Category – Profession
আধুনিককালে প্রযুক্তির উন্নতি যেমন মানব সমাজের কাছে আশীর্বাদ, আবার এই প্রযুক্তির উন্নতিই মানব সমাজকে করে ফেলেছে সম্পূর্ণভাবে গৃহবন্দী।
2020 সালে সারা বিশ্ব জুড়ে কোভিডের কারণে হওয়া মহামারী এই গৃহবন্দী হওয়ার প্রবণতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের হাতের মুঠোয় এখন পুরো পৃথিবী। হাতে স্মার্ট ফোন মানেই সব পেয়েছির দেশ। হাতের একটা ক্লিকেই প্রয়োজন বাড়ির দরজায়।
সাম্প্রতিককালে সারা বিশ্ব জুড়ে ঘটে যাওয়া মহামারীর দাপট আর 2020 ও 2021 সালে লকডাউনে একটা পেশা জনসমক্ষে আরো পরিচিতি পেয়েছে। যে কোনো প্রোডাক্ট, ওষুধপত্র থেকে শুরু করে খাবার, গ্রোসারি থেকে বই-খাতা, ফ্রোজেন ফুড (মাছ/মাংস) থেকে ইলেকট্রনিক্স গ্যাজেট ইত্যাদি সারাদিনের প্রয়োজনীয় প্রায় সব কিছুই এখন বাড়ি বসে অনলাইন অর্ডার করে পাওয়া যায়। আর এই বিরাট কাজটি যারা নির্দিষ্ট সময়ের মধ্যে করে ফেলেন তারা হলেন ডেলিভারি পার্সন।
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
চিঠি থেকে উপহারও ডেলিভারি পার্সনদের মাধ্যমে আমাদের পরিচিতদের কাছে আমরা খুব সহজেই পৌঁছে দিতে পারি।
বর্তমান সময়ে আমরা সকলেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তাই অনেকেরই বাজার ঘুরে জিনিসপত্র কেনার সময় হয়ে ওঠে না। ইঁদুর দৌড়ের এই যুগে সময় বাঁচাতে অনলাইনে বাজার করা অত্যন্ত সুবিধাজনক ও সময় সাশ্রয়ী একটি মাধ্যম। তাই ডেলিভারি পেশাটির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।
[বিঃদ্রঃ – ডেলিভারি ম্যান বা বয় নাম হিসাবে আমরা এই পেশাটির সাথে প্রচলিত। তবে বর্তমান সময়ে শুধুমাত্র পুরুষরাই এই কাজের সঙ্গে যুক্ত নন, বহু মহিলাও ডেলিভারির কাজ করে জীবনধারণ করছেন। তাই এই আর্টিকালটিতে আমরা সব জায়গাতেই ‘ডেলিভারি পার্সন’ উল্লেখ করেছি ]
আরো পড়ো
Table of Contents
ডেলিভারি পার্সন (Delivery Person) কাদের বলা হয়?
‘ডেলিভারি’ এর অর্থ বিতরণ বা বিলি এবং ‘পার্সন’ এর অর্থ মানুষ। সুতরাং, যে সকল ব্যক্তি আমাদের প্রয়োজনীয় জিনিস আমাদের বাড়ি এসে পৌঁছে দেয় তাদের আমরা ডেলিভারি পার্সন বলি।
বর্তমান সময়ে আমরা আমাদের দৈনন্দিন ব্যবহৃত যে কোনো জিনিস যখন ইচ্ছা অর্ডার করি এবং বাড়ি বসে সেই সব জিনিস নির্দিষ্ট সময়ের মধ্যে পেয়েও যাই, আর এই সব জিনিস আমাদের বাড়ি এসে দিয়ে যাওয়ায় ডেলিভারি পার্সনদের গুরুত্ব অপরিসীম।
ডেলিভারি পার্সনরা কি ধরনের কাজ করেন?
ডেলিভারি পার্সনরা প্রধানত চাহিদা ও যোগানের মধ্যে ব্রিজের ভূমিকা পালন করে। কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আমাদের অর্থাৎ কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়া। এছাড়াও প্রোডাক্টগুলিকে যথাযথ ভাবে প্যাকিং করে সতর্কতার সাথে কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়া হল তাদের একটি বিশেষ কাজ।
নীচে ডেলিভারি পার্সনদের কাজ আরও বিস্তারিতভাবে আলোচনা করা হল –
- একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে বিভিন্ন সামগ্রী পৌঁছে দেওয়া।
- অবস্থান এবং সময়ের উপর ভিত্তি করে দৈনিক ভ্রমণ রুট পরিকল্পনা করে কাজ শুরু করা।
- সাবধানে সব সামগ্রী লোড এবং আনলোড করা।
- ডিস্ট্রিবিউট করা সামগ্রীর জন্য অর্থ গ্রহণ এবং সেগুলির তথ্য রেকর্ড করা।
- পেশাদারিত্বের সাথে গ্রাহকদের প্রশ্নের উত্তর এবং অভিযোগের জবাব দেওয়া।
- ডিস্ট্রিবিউট করা সামগ্রীগুলির কোনও অসঙ্গতি থাকলে তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা করা।
- প্রতিটি ডেলিভারি সম্পন্ন হওয়ার পর ডেলিভারি পেপারে গ্রাহকদের স্বাক্ষর নেওয়া, [বর্তমানে মোবাইলে স্ক্যান করে নেওয়া হয় তাই স্বাক্ষর করা খুব কম হয়]।
- যদি কোম্পানির যানবাহন ব্যবহৃত হয় সেক্ষেত্রে কোম্পানির যানবাহনের রক্ষণাবেক্ষণও করা তার কর্তব্য।
- কোনো সড়ক দুর্ঘটনা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে কোম্পানিকে রিপোর্ট করা।
ডেলিভারি পার্সন হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?
এই কাজ করার জন্য ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষা পাশ করা প্রয়োজন। এই কাজটি কলেজে পড়তে পড়তেও অনেকে করে থাকেন।
একজন সফল ডেলিভারি পার্সান (Delivery Person) হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?
এই কাজটি করতে মূলত মোটরগাড়ির ব্যবহারই বেশী, তাই গাড়ি চালানোর দক্ষতা আবশ্যক এবং তার জন্য নির্দিষ্ট লাইসেন্স থাকা প্রয়োজন। তবে বর্তমানে অনেক সংস্থাই সাইকেলের সাহায্যে তাদের প্রোডাক্ট ডেলিভারি করেন।
তাই ট্রাফিক রুলস, স্থানীয় রাস্তা এবং রুট সম্পর্কে জ্ঞান থাকা জরুরী। এর পাশাপাশি কমিউনিকেশন স্কিলে দক্ষ হওয়া দরকার এবং সঠিক সময়ের জ্ঞান থাকা প্রয়োজন।
এই পেশার ভবিষ্যৎ কেমন?
বর্তমান সময়ে এই পেশায় বহু মানুষ যুক্ত হচ্ছে। এই পেশা এমনি একটা পেশা যেটির চাহিদা কমবে না। মানুষ নিজের জীবনকে আরামদায়ক করে তুলতে এবং সময় বাঁচাতে কিছু ক্রয় করার জন্য অনলাইন অর্ডার করে এবং অর্ডার ডেলিভারির জন্য এই ডেলিভারি পার্সানদের গুরুত্ব বিরাট। তাই এই কাজের সুযোগ প্রচুর এবং ভবিষ্যৎ উজ্জ্বল।
শুধু তাই নয়, এটি এমন একটি পেশা যা পার্ট টাইম হিসাবেও করা যায়। ফলে একটি পেশায় নিযুক্ত থাকলেও রোজগার বাড়ানোর জন্য ডেলিভারির পেশায় যুক্ত হওয়া যেতে পারে।
এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?
এই পেশায় দু-রকম ভাবে বেতন পাওয়া যায়। মাসিক বেতন এবং প্রত্যেকটি প্রোডাক্টের উপর কিছু ইনসেন্টিভ (নির্দিষ্ট কাজের ভিত্তিতে বর্ধিত বেতন)। মাসিক বেতন 10,000 টাকা থেকে 15,000 টাকা হয়ে থাকে। পার প্রোডাক্টের উপর নির্দিষ্ট কিছু টাকা নির্ধারিত করা থাকে, ভাল দক্ষতা দেখাতে পারলে প্রতি মাসে প্রায় 15,000 টাকা থেকে 20,000 টাকা আয় করা যায়।
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।