Category – Colleges | Law Colleges
কলকাতা ইউনিভার্সিটির একটি ভাগ হল ডিপার্টমেন্ট অফ ল (Department of Law), যা হাজরা ক্যাম্পাস (Hazra Campus) বা হাজরা ল কলেজ (Hazra Law College) নামে পরিচিত। 1909 সালে Department of Law প্রতিষ্ঠিত হয়।
এই ডিপার্টমেন্টের অধীনে আরো দুটি কলেজে রয়েছে, তা হল –
Table of Contents
হাজরা ল কলেজে কি কি পড়ানো হয়?
স্নাতক (Graduation)
স্নাতক স্তরের মধ্যে রয়েছে, B.A. LL.B. এই কোর্সটির সময়সীমা 5 বছর। B.A. LL.B. কোর্স দুটিতে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
স্নাতকোত্তর (Post-Graduation)
স্নাতকোত্তর কোর্সের মধ্যে রয়েছে, LLM (Master of Laws). LLM কোর্সের সময়সীমা 2 বছর।
LLM কোর্সে ভর্তি হওয়ার জন্য LLB-এর স্নাতক কোর্সে উত্তীর্ণ হতে হয়।
এছাড়াও LLD অর্থাৎ ল (Law) নিয়ে PhD কোর্স করারও সুযোগ রয়েছে।
হাজরা ল কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
এই কলেজে ভর্তি হওয়ার জন্য কলকাতা ইউনিভার্সিটি কমন অ্যাডমিশন টেস্ট (Common Admission Test) প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কাউন্সিলিং-এর মাধ্যমে ভর্তি হওয়া যায়।
যোগাযোগ
Address
Department of Law, Hazra Road Campus
51/1 and 51/2, Hazra Road, Kolkata
West Bengal, India
PIN: 700019
Contact Details
Website: www.caluniv.ac.in/academic/Law
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।