Category – Hospitality & Tourism
Table of Contents
ট্যুরিজম স্টাডিস সার্টিফিকেট কোর্স কি?
ভারতবর্ষ অফুরন্ত প্রাকৃতিক সম্পদের ভান্ডার। একদিকে যেমন প্রাকৃতিক সম্পদ আমাদের বেঁচে থাকার রসদ যোগায় তেমনই এই প্রাকৃতিক সম্পদের সৌন্দর্য আমাদের বিস্মিত করে। শুধুই প্রাকৃতিক সম্পদ নয় বিভিন্ন ঐতিহাসিক স্থান, মন্দির-মসজিদ ইত্যাদি সবকিছুই আমাদের ভ্রমণপিপাসু করে তোলে। তুষারাবৃত হিমালয় থেকে নীল সমুদ্রের জলোচ্ছ্বাস, শুষ্ক-নিষ্প্রাণ মরুভূমি থেকে প্রবাল দ্বীপের সৌন্দর্য, তাজমহল থেকে স্বর্ণমন্দির, সুন্দরবন থেকে মালভূমি ইত্যাদি সবকিছুতেই পরিপূর্ণ এই ভারতবর্ষ। তাই আমাদের দেশে ট্যুরিজম অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
ট্যুরিজম (Tourism) কথার বাংলা অর্থ পর্যটন। এই পর্যটন বা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যারা কেরিয়ার গড়তে চান তাদের জন্য রয়েছে বিভিন্ন ট্যুরিজম স্টাডিস সংক্রান্ত কোর্স, এখানে ট্যুরিজমের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। অল্প সময়ে ট্যুরিজম স্টাডিস নিয়ে পড়ার জন্য যে কোর্সটি জনপ্রিয় তা ট্যুরিজম স্টাডিসের সার্টিফিকেট কোর্স। এই কোর্সের সময়সীমা হল 6 মাস থেকে 2 বছর।
আরো পড়ুন – Certificate Course of Web Development | ওয়েব ডেভেলপমেন্ট কোর্স
কিভাবে পড়বো ট্যুরিজম স্টাডিস সার্টিফিকেট কোর্স?
এই কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এই কোর্সে ভর্তির জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। এই কোর্সে সাধারণত ডাইরেক্ট অ্যাডমিশন হয়। বিভিন্ন ইন্সটিটিউটে এই কোর্স পড়ানো হয়।
ট্যুরিজম স্টাডিস সার্টিফিকেট কোর্স ফি কত?
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কোর্সের ফি ভিন্ন হয়। তবে সাধারণত এই কোর্সের ফি 2,000 থেকে 10,000 হয়।
ট্যুরিজম স্টাডিস সার্টিফিকেট কোর্সে কি কি পড়তে হয়?
ট্যুরিজম স্টাডিস সার্টিফিকেট কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –
- Tourism Services and Operations
- Geography, and Tourism
- Understanding Tourists and Hosts
- Guides and Escorts ইত্যাদি।
আরো পড়ুন – Certificate Course of Ethical Hacker | এথিকাল হেকার
ট্যুরিজম স্টাডিস সার্টিফিকেট কোর্সের ভবিষ্যৎ কেমন?
বর্তমানে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি বেশ জনপ্রিয়। এই কোর্স করার পর ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজের সুযোগ রয়েছে। দেশে-বিদেশে প্রচুর সুযোগ থাকায় এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।
এই কোর্স করার পর যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, সেগুলি হল –
- Assistant Placement Manager
- Assist. Operation Manager
- Associate Executive
- Counter Sales Executive
- Marketing Assistant Manager
- Key Account Manager ইত্যাদি।
এই কোর্স করার পর যে ক্ষেত্রগুলিতে নিয়োগ হওয়া যায়,
- Tourism Companies
- Hospitality Consultancy
- Hotels & Resorts
- Airlines ইত্যাদি।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।