Category – Blog
মাধ্যমিকের পর চাকরির উপযুক্ত কোনো কোর্স করতে চাও? জেনারেল স্ট্রিম ছেড়ে কোনো প্রফেশনাল কোর্স করতে চাইলে ডিপ্লোমা কোর্স সেরা।
MSME Tool Room Kolkata নিয়ে এসেছে দুটি দারুণ ডিপ্লোমা কোর্স, যা সম্পূর্ণ করলে চাকরির প্রচুর সুযোগ রয়েছে।
কোর্স দুটি হল –
- Diploma in Tool & Die Making
- Diploma in Mechatronics
উভয় কোর্সই All India Council for Technical Education (AICTE) দ্বারা অনুমোদিত এবং West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development (WBSCTVESD) দ্বারা স্বীকৃত।
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
Table of Contents
কোর্স সম্পর্কে আলোচনা
ডিপ্লোমা ইন টুল ও ডাই মেকিং (Diploma in Tool & Die Making)
এই কোর্সটি 4 বছরের। প্রতি 6 মাস পর একটি সেমিস্টার হয় অর্থাৎ মোট 8টি সেমিস্টার হয়। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক সায়েন্স, ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি, মেকাট্রনিক্স সিস্টেম, রোবোটিক্স ইত্যাদি বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।
ডিপ্লোমা ইন মেকাট্রনিক্স (Diploma in Mechatronics)
এই কোর্সটি 3 বছরের। প্রতি 6 মাস পর একটি সেমিস্টার হয় অর্থাৎ মোট 6টি সেমিস্টার হয়। ইঞ্জিনিয়ারিং ড্রইং, ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি, স্ট্রেন্থ অফ মেটিরিয়ালস, ওয়ার্কশপ টেকনোলোজি ইত্যাদি বিষয়ে ধারণা দেওয়া হয়।
কোর্সে ভর্তি হওয়ার জন্য কি যোগ্যতা প্রয়োজন?
শিক্ষাগত যোগ্যতা
এই কোর্স দুটিতে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীকে মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। SC/ST প্রার্থীদের জন্য নাম্বারের মাত্রার উপর 10% ছাড় রয়েছে, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষায় 40% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা
উভয় কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স 15 থেকে 19 বছরের মধ্যে থাকতে হবে। SC/ST/PWD-OH প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমার উপর 3 বছরের ছাড় রয়েছে।
উপরিক্ত যোগ্যতা থাকলে পুরুষ/মহিলা উভয়ই এই কোর্সে ভর্তি হতে পারে।
কোর্সের ফি কত?
উভয় কোর্সের ক্ষেত্রেই প্রতি সেমিস্টার পিছু 18,000 – 19,000 টাকা কোর্স ফি হিসাবে লাগবে। ST/SC প্রার্থীদের কোনো কোর্স ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তারা এই কোর্স পড়তে পারবে।
কতজনকে ভর্তি নেওয়া হবে?
ডিপ্লোমা ইন টুল ও ডাই ম্যাকিং কোর্সে মোট 100 জনকে এবং ডিপ্লোমা ইন মেকাট্রনিক্স কোর্সে মোট 30 জনকে ভর্তি নেওয়া হবে।
কোথায় পড়ানো হবে?
কলকাতার বনহুগলীর MSME Tool Room-এর Central Tool Room & Training Centre-এ এই কোর্স দুটি পড়ানো হবে।
কিভাবে ভর্তি হবে?
কোর্স দুটিতে ভর্তি হওয়ার জন্য প্রথমে ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। আবেদন করার পর একটি পরীক্ষা আয়োজিত হবে, তার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন প্রক্রিয়া ও পরীক্ষা কবে হবে?
এপ্রিল মাস থেকে ফর্ম দেওয়া শুরু হবে। আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ হল 18ই জুন (18.06.2023).
পরীক্ষাটি 26শে জুন (26.06.2023) আয়োজিত হবে। পরীক্ষার দুদিন পর অর্থাৎ 28শে জুন (28.06.2023) মেরিট লিস্ট ওয়েবসাইট এবং সেন্ট্রারের বোর্ডে প্রকাশিত হবে। পরীক্ষাটিতে MCQ প্রশ্ন আসবে এবং 2 ঘণ্টা সময় নির্ধারিত হয়েছে।
কোর্স দুটি পড়ার জন্য কিভাবে আবেদন করবে?
ফর্মটি অফলাইন ও অনলাইন যে কোনো একটি পদ্ধতিতে ফিল আপ করে এবং অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে সাবমিট করলে আবেদন সম্পূর্ণ হবে।
অ্যাপ্লিকেশন কি কত?
আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি হল 1000 টাকা এবং ST/SC প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি 500 টাকা।
ক্লাস শুরু আগস্ট মাস থেকে হবে। ছেলে ও মেয়েদের জন্য বনহুগলীর ক্যাম্পাসের মধ্যেই হোস্টেলের ব্যবস্থা রয়েছে।
কোর্সের ভবিষ্যৎ কেমন?
ডিপ্লোমা কোর্স দুটি করলে দেশে-বিদেশে চাকরির প্রচুর সুযোগ রয়েছে। কোর্স সম্পূর্ণ করার পর ইন্টারশিপের সুযোগ আসে এবং তারপর স্থায়ী চাকরির সুযোগ রয়েছে। শুধুমাত্র চাকরি নয়, এই ডিপ্লোমা কোর্স করে কিছু বিষয়ে বি.টেক ও পোস্ট-ডিপ্লোমা কোর্স করতে পারেন। নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন এবং ব্যবসা সংক্রান্ত নানা বিষয়ে বিনামূল্যে ট্রেনিংও দেওয়া হয়। সুতরাং বলা যান এই কোর্স করার পর ভবিষ্যৎ উজ্জ্বল।
[এই কোর্স সম্পর্কে আরো জানার জন্য MSME Tool Room-এর অফিসিয়াল ওয়েবসাইট www.msmetoolroomkolkata.com-এ নজর রাখুন।]
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।