Category – Colleges | Medical Colleges
R.N Tagore হাসপাতালের প্রাঙ্গনে 2005 সালে একটি নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হয়, যার নাম কলেজ অফ নার্সিং, এশিয়া হার্ট ফাউন্ডেশন। এরপর 2007 সালে স্কুল অফ নার্সিং, এশিয়া হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
কলেজ অফ নার্সিং-এ B.Sc ও M.Sc কোর্সগুলি রয়েছে এবং স্কুল অফ নার্সিং-এ GNM ও পোস্ট বেসিক ডিপ্লোমা কোর্স রয়েছে।
এই কলেজ ও স্কুল অফ নার্সিং ইনস্টিটিউট ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (INC), ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল (WBNC) দ্বারা স্বীকৃত এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দ্বারা অনুমোদিত।
Table of Contents
কলেজ ও স্কুল অফ নার্সিং-এ কি কি পড়ানো হয় ?
কলেজ ও স্কুল অফ নার্সিং, আর.এন টেগোর, এ ইউনিট অফ এশিয়া হার্ট ফাউন্ডেশন ইনস্টিটিউটে নার্সিং কোর্স পড়ানো হয়। এই কলেজে নার্সিং-এর স্নাতক বা আন্ডার গ্র্যাজুয়েট (Undergraduate), স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েট (Postgraduate) ও পোস্ট বেসিক ডিপ্লোমা (Post Basic Diploma) কোর্স রয়েছে।
আরো পড়ুন – নার্সিং কোর্স কি? | Nursing Course
আন্ডার গ্র্যাজুয়েট (Under-Graduate) কোর্স
আন্ডার গ্র্যাজুয়েট নার্সিং কোর্সের মধ্যে রয়েছে,
- B.Sc Nursing (4 Years)
- Post Basic B.Sc Nursing (2 Years)
- GNM (3 Years)
উপরিক্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। B.Sc Nursing-এর জন্য বিজ্ঞান বিভাগ অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বিষয়গুলি থাকতে হয়।
পোস্ট গ্র্যাজুয়েট (Post-Graduate) কোর্স
নার্সিং-এর পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ M.Sc কোর্স রয়েছে। এই কোর্সের সময়সীমা 2 বছর। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য B.Sc Nursing কোর্স উত্তীর্ণ হওয়া আবশ্যক।
M.Sc Nursing যে যে বিষয়ে রয়েছে, তা হল
- Medical Surgical Nursing
- Child Health Nursing
- Obstetrical & Gynecological Nursing
- Community Health Nursing
- Psychiatry Nursing
- Nurse Practitioner in critical Care (NPCC)
পোস্ট বেসিক ডিপ্লোমা (Post Basic Diploma) কোর্স
পোস্ট বেসিক ডিপ্লোমা কোর্সের সময়সীমা 1 বছর। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য B.Sc Nursing কোর্স উত্তীর্ণ হওয়া আবশ্যক। যে যে বিষয়ে এই কোর্স করা যায় তা হল,
- Post Basic Diploma in Cardio Thoracic Nursing
- Post Basic Diploma in NeuroScience Nursing
কলেজ ও স্কুল অফ নার্সিং-এ কিভাবে ভর্তি হওয়া যায়?
কলেজ ও স্কুল অফ নার্সিং, আর.এন টেগোর, এ ইউনিট অফ এশিয়া হার্ট ফাউন্ডেশন ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য West Bengal Joint Entrance Examinations (WBJEE) বোর্ডের আয়োজিত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
কোন কোর্সে ভর্তি হওয়ার জন্য কোন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, তা নীচে দেওয়া হল –
- B.Sc. Nursing – JENPAS UG
- Post Basic B.Sc. Nursing – JEPBN
- M.Sc. Nursing – JEMScN
- General Nursing and Midwifery (GNM) – ANM( R) & GNM
যোগাযোগ
Address
Narayana Health, R.N Tagore Hospital,
A unit of Asia Heart Foundation Premises No- 234,
Ukhila -2, Paikpara, Narendrapur,
Kolkata, West Bengal, India
PIN: 700103
Contact Details
Phone:
- +91 8697747712
- 08697747712 (College)
- 08697747714 (School)
Mail:
- principal.conahf@gmail.com
- son.ahf@ahf.net.in
- nsgcourses.rntaore@gmail.com
Website: www.narayanahealth.org / www.ahf.net.in
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।