Streams – Media Studies
Table of Contents
Bachelor of Fine Arts (BFA)কোর্স কি?
ভিজ্যুয়াল আর্টসের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্নাতক ডিগ্রিগুলির মধ্যে একটি হল ব্যাচেলর অফ ফাইন আর্টস (বিএফএ)। এই কোর্সটি 3 থেকে 4 বছরের হয়।
প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করে, ডিগ্রির সময়সীমা তিন থেকে চার বছর হয়।
কিভাবে পড়বো ব্যাচেলার অফ ফাইন আর্টস?
এই কোর্স নিয়ে পড়াশোনা করার জন্য যে কোনো বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা উত্তীর্ণ হওয়া আবশ্যক। উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50%-60% নাম্বার থাকা প্রয়োজন, এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন হয়ে থাকে।
এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কিছু প্রবেশিকা পরীক্ষা রয়েছে। সাধারণত CUET প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়।
এছাড়াও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্রবেশিকা পরীক্ষা রয়েছে, সেগুলি উত্তীর্ণ হয়ে সেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়। কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এই কোর্সে মেধা অনুযায়ী ভর্তি নেয়।
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
ব্যাচেলার অফ ফাইন আর্টস কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?
ব্যাচেলার অফ ফাইন আর্টস পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়।
কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হল –
- Rabindra Bharati University, Kolkata
- Techno India University, Kolkata
- Amity University, Kolkata
- Sister Nivedita University, Kolkata
- Government College of Arts and Crafts, Kolkata
- Visva Bharati University, West Bengal
- Bengal Fine Arts College, West Bengal
- University of Delhi
- International Institute of Fine Arts
- Jamia Millia Islamia University
- Jawaharlal Nehru Architecture and Fine Arts University ইত্যাদি।
Bachelor of Fine Arts কোর্স ফি কত?
এই কোর্সটির সম্পূর্ণ ফি সাধারণত Rs. 85,000- 6 লাখ হয়ে থাকে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কোর্স ফি ভিন্ন হয়ে থাকে।
ব্যাচেলার অফ ফাইন আর্টস কোর্স কি কি পড়তে হয়?
ব্যাচেলার অফ ফাইন আর্টস কোর্সটি দুভাগে বিভক্ত।
Practical subjects:
- Drawing
- Painting
- Design
- Clay modelling
- Printmaking ইত্যাদি।
Theory subjects:
- History and appreciation of art
- Beginning of civilization
- History of Indian Culture
- Ancient Indian Art and History
- A survey of Western Arts
- Introduction to Indian Folk and Tribal Art
- Mediaeval Indian Art and History
- Religious and Textual Sources
- Western Art
- Indian Art
- Aesthetics ইত্যাদি।
ব্যাচেলার অফ ফাইন আর্টস কোর্সের ভবিষ্যৎ কেমন?
মাল্টিমিডিয়া অ্যানিমেটর এবং ভিডিও গেমিং এবং মোশন পিকচারে এরা কাজ করতে পারেন যা বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। গ্র্যাজুয়েটরা আর্ট গ্যালারি, মিডিয়া এবং জনসংযোগে আবেদন করতে পারেন। ব্যক্তিগত গ্যালারি, মিউজিয়ামে তারা তাদের বিভিন্ন কাজকে জনসমক্ষে এনে উপার্জন করতে পারেন।
যে সব সংস্থার সাথে যুক্ত হতে পারেন, সেগুলি হল –
- Advertising Companies
- Art Studios
- Educational Institutes
- Boutiques
- Publishing Houses
- Fashion Houses
- Television Industry
- Tailoring Shops
- Websites
- Theatres
- Promotion and Product Design
- Photography
- Manufacturers ইত্যাদি।
ব্যাচেলার অফ ফাইন আর্টস কোর্স পড়ে যে যে পেশা তারা বেছে নিতে পারেন, সেগুলির নাম নীচে দেওয়া হল –
- Actor
- Art director
- Art Teacher
- Writer
- Painter
- Graphic designer
- Animator
- Fine artist ইত্যাদি।
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।