Category – Specialized Courses
Table of Contents
ওয়েব ডেভেলপমেন্ট (Web Development) সার্টিফিকেট কোর্স কি?
ওয়েব ডেভেলপমেন্ট সার্টিফিকেট কোর্স হল এমন একটি কোর্স যেখানে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। এই কোর্স সম্পূর্ণ করে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট তৈরি করা যায়। এই কোর্সের সময়সীমা সাধারণত 3 মাস থেকে 1 বছর।
ওয়েব ডেভেলপমেন্ট সার্টিফিকেট কোর্স যারা করেন, তাদের ওয়েব ডেভেলপার (Web Developer) বলা হয়।
আরো পড়ুন –ডিজিটাল মার্কেটিং | Digital Marketing
ওয়েব ডেভেলপারের আবার কয়েকটি ভাগ রয়েছে –
ফ্রন্ট এন্ড ডেভেলপার (Front end Developer)
ওয়েবসাইটের বা ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রন্ট অর্থাৎ শুরুতে যা দেখা যায়, অর্থাৎ পেজ ডিজাইন যারা করেন, তাদের ফ্রন্ট এন্ড ডেভেলপার বলা হয়।
ব্যাক এন্ড ডেভেলপার (Back end Developer)
একটি ওয়েবসাইটের বা ওয়েব অ্যাপ্লিকেশন চালানোর জন্য ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেন, তাদের ব্যাক এন্ড ডেভেলপার বলা হয়।
ফুল স্ট্যাক ডেভেলপার (Full stack Developer)
যারা ফ্রন্ট এবং ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পুরো ওয়েবসাইটের কাজ করেন, তাদের ফুল স্ট্যাক ডেভেলপার বলে।
কিভাবে পড়বো ওয়েব ডেভেলপমেন্ট সার্টিফিকেট কোর্স?
এই কোর্স পড়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা বা স্নাতক স্তর উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এই কোর্সটি টেকনিক্যাল কোর্স। এটি একটি স্বল্পমেয়াদি কোর্স। অনলাইন ও অফলাইন দুইভাবেই কোর্সটি করা যায়। বিভিন্ন সরকারি/বেসরকারি ইনস্টিটিউটে এই কোর্স করানো হয়।
সার্টিফিকেট পাওয়ার জন্য সার্টিফিকেশন পরীক্ষা উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আরো পড়ুন –এথিকাল হ্যাকার | Ethical Hacker
ওয়েব ডেভেলপমেন্ট সার্টিফিকেট কোর্স ফি কত?
ওয়েব ডেভেলপমেন্ট কোর্স ফি বিভিন্ন ইনস্টিটিউটে ভিন্ন হয়। এই কোর্স ফি সাধারণত 3000 থেকে 10000 টাকা হয়।
ওয়েব ডেভেলপমেন্ট সার্টিফিকেট কোর্সে কি কি পড়তে হয়?
ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে বিভিন্ন কোডিং ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এছাড়া – HTML, Java Script, CSS, Git & GitHub ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
ওয়েব ডেভেলপমেন্ট সার্টিফিকেট কোর্সের ভবিষ্যৎ কেমন?
বর্তমানে ডিজিটাল মাধ্যম যে কোনো ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করছে। তাই দিনে দিনে বিভিন্ন ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশনের চাহিদা ক্রমশ বাড়ছে। বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থায় এই ধরনের কাজে বহু সংখ্যক নিয়োগ হয়। নিজস্ব দক্ষতা অনুযায়ী সেলফ এমপ্লয়েন্ট বা ফ্রি-ল্যান্সিং এর মাধ্যমে উপার্জন করা সম্ভব। দেশে বিদেশে প্রচুর কাজের সুযোগ রয়েছে, তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।