Category – Colleges | General Studies
1905 সালে গোয়েঙ্কা কলেজ অফ কমার্স ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (Goenka College of Commerce & Business Administration) কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই কলেজ কলকাতা ইউনিভার্সিটির অধীনস্থ একটি বিখ্যাত কমার্স বা বাণিজ্যিক কলেজ এবং এটি সরকারি কলেজ।
প্রথমে প্রেসিডেন্সি কলেজের একটি ভাগ হিসাবে শুরু হয়েছিল এই কলেজের যাত্রা। 1905 সালে প্রেসিডেন্সি কলেজের বাণিজ্যিক ক্লাসগুলি একটি পৃথক সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্থানান্তরিত হয়েছিল। পরে জায়গা বদল করে বর্তমান ঠিকানায় কলেজটি স্থানান্তরিত হয়। 1955 সালে বর্তমান বিল্ডিংটি নির্মিত হয়েছিল।
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
1951 সাল থেকে কলেজটি বি.কম কোর্স শেখানোর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে।
এই কলেজটি National Assessment and Accreditation Council (NAAC) দ্বারা Grade A স্বীকৃতি লাভ করেছে এবং NIRF ranking-এ র্যাঙ্ক করেছে।
Table of Contents
কি কি পড়ানো হয় এই কলেজে?
গোয়েঙ্কা কলেজে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স কমার্স বিষয়ের উপর শেখানো হয়। নীচে তা দেওয়া হল –
স্নাতক (Graduation)
স্নাতকের মধ্যে রয়েছে B.Com. এই কোর্সটির সময়সীমা 3 বছর। স্নাতক কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 75% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়।
আরো পড়ুন – B.Com কোর্স কি? | B.Com Course | Bachelor of Commerce
স্নাতকোত্তর (Post-Graduation)
স্নাতকোত্তরের মধ্যে রয়েছে M.Com. এই কোর্সটির সময়সীমা 2 বছর। স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতক উত্তীর্ণ হতে হয়।
কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
এই কলেজে কোনো প্রবেশিকা পরীক্ষা দিতে হয় না। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়। পূর্ববর্তী পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কাউন্সিলিং-এর মাধ্যমে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।
যোগাযোগ
Address
Goenka College of Commerce & Business Administration, Main Building
210, Bepin Behari Ganguly Street,
Kolkata, West Bengal, India
Contact Details
Phone:
- 033-2241-2216
- 033-2219-2056
Email: info@goenkacollege.net
Website: www.goenkacollege.net
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।