন্দ করেন তারাই এই স্ক্রিপ্ট রাইটার পেশাটি বেছে নিতে পারেন।
আরো পড়ুন – Film Director as Profession | ফিল্ম ডিরেক্টর কিভাবে হওয়া যায়?
নীচে ব্যাচেলার কোর্সগুলির নাম উল্লেখ করা হল –
- Bachelor of Mass Communication,
- Bachelor of Mass Media
- Bachelor of Journalism and Mass Communication
- Bachelor of Arts in Screenwriting
- Bachelor of Fine Arts in Screenwriting ইত্যাদি।
যেই ভাষায় স্ক্রিপ্ট রাইটার হতে চান সেই ভাষার উপর অনার্স করেও স্ক্রিন রাইটার বা স্ক্রিপ্ট রাইটার হওয়া যায়, যেমন –
- Bengali Honours,
- Hindi Honours,
- English Honours ইত্যাদি।
আরো পড়ুন – ভয়েস আর্টিস্ট কিভাবে হওয়া যায় | ভয়েস আর্টিস্ট পেশার খুঁটিনাটি | Voice Artist as Profession
একজন সফল স্ক্রিপ্ট রাইটার হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?
একজন সফল স্ক্রিপ্ট রাইটার হওয়ার জন্য যে যে বিষয়ে দক্ষ হতে হয়, তা হল –
- লেখার ধরণ সম্পর্কে জ্ঞান
- চিন্তাশক্তি বা কল্পনাশক্তি থাকা প্রয়োজন
- ভাষার উপর দক্ষতা
- সৃজনশীলতা ইত্যাদি।
এই পেশার ভবিষ্যৎ কেমন?
শুধুমাত্র বর্তমানে নয় প্রাচীনকাল থেকেই মানুষ বিনোদনের জন্য বিভিন্ন সিনেমা, সিরিয়াল ইত্যাদি দেখতেন। আর বিভিন্ন মানুষের পছন্দ ভিন্ন, বিনোদনের ক্ষেত্রেও তা প্রযোজ্য। তাই বিভিন্ন স্ক্রিপ্ট রাইটারের প্রয়োজন হয়। বর্তমানে এই পেশাটি বেশ জনপ্রিয়, তাই এই পেশার ভবিষ্যৎ উজ্জ্বল।
আরো পড়ুন – ক্যালিগ্রাফিস্ট কিভাবে হওয়া যায় | ক্যালিগ্রাফিস্ট পেশার খুঁটিনাটি | Calligraphist as Profession
এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?
কর্মস্থান ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে আয় পরিবর্তিত হয়। সাধারণত একজন স্ক্রিপ্ট বা স্ক্রিন রাইটারের বার্ষিক আয় 2-8 লাখ টাকা পর্যন্ত বা তার বেশি হয়।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।