Category – Profession
Table of Contents
মার্কেট রিসার্চ অ্যানালিস্ট কাদের বলা হয়?
ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন ভারতবর্ষ মিশ্র অর্থনীতি (যেখানে সরকারি ও বেসরকারি সংস্থা একই সাথে অর্থনৈতিক ভিত্তি হিসেবে কাজ করে) দেশ হিসাবে বিশ্বের কাছে পরিচিত ছিল। কিন্তু 1991 সালে ভারতবর্ষে অর্থনীতিতে একটা বিরাট পরিবর্তন আসে। তিনটি মূলনীতিকে সেই সময় ভারতীয় অর্থনীতিতে গ্রহণ করা হয়, যথা – বিশ্বায়ন (Globalization), উদারীকরণ (Liberalization) ও বেসরকারিকরণ (Privatization)। এই বিশ্বায়নের প্রভাবে ভারতবর্ষ ক্রমশ ধনতান্ত্রিক অর্থনীতির দিকে এগোচ্ছে।
তাই বর্তমানে যে কোনো কোম্পানি তার প্রোডাক্টকে মার্কেটে নিয়ে আসার আগে অথবা মার্কেটে সেই প্রোডাক্টের প্রতিযোগিতা বোঝার জন্য বিভিন্ন কর্মচারী নিয়োগ করে। যাদের মূল কাজ প্রোডাক্টির সেলিং-কে আরো শক্তিশালী করতে বিশ্বের বিভিন্ন কোম্পানিকে নিয়মিত স্টাডি করা এবং বিজ্ঞাপন, বিপণন, মার্কেটের কম্পিটিশন সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহের মাধ্যমে কোম্পানির পলিসি নির্ধারণে সহায়তা করা।
এই ধরনের কাজে যারা প্রধান ভূমিকা নেন তারাই মার্কেট রিসার্চ অ্যানালিস্ট।
মার্কেট রিসার্চ অ্যানালিস্টরা কি ধরনের কাজ করেন?
মার্কেট রিসার্চ অ্যানালিস্টদের প্রধান কাজ মার্কেট সম্পর্কে সব তথ্য সংগ্রহ করা ও যাচাই করা।
এছাড়াও তারা যে সমস্ত কাজ করে থাকেন, সেগুলি হল –
- মার্কেটিং ও সেলস ট্রেন্ডস সম্পর্কে পর্যবেক্ষণ করা এবং বাজার সংক্রান্ত পূর্বাভাস দেওয়া।
- মার্কেটিং প্রোগ্রাম ও স্ট্র্যাটেজির কার্যকারিতা বিশ্লেষণ করা।
- সংগৃহীত তথ্যগুলির সার্ভে করা এবং সেই সম্পর্কে মতামত দেওয়া।
- বাজারের প্রতিযোগীতা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করা।
- বিভিন্ন স্ট্যাটিসটিকাল সফটওয়্যার (statistical software) ব্যবহার করে তথ্য বিশ্লেষণ করা।
মার্কেট রিসার্চ অ্যানালিস্ট হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?
মার্কেট রিসার্চ অ্যানালিস্ট হবার জন্য BBA/B.Com/B.Sc in Economics ডিগ্রি থাকা প্রয়োজনীয়। কিছু ক্ষেত্রে B.Stat করা থাকলে বিশেষ সুবিধা পাওয়া যায়।
একজন সফল মার্কেট রিসার্চ অ্যানালিস্ট হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?
একজন সফল মার্কেট রিসার্চ অ্যানালিস্ট হবার জন্য যে যে দক্ষতা থাকা প্রয়োজন, সেগুলি হল –
- অর্থনীতিতে আগ্রহ
- গাণিতিক এবং তথ্য বিশ্লেষণ সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করার দক্ষতা
- বিশ্ববাজার, দেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান
- নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা এবং তা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার মনোভাব
- দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা
- পেশাদারীত্বের সাথে অর্গানাইজেশন সামলানোর দক্ষতা
- উন্নত কমিউনিকেশন স্কিল ইত্যাদি।
এই পেশার ভবিষ্যৎ কেমন?
যাদের অর্থনীতি, শেয়ার বাজার, ট্রেডিং প্রভৃতি বিষয়গুলিতে বিশেষ আগ্রহ আছে, তাদেরই উপযুক্ত যোগ্যতা অর্জন করে এই পেশায় যুক্ত হওয়া উচিত, তাদের জন্য এটি সেরা পেশাগুলির মধ্যে একটি। যে কোনো ব্যবসার উন্নতির চাবিকাঠি লুকিয়ে থাকে ব্যবসার ট্রেন্ডিং সঠিকভাবে বিশ্লেষণের উপর।
বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা এই সমস্ত মার্কেট রিসার্চ অ্যানালিস্টদের কোম্পানিতে নিয়োগ করে ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য, তাই দেশে বিদেশে এই পেশায় ভবিষ্যৎ গঠনের প্রচুর সুযোগ রয়েছে। এরা মূলত একটি কোম্পানির সেলিং বুঝতে এবং তা উন্নত করার জন্য বিশেষ ভূমিকা পালন করেন।
এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?
ভারতে মার্কেট রিসার্চ অ্যানালিস্টের বার্ষিক বেতন সাধারণত 3.5-25 লাখ টাকা হয়। অভিজ্ঞতা ও কর্মস্থানের উপর নির্ভর করে বেতন পরিবর্তিত হয়।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।