Streams – Medicine & Allied Studies
Table of Contents
মেডিক্যাল ল্যাবরেটারী টেকনোলোজি ডিপ্লোমা কোর্স (Diploma in Medical Laboratory Technology) কি?
মেডিক্যাল ল্যাবরেটারী টেকনোলোজি ডিপ্লোমা বা Diploma in Medical Laboratory Technology (DMLT) কোর্সে মেডিক্যাল ল্যাবরেটারী সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পাঠ ও বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার শেখানো হয়ে থাকে। এটি একটি 2 বছরের কোর্স।
কিভাবে পড়বো মেডিক্যাল ল্যাবরেটারী টেকনোলোজি ডিপ্লোমা কোর্স?
মেডিক্যাল ল্যাবরেটারী টেকনোলোজি ডিপ্লোমা কোর্স পড়ার জন্য অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এই কোর্সে ভর্তি মেধা অনুযায়ী হয় এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। প্রবেশিকা পরীক্ষাগুলি হল – NEET, Manipal University Entrance Test ইত্যাদি।
আরো পড়ুন – Diploma in OT Technology Course
মেডিক্যাল ল্যাবরেটারী টেকনোলোজি ডিপ্লোমা কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?
ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই DMLT কোর্স পড়ানো হয়।
নীচে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়া হল –
- Indus Paramedical Training Institute, Howrah
- Paramedical Institute of Kolkata
- Behala Institute of Allied Health Sciences
- George Telegraph Centre of Paramedical Science – Liluah
- Leading Paramedical Institute, Kolkata
- DPMI Paramedical College
- Delhi Institute of Technology and Paramedical Sciences
- Dr. Vyas Institute of Paramedical Sciences, Mumbai
- Sainath Paramedical College, Chattisgarh
- Rajiv Gandhi Paramedical Institute, Delhi ইত্যাদি।
মেডিক্যাল ল্যাবরেটারী টেকনোলোজি ডিপ্লোমা কোর্স ফি কত?
বিভিন্ন কলেজে মেডিক্যাল ল্যাবরেটারী টেকনোলোজি ডিপ্লোমা কোর্স ফি ভিন্ন হয়ে থাকে। সরকারি কলেজে কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় কম হয়। সাধারণত কোর্স ফি 20,000 থেকে 5 লাখ হয়ে থাকে।
মেডিক্যাল ল্যাবরেটারী টেকনোলোজি ডিপ্লোমা কোর্সে কি কি পড়তে হয়?
এই কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, সেগুলি নীচে দেওয়া হল –
- Laboratory Equipment and Chemistry
- Clinical Pathology and Parasitological
- Clinical Biochemistry
- Haematology
- Blood Banking & Immunohaematology
- Microbiology
- Immunology ইত্যাদি।
মেডিক্যাল ল্যাবরেটারী টেকনোলোজি ডিপ্লোমা (Diploma in Medical Laboratory Technology) কোর্সের ভবিষ্যৎ কেমন?
বর্তমানে এটি একটি জনপ্রিয় কোর্স। এই কোর্স করার পর দেশে বিদেশে প্রচুর কাজের সুযোগ রয়েছে। তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।
মেডিক্যাল ল্যাবরেটারী টেকনোলোজি ডিপ্লোমা কোর্স করে যে ধরনের কাজের সুযোগ রয়েছে, তা হল –
- Medical Technician,
- Healthcare Administrator,
- Medical Technologist,
- Coordinator ইত্যাদি।
বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ল্যাবরেটারীতে কাজ করার সুযোগ রয়েছে, তার মধ্যে কয়েকটির নাম উল্লেখ করা হল –
- Calcutta Medical College, Kolkata
- Ruby General Hospital, Kolkata
- SSKM Hospital, Kolkata
- Apollo
- All India Institute of Medical Sciences (AIIMS)
- Forensic Science Laboratory
- Paramount Health Services ইত্যাদি।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।