Category – Colleges | Medical Colleges
2003 সালে গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ (Guru Nanak Institute of Dental Sciences and Research) কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটিকে সংক্ষেপে GNIDSR নামে পরিচিত। এটি একটি বেসরকারি ডেন্টাল কলেজ।
গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ কলেজটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স (WBUHS)-এর সাথে অনুমোদিত এবং ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া (DCI) দ্বারা স্বীকৃত।
ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF)-এর ডেন্টাল র্যাঙ্কিং অনুযায়ী ভারতের 40 তম স্থান এবং NAAC দ্বারা গ্রেড A (Grade-A) স্বীকৃতি পেয়েছে গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ কলেজটি।
Table of Contents
গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ কলেজে কি কি কোর্স পড়ানো হয় ?
গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ কলেজে ডেন্টাল বিষয়ে স্নাতক বা আন্ডার গ্র্যাজুয়েট (Undergraduate) এবং স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েট (Postgraduate) কোর্স পড়ানো হয়।
- আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সের মধ্যে BDS এবং
- পোস্ট গ্র্যাজুয়েটের মধ্যে MDS কোর্স রয়েছে।
নীচে কোর্স দুটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হল –
BDS Course
BDS এর সম্পূর্ণ অর্থ ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি (Bachelor of Dental Surgery)। এই কোর্সটি সাধারণত 5 বছরের হয়। উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা ফিজিক্স (Physics), কেমিস্ট্রি (Chemistry) ও বায়োলজি (Biology) বিষয় তিনটি এবং 85% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়।
BDS কোর্স সম্পর্কে আরো জানতে ↓
ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার কিভাবে হওয়া যায়? | ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি | BDS Course
MDS Course
MDS এর সম্পূর্ণ অর্থ মাস্টার অফ ডেন্টাল সার্জারি (Master of Dental Surgery)। এটি একটি মাস্টার ডিগ্রি কোর্স। এই কোর্সের সময়সীমা সাধারণত 3 বছর। BDS কোর্স উত্তীর্ণ প্রার্থীরাই এই কোর্স করতে পারবে এবং BDS ডিগ্রিতে 55% নাম্বার থাকা প্রয়োজন।
গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ কলেজে যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে অ্যাডমিশন হয় এই কলেজে।
নীচে ডিগ্রি অনুযায়ী প্রবেশিকা পরীক্ষার নাম দেওয়া হল –
- BDS – NEET UG
- MDS – NEET PG
যোগাযোগ
Address
Guru Nanak Institute of Dental Sciences & Research, Main Building
157/F Nilgunj Road, Panihati, Sodepur
Kolkata, West Bengal, India
PIN: 700114
Contact Details
Phone: (033) 2583 9998
Mail: info@gnidsr.ac.in
Website: www.gnidsr.ac.in
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।