Home Science Honours
Category – Genaral Studies

হোম সায়েন্স (Home Science) কি?

হোম সায়েন্স হল বিজ্ঞান সম্পর্কিত একটি বিভাগ যেখানে খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য, পরিবেশ, মানব উন্নয়ন, মানব বিকাশ ইত্যাদি বিষয় নিয়ে ধারণা দেওয়া হয়।

হোম সায়েন্স অনার্স হল একটি তিন বছরের স্নাতক কোর্স। হোম সায়েন্সে BA/B.Sc যে কোনো একটি করা যায়।

কারা পড়বেন হোম সায়েন্স অনার্স?

  • যাদের হোম সায়েন্স বিষয়ে আগ্রহ রয়েছে,
  • যারা ভবিষ্যতে হোম সায়েন্স নিয়ে কেরিয়ার গড়তে চান, তাদের হোম সায়েন্স অনার্স করা উচিত।

আরো পড়ুন – রাষ্ট্রবিজ্ঞান অনার্স | Political Science Honours

কিভাবে পড়বো হোম সায়েন্স অনার্স?

হোম সায়েন্স অনার্স করার জন্য যে কোনো বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন হয়।

এই কোর্সে সাধারণত উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ভর্তি হওয়া যায়, কিন্তু কিছু কিছু কলেজ, নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে। সেই প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে সেই সমস্ত কলেজে ভর্তি হওয়া যায়।

প্রবেশিকা পরীক্ষাগুলি হল –

  • BHU UET,
  • CUET,
  • DUET ইত্যাদি।

হোম সায়েন্স অনার্স পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে পড়ানো হয়।


আরো পড়ুন – ফিলোজফি অনার্স | Philosophy Honours

হোম সায়েন্স অনার্স ফি কত?

সরকারি কলেজে কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় কম। বিভিন্ন কলেজে কোর্স ফি ভিন্ন। সাধারণত এই কোর্সের ফি 3,000 থেকে 50,000 টাকা পর্যন্ত।

হোম সায়েন্স অনার্সে কি কি পড়তে হয়?

হোম সায়েন্স অনার্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –

  • Environmental Science
  • Human development
  • Resource management
  • Fashion studies
  • Food and nutrition
  • Communication and extension
  • Life Science
  • Physical Science
  • Human Physiology
  • Sociology
  • Food science and processing
  • Child rights and gender empowerment ইত্যাদি।

আরো পড়ুন – সোসিওলজি অনার্স | Sociology Honours

হোম সায়েন্স অনার্সের ভবিষ্যৎ কেমন?

হোম সায়েন্স অনার্স করার পর শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ রয়েছে। হোম সায়েন্স গ্র্যাজুয়েটরা সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই কাজের সুযোগ রয়েছে। দেশে-বিদেশে প্রচুর সুযোগ থাকায় এই কোর্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল।

হোম সায়েন্স অনার্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • Nutrition expert
  • Assistant Dietician
  • Health care counsellor
  • Medical coder
  • Food analyst
  • Chef/Cook
  • Health Educator ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!