Modelling
Category – Profession

আমরা সকলে সৌন্দর্যের পূজারী। নিজেকে সকলের সামনে প্রেজেন্টেবল লুকে রাখতে আমরা সকলেই ভালোবাসি। ইতিহাসের দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাবো হরপ্পা মহেঞ্জোদারোর যুগেও সৌন্দর্য বৃদ্ধির জন্য সেই সব মানুষেরা (নারী পুরুষ উভয়েই) বিভিন্ন ধাতব গহনা ব্যবহার করতো।

চতুর্দশ শতকে ইউরোপে ফ্যাশন সম্পর্কিত একটি মজার প্রথা প্রচলিত ছিল। বিভিন্ন রাজ পরিবারে পোশাক তৈরির আগে সেই পোশাকেরই অনুরূপ ক্ষুদ্র সংস্করণ পুতুলকে পড়িয়ে, তা দেখানো হত। সেই সময়ের রাজ পরিবারগুলি ফ্যাশন সম্পর্কে এতটাই সচেতন ছিল যে, “মডেল” না দেখে তাঁরা পোশাক কিনতেন না।

সর্বপ্রথম 1853 সালে মডেলিংকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন ওয়ার্থ দম্পতি। চার্লস ফ্রেডরিখ ওয়ার্থ তাঁর স্ত্রী মেরি ভার্নেট ওয়ার্থকে তাঁর তৈরি পোশাকের মডেল বানিয়ে ছিলেন।

এত গেল ইতিহাসের কথা!

আধুনিক সময়ের এই মডেলিং ইন্ডাস্ট্রির সূচনা হয় ষাটের দশকে। মডেলিং আর শুধুমাত্র পোশাক, গহনা প্রভৃতির মধ্যেই সীমাবদ্ধ নেই, এর বিস্তার ঘটেছে বিভিন্ন বাণিজ্যিক পণ্যে।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


মডেল (Model) কাদের বলা হয়?

একজন মডেল হল এমন একজন নারী/পুরুষ, যিনি মূলত বাণিজ্যিক পণ্যের প্রচার, প্রদর্শন বা বিজ্ঞাপনের জন্য সেই ধরনের ফটো বা ভিডিও শ্যুট করেন।

মডেলরা বিভিন্ন মিডিয়ায় প্রদর্শিত হন যার মধ্যে রয়েছে, বই, ম্যাগাজিন, চলচ্চিত্র, সংবাদপত্র, টেলিভিশন, ব্যানার-হোর্ডিং এবং ইন্টারনেট ইত্যাদি।

মডেল বিভিন্ন ধরনের হয়ে থাকে –

  • Runway models.
  • Fashion/editorial models.
  • Commercial models.
  • Fitness models.
  • Lingerie and swimsuit models.
  • Glamour models.
  • Print models.
  • Parts models.

careerbondhu.com whatsapp channel

মডেলরা কি ধরনের কাজ করেন?

মডেলদের প্রধান কাজ বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্টের বিপণন (Promotion) করা। তার জন্য তারা বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপনের জন্য ফোটো ও ভিডিও শ্যুট করে থাকেন।

এছাড়া মডেলদের কাজ হল –

  • প্রিন্ট এবং অনলাইন বিজ্ঞাপনে পোশাক, অ্যাকসেসারিজ এবং পণ্যদ্রব্য প্রদর্শন
  • কনভেনশন, ট্রেড শো এবং অন্যান্য ইভেন্টে কোম্পানি এবং ব্র্যান্ডের প্রতিনিধিত্ব
  • ডিজাইনারদের পোশাক পরে বিভিন্ন ফ্যাশন শো-এ অংশগ্রহণ
  • টেলিভিশন বিজ্ঞাপনে বিভিন্ন পণ্য এবং পরিষেবার প্রচার
  • ফটো, পেইন্টিং বা ভাস্কর্য নির্মাণের জন্য মডেল হওয়া ইত্যাদি।

মডেল হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

স্মার্ট, আকর্ষক, চারিত্রিক দৃঢ়তা ও সাহসী মানসিকতা এই পেশায় সর্বাগ্রে প্রয়োজন।

মডেল হতে গেলে ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় (10+2) উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন ভাষায় বিশেষত ইংরাজিতে দক্ষ হওয়া একান্ত আবশ্যক।

বর্তমানে এই পেশার চাহিদার উপর নির্ভর করে, মডেলিং-এর কিছু কোর্স তৈরি হয়েছে। নীচে সেইরকম কয়েকটি কোর্সের নাম দেওয়া হল –

  • B.A in Creative Arts and Design (3-4 yrs).
  • Diploma in Creative Arts and Design (1 yr).
  • Diploma in Fashion Styling (1 yr).
  • Certificate course in modelling (6 months).

মডেল হওয়ার জন্য আরো একটি বিশেষ বিষয় লক্ষণীয়, পুরুষ ও মহিলা উভয় মডেলের জন্য একটি নির্দিষ্ট উচ্চতা (Height) ও ওজন (Weight) নির্ধারিত রয়েছে।

মহিলা মডেলদের উচ্চতা সাধারণত 5 ফুট 9 ইঞ্চি হওয়া আবশ্যক এবং ওজন 50-60 কিলো হওয়া প্রয়োজন।

পুরুষ মডেলদের ক্ষেত্রে উচ্চতা 6 ফুট এবং ওজন 70-75 কিলোর মধ্যে থাকতে হবে।

careerbondhu.com telegram channel

একজন সফল মডেল (Model) হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

মডেল হওয়ার কিছু দক্ষতা নীচে দেওয়া হল –

  • স্মার্টনেস সবার আগে প্রয়োজন।
  • কনভিডেন্টলি কথা বলার দক্ষতা থাকা এই পেশায় ভীষণ জরুরী।
  • বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সাথে কাজ করতে হয়, তাই ক্যামেরার সামনে সপ্রতিভ থাকা খুব প্রয়োজন।
  • যে কোনো পরিস্থিতিতে সাহসী সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অবশ্যই থাকতে হবে।
  • ধৈর্য থাকা প্রয়োজন এবং চাপপূর্ণ পরিস্থিতিতে শান্ত থাকার ক্ষমতা থাকতে হবে।
  • সময় এবং কাজের চাপ দুটিকে ব্যালেন্স করে চলার ক্ষমতা থাকা প্রয়োজন।
  • কাজের ব্যাপারে পেশাদারিত্ব এবং মনযোগী হওয়া খুব প্রয়োজনীয়।

মডেলিং (Modelling) পেশার ভবিষ্যৎ কেমন?

বর্তমান সময়ে এই পেশা একটি জনপ্রিয় এবং গ্ল্যামারাস পেশা। মানুষ যে কোনো প্রোডাক্ট কেনার আগে তা সম্পর্কে সব তথ্য দেখে নেয় এবং বিভিন্ন মডেলদেরকে ফলো করে। বিনোদনের দুনিয়ায় মডেলিং একটা গ্ল্যামারাস নাম, এখন দেশ-বিদেশে মডেলদের চাহিদা বাড়ছে। তাই মডেলিং পেশার ভবিষ্যৎ উজ্জ্বল।

এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?

এই পেশার বেতন মাসিক বা বার্ষিক হয় না। শো করলে বা ফোটোশুট করলে তারা দিনের দিন উপার্জন করেন। এটি ফোটোশুট বা শো করলে সাধারণত 25,000 – 40,000 টাকা আয় করে থাকেন। অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির সাথে সাথে আয় পরিবর্তনশীল।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!