After 8 &10 pass professional course
Category – Blog

West Bengal State council For Vocational Training সংস্থা কিছু ডিপ্লোমা কোর্স নিয়ে এসেছে, যা ক্লাস 8 ও 10 শ্রেণী উত্তীর্ণ হয়ে ভর্তি হতে পারবেন। সরকারি ও বেসরকারি পলিটেকনিক কলেজগুলিতে ইঞ্জিনিয়ারিং ও নন-ইঞ্জিনিয়ারিং উভয়ের বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা কোর্স শুরু হচ্ছে।

কোর্স সম্পর্কে আলোচনা

ডিপ্লোমা কোর্সগুলিকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে, যথা – M-Group ও E-Group.

M-Group ও E-Group মিলে মোট 65টি বিষয়ে ডিপ্লোমা কোর্স রয়েছে, তার মধ্যে কিছু ইঞ্জিনিয়ারিং কোর্স এবং কিছু নন ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে। কোর্সের সময়সীমা 1 থেকে 2 বছর। ক্লাস শুরু আগস্ট মাস থেকে হবে।

উভয় গ্রুপ থেকে কিছু ডিপ্লোমা কোর্সের নাম নীচে দেওয়া হল –

M-গ্রুপের বিষয়গুলি হল –

  • Horticulture
  • Computer Aided Embroidery & Designing
  • Mechanic Agricultural Machinery
  • Fashion Design and Technology
  • Dress Making
  • Cosmetology
  • Tool & Die Maker
  • Plastic Processing Operator
  • Fruits and Vegetables Processing
  • Computer Hardware & Network Maintenance
  • Desktop Publishing
  • Electrician ইত্যাদি।

E-গ্রুপের বিষয়গুলি হল –

  • Sewing Technology
  • Sheet Metal Worker
  • Welder
  • Carpenter
  • Painter
  • Footwear Maker
  • Wireman
  • Plumber ইত্যাদি।

বাকি ডিপ্লোমা কোর্সগুলির নাম অফিসিয়াল ওয়েবসাইট scvtwb.in থেকে দেখে নিন।

ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য কি যোগ্যতা প্রয়োজন?

শিক্ষাগত যোগ্যতা

M-গ্রুপের ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
E-গ্রুপের ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

উভয় গ্রুপ্রের ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স নূন্যতম 14 বছর হতে হবে। বয়সের কোনো নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই।

উপরিক্ত যোগ্যতা থাকলে পুরুষ/মহিলা উভয়ই এই কোর্সে ভর্তি হতে পারে।

কিভাবে ভর্তি হবে?

কোর্স দুটিতে ভর্তি হওয়ার জন্য প্রথমে ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। মেধা বা নাম্বারের ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

আবেদন প্রক্রিয়ার তারিখ

আবেদন প্রক্রিয়া মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং প্রক্রিয়ার শেষ তারিখ হল 31শে মে (31.05.2023).

ডিপ্লোমা কোর্সগুলি পড়ার জন্য কিভাবে আবেদন করবে?

আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট scvtwb.in-এ গিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করে এবং অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে সাবমিট করলে আবেদন সম্পূর্ণ হবে।

আবেদন সম্পূর্ণ হওয়ার পর আবেদন পত্রটি ও ফি জমা দেওয়ার রিসিপ্ট ডাউনলোড করে 2 কপি প্রিন্ট আউট করে নিতে হবে এবং প্রিন্ট আউট জমা দিতে হবে।

অ্যাপ্লিকেশন কি কত?

আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি পুরুষদের ক্ষেত্রে 200 টাকা এবং মহিলাদের ক্ষেত্রে 100 টাকা

[এই কোর্স সম্পর্কে এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরো জানার জন্য West Bengal State council For Vocational Training-এর অফিসিয়াল ওয়েবসাইট scvtwb.in-এ নজর রাখতে হবে।]

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!