Veterinarian
Category – Profession

মানব সভ্যতার একেবারে শুরুর সময় থেকেই পশুপালনের চল শুরু হয়। মানুষ নিজের প্রয়োজনে গরু, ছাগল, ঘোড়া ইত্যাদি প্রাণী প্রতিপালন করতে শুরু করেছিল। আজকের সময়ে শহর অঞ্চলে পশুপালন প্রায় বন্ধ হয়ে গেলেও, গ্রামবাংলায় কিন্তু পশু-পাখি প্রতিদিনের জীবনের অঙ্গ। তবে আজকাল শহর অঞ্চলের বহু মানুষই একাকীত্ব, অবসাদ কাটাতে একলাজীবনের সঙ্গী করেন বিভিন্ন পশু-পাখিকে।

আমাদের শরীর অসুস্থ হলে আমরা যেমন ডাক্তারের কাছে যাই, ঠিক তেমনভাবেই আমাদের প্রিয় পশু – পাখি অসুস্থ হলে ডাক পড়ে পশুপাখির চিকিৎসকের বা ভেটেরিনারি ডাক্তারের। এই সমস্ত অবলা জীবের সুস্থতার জন্য যারা প্রধান ভূমিকা নেন, তারাই পশু চিকিৎসক বা ভেটেরিনারিয়ান (Veterinarian).

আজকের এই আলোচনায় আমরা জানবো ভেটেরিনারি ডাক্তার পেশা সম্পর্কিত সব তথ্য।

পশু চিকিৎসক কিভাবে হওয়া যায়

পশু চিকিৎসক (Veterinarian) কাদের বলা হয়?

Veterinarian-এর বাংলা অর্থ পশু চিকিৎসক। যারা পশুদের চিকিৎসা করেন তাদের পশু চিকিৎসক বা ভেটেরিনারিয়ান বলা হয়।

সাধারণ মানুষের ভাষায়, ভেটেরিনারিয়ান, পোষা প্রাণীর ডাক্তার হিসাবে পরিচিত। কিন্তু শুধুমাত্র পোষা প্রাণী নয় সমস্ত প্রাণীরই অর্থাৎ গৃহপালিত পশু থেকে শুরু করে বন্যপ্রাণীদেরও এনারা চিকিৎসা করে থাকেন।

[বিঃ দ্রঃ আপনাদের অনেকেরই মনে হয় যারা ডাক্তার হয় অর্থাৎ মানুষকে সুস্থ করে তোলেন তারাই তো পশুদের চিকিৎসা করতে পারেন। কিন্তু এটা ভুল পশুদের আভ্যন্তরীণ অঙ্গ এবং তাদের কার্যকারিতা মানুষের থেকে ভিন্ন হয়। তাই পশুদের ডাক্তার অর্থাৎ ভেটেরিনারিয়ানদের প্রয়োজন হয়।]


আরো পড়ুন – Dentist as Profession | কিভাবে ডেনটিস্ট হওয়া যায়?

পশু চিকিৎসকরা কি ধরনের কাজ করেন?

একজন ভেটেরিনারিয়ান পশুদের রোগ, ব্যাধি বা আঘাতের চিকিৎসা করেন এবং সুস্থ না হওয়া অবধি যত্ন করেন। ভেটেরিনারি ডাক্তাররা পশুদের বিভিন্ন সার্জারি (Surgery) করেন। পশুদের রোগ পরীক্ষা করে বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করেন।

পশু চিকিৎসার জন্য রেডিওগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই (MRI), রক্ত ​​পরীক্ষা, ইউরিনালাইসিস এবং ডায়াগনস্টিক পরীক্ষা ইত্যাদি করেন। পশুদেরও বিভিন্ন টিকা হয়, সেগুলিও পশুচিকিৎসকরাই প্রেসক্রাইব করে দেন।
careerbondhu.com whatsapp channel

ভেটেরিনারিয়ান হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

উচ্চ মাধ্যমিকের ঠিক পরেই ভেটেরিনারি কোর্স করে পশু চিকিৎসক বা ভেটেরিনারি ডাক্তার হওয়া যায়।

পশু চিকিৎসক হওয়ার জন্য কয়েকটি ধাপ রয়েছে, তা নীচে দেওয়া হল –

প্রথম ধাপ – উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) ও জীববিদ্যা (Biology) নিয়ে উত্তীর্ণ হতে হবে।

দ্বিতীয় ধাপ – ভেটেরিনারি সায়েন্স (Veterinary Science) পড়ার জন্য কিছু প্রবেশিকা পরীক্ষা রয়েছে, তা উত্তীর্ণ হতে হয়। আবার অনেক কলেজ উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে ভর্তি নেয়।

তৃতীয় ধাপ – ভেটেরিনারি সায়েন্স (Veterinary Science)-এর ব্যাচেলার ডিগ্রি উত্তীর্ণ হওয়া প্রয়োজন। নীচে কয়েকটি ব্যাচেলার ডিগ্রি কোর্সের নাম দেওয়া হল –

  • Bachelor of Veterinary Science
  • Bachelor of Veterinary Medicine and Surgery
  • B.V.Sc. in Veterinary Medicine, Public Health and Hygiene
  • B.V.Sc. in Animal Production and Management
  • B.V.Sc. in Animal Genetics and Breeding ইত্যাদি।

careerbondhu.com telegram channel


আরো পড়ুন – Pharmacist as Profession | কিভাবে ফার্মাসিস্ট হওয়া যায়?

একজন সফল ভেটেরিনারিয়ান হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

একজন সফল পশুচিকিৎসক হওয়ার জন্য যে যে বিষয়ে দক্ষতা হওয়া প্রয়োজন, সেগুলি হল –

  • পশুদের সামলানোর দক্ষতা
  • সাহসী ও মনযোগী
  • পশুদের প্রতি মানবিক আচরণ
  • চাপপূর্ণ পরিস্থিতিতে শান্তভাবে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা ইত্যাদি।

আরো পড়ুন – অপ্টোমেট্রিস্ট কিভাবে হওয়া যায় | Optometrist as Profession

পশু চিকিৎসক পেশার ভবিষ্যৎ কেমন?

বর্তমানে এটি একটি জনপ্রিয় পেশা। চিকিৎসাশাস্ত্রের ব্যাপক উন্নতি মানুষের সাথে সাথে পশুদেরও সুস্থ থাকতে সাহায্য করছে। অতীতে মানুষ গৃহপালিত পশুর কিছু হলে, প্রাথমিক চিকিৎসা করতেন এর বেশি কিছু সুবিধা ছিল না। বর্তমানে পশু চিকিৎসকরা পশুদের চিকিৎসা করে সুস্থ করছেন এবং তাদের আয়ু বৃদ্ধি করছেন। তাই বর্তমানে পশুচিকিৎসকদের চাহিদা ক্রমবর্ধমান।

ভেটেরিনারি ডাক্তার

পশু চিকিৎসকরা বিভিন্ন পশু চিকিৎসালয়, চিড়িয়াখানা ইত্যাদি স্থানে কাজ করতে পারেন। এছাড়া একজন দক্ষ পশু চিকিৎসক নিজস্ব চেম্বার খুলতে পারেন। শুধুমাত্র দেশে নয়, দক্ষতা থাকলে বিদেশেও কাজের সুযোগ রয়েছে। তাই এই পেশার ভবিষ্যৎ উজ্জ্বল।


আরো পড়ুন – Nurse as Profession | কিভাবে নার্স হওয়া যায়?

ভেটেরিনারি ডাক্তাররা কেমন বেতন পাওয়া যেতে পারে?

একজন পশু চিকিৎসকের বার্ষিক আয় প্রায় 2 লাখ থেকে 8 লাখ হয়। একজন পশু চিকিৎসক নিজেই চিকিৎসাকেন্দ্র তৈরি করে চিকিৎসা করা শুরু করতে পারেন। এছাড়া সরকারী পশুচিকিৎসাকেন্দ্রেও ভেটেরিনারি ডাক্তাররা কাজ করেন। কর্মস্থান ও অভিজ্ঞতা বৃদ্ধির উপর এই আয় ক্রমশ পরিবর্তিত হয়।

পর্ব সমাপ্ত! | আরো পড়ো – কিভাবে হোমিওপ্যাথি ডাক্তার হওয়া যায়?

নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!