OT Technology
Streams – Medicine & Allied Studies

অপারেশন থিয়েটার টেকনোলোজি ডিপ্লোমা (Diploma in Operation Theatre Technology) কোর্স কি?

অপারেশন থিয়েটার টেকনোলোজি হল এমন একটি কোর্স যেখানে, অপারেশন থিয়েটারে ব্যবহৃত বিভিন্ন ডায়াগনস্টিক যন্ত্রপাতি যেমন মনিটর, সি-আর্ম, ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়।

এছাড়াও অপারেশন থিয়েটারের ইনফেশন নিয়ন্ত্রণের নীতি ও প্রক্রিয়াগুলি সম্পর্কে শেখানো হয়। অপারেশন থিয়েটার টেকনোলোজি ডিপ্লোমা কোর্সের সময়সীমা 2 বছর।

কিভাবে পড়বো অপারেশন থিয়েটার টেকনোলোজি ডিপ্লোমা কোর্স?

এই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় জীববিদ্যা (Biology), রসায়নবিদ্যা (Chemistry), পদার্থবিদ্যা (Physics) বিষয়গুলি নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

এই কোর্সে মেধা অনুযায়ী ভর্তি হওয়া যায়। যেহেতু বেশিরভাগ জাতীয় এবং রাজ্য স্তরের সরকারি কলেজগুলিতে মেধা অনুযায়ী ভর্তি হওয়া যায়, তাই অপারেশন থিয়েটার টেকনোলোজি ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য কোনো জনপ্রিয় জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা নেই৷

কিছু শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশিকা পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়।

প্রবেশিকা পরীক্ষাগুলি হল – Chitkara School of Health Sciences Entrance Exam, University of Technology Entrance Exam, Tech Mahindra SMART Academy for Healthcare Entrance Exam ইত্যাদি।

অপারেশন থিয়েটার টেকনোলোজি ডিপ্লোমা কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ডিপ্লোমা কোর্স পড়ানো হয়। নীচে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়া হল –

পশ্চিমবঙ্গের কিছু শিক্ষা প্রতিষ্ঠান

  • DPMI Paramedical College
  • Paramedical Institute of Kolkata
  • Behala Institute of Allied Health Sciences
  • BIDS || Paramedical Training Institute College, Kolkata
  • Susrijo Institute of Paramedical Technology and Optometry, Krishnanagar
  • HLG Institute Of Paramedical & Management Sciences, Asansol
  • Haldia Institute of Health Sciences (HIHS)
  • Institute of Nursing & Paramedical Science, Kolkata ইত্যাদি।

ভারতবর্ষের কিছু শিক্ষা প্রতিষ্ঠান

  • Max Institute of Health Sciences and Technology, Bihar
  • Impact Paramedical and Health Institute, Delhi
  • DPMI Siliguri – India’s Leading Paramedical Institute
  • Om Paramedical & Technical Education, Delhi
  • Rajiv Gandhi Paramedical Institute, Delhi ইত্যাদি।

অপারেশন থিয়েটার টেকনোলোজি ডিপ্লোমা কোর্স ফি কত?

অপারেশন থিয়েটার টেকনোলোজি ডিপ্লোমা কোর্স ফি বিভিন্ন কলেজে ভিন্ন হয়ে থাকে। সাধারণত কোর্স ফি 10,000 থেকে 10 লাখ হয়ে থাকে। সরকারি কলেজে ফি তুলনামূলক কম হয় বেসরকারি কলেজের তুলনায়।

অপারেশন থিয়েটার টেকনোলোজি ডিপ্লোমা কোর্সে কি কি পড়তে হয়?

এই কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, সেগুলি হল –

  • Microbiology
  • Pharmacology
  • Plastic Surgery
  • Principles and practices of surgery
  • Orthopaedic Surgery
  • Computer and data processing ইত্যাদি।

এছাড়াও বিভিন্ন OT সংক্রান্ত মেশিন সম্পর্কে ধারণা দেওয়া হয়, OT Tables, OT Lights, Diathermy, Sucker Machine ইত্যাদি মেইনটেইন্স করা।

অপারেশন থিয়েটার টেকনোলোজি ডিপ্লোমা (Diploma in Operation Theatre Technology) কোর্সের ভবিষ্যৎ কেমন?

স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত কোনো কোর্স করা থাকলে দেশ-বিদেশে প্রচুর চাকরির সুযোগ রয়েছে। অপারেশন থিয়েটার টেকনিশিয়ানদের চাহিদা রয়েছে কারণ সার্জারি এবং অপারেশনগুলি এই OT টেকনিশিয়ান ছাড়া সম্পূর্ণ হবে না। ডাক্তার ও নার্সের পাশাপাশি স্বাস্থ্যসেবায় OT টেকনিশিয়ানদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

অপারেশন থিয়েটার টেকনোলজিতে ডিপ্লোমা শেষ করার পরে বিভিন্ন কেরিয়ার গড়ে তোলার সুযোগ রয়েছে, সেগুলি হল –

  • OT Tool Management,
  • OT Technician,
  • OT Assistant,
  • Lab Technician,
  • Anaesthetist Consultant,
  • Associate Consultant,
  • Teacher & Lecturer ইত্যাদি।

শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি/বেসরকারি হাসপাতাল ও রিসার্চ সেন্টারে উপরিক্ত বিভিন্ন পদে যুক্ত হতে পারেন।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!