burdwan-medical-college
Category – Colleges | Medical Colleges

1969 সালে বর্ধমান ইউনিভার্সিটি একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করে, যার নাম বর্ধমান ইউনিভার্সিটি মেডিকেল কলেজ (Burdwan University Medical College). তৎকালীন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত ননী ভট্টাচার্য এই নতুন মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

1976 সালে 4ই আগস্ট পশ্চিমবঙ্গ সরকার এই মেডিকেল কলেজটি অধিগ্রহণ করে এবং এই কলেজটির নতুন নামকরণ হয়, বর্ধমান মেডিকেল কলেজ (Burdwan Medical College). এটি একটি সরকারি মেডিকেল কলেজ।

2003 সাল থেকে বর্ধমান মেডিকেল কলেজটি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (West Bengal University of Health Sciences) -এর অধীনস্থ হয়। কিন্তু তার আগে পর্যন্ত বর্ধমান ইউনিভার্সিটির অধীনে একমাত্র মেডিকেল কলেজ হিসাবে ছিল। এই কলেজটি ন্যাশনাল মেডিকেল কমিশন (NMC) দ্বারা স্বীকৃত।

বর্ধমান মেডিকেল কলেজটি এশিয়ার ওয়েস্টার্ন মেডিসিন শেখানোর প্রাচীনতম মেডিকেল কলেজ এবং বর্ধমানে প্রথম প্রতিষ্ঠান যেখানে ইংরেজি ভাষায় শিক্ষাদান করা হয়েছে। পূর্ব বর্ধমানের বৃহত্তম হাসপাতাল বিজয় চাঁদ হাসপাতাল এই কলেজটির সাথে যুক্ত হয় এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল (Burdwan Medical College Hospital) নাম হয়।

বর্ধমান মেডিকেল কলেজে কি কি পড়ানো হয় ?

বর্ধমান মেডিকেল কলেজে স্নাতক বা আন্ডার গ্র্যাজুয়েট (Undergraduate), স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েট (Postgraduate) ও পোস্ট ডক্টরাল (Post Doctoral) মেডিকেল কোর্স রয়েছে। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –

আন্ডার গ্র্যাজুয়েট (Under-Graduate) কোর্স

আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সের মধ্যে MBBS রয়েছে।

MBBS

MBBS সম্পূর্ণ কথা বা ফুল ফর্ম (Full form) হল ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সার্জারি (Bachelor of Medicine, Bachelor of Surgery)। এমবিবিএস (MBBS) হল কোর্সের সময়সীমা 5 বছর 6 মাস। এই কোর্স করে ডাক্তার হওয়া যায়।

MBBS কোর্স করার জন্য NEET (UG) পরীক্ষায় র‍্যাঙ্ক করা আবশ্যক। এছাড়াও উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ ও 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়।


আরো পড়ুন – MBBS কি? | MBBS Course | Bachelor of Medicine, Bachelor of Surgery

পোস্ট গ্র্যাজুয়েট (Post-Graduate) কোর্স

পোস্ট গ্র্যাজুয়েটের মধ্যে MD ও MS ডিগ্রি কোর্স রয়েছে।

MD

MD এর পুরো কথা হল ডক্টর অফ মেডিসিন (Doctor of Medicine). এটি একটি 3 বছরের স্নাতকোত্তর কোর্স। MBBS সম্পূর্ণ করার পর এই কোর্স করা যায়।

MD কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

  • MD General Medicine,
  • MD Pediatrics,
  • MD Anesthesiology,
  • MD Pathology,
  • MD Community Medicine,
  • MD Radiodiagnosis,
  • MD Radiotherapy,
  • MD Physiology
  • MD Anatomy
  • MD Biochemistry,
  • MD Microbiology,
  • MD Psychiatry,
  • MD Dermatology, Venereology and Leprosy (DVL),
  • MD Pharmacology,
  • MD Tuberculosis and Respiratory Diseases
  • MD Forensic Medicine.

MS

MS এর পুরো কথা হল মাস্টার অফ সার্জারি (Master of Surgery). MBBS সফলভাবে সম্পূর্ণ করার পর এই কোর্সে ভর্তি হওয়া যায়। এই কোর্সের সময়সীমা 3 বছর।

MS কোর্স যে যে বিষয়ে হয়,

  • MS General Surgery,
  • MS Obstetrics and Gynecology,
  • MS Orthopedics,
  • MS Ophthalmology,
  • MS ENT.

PG Diploma

PG Diploma অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা। গ্র্যাজুয়েশন হওয়ার পর যে ডিপ্লোমা কোর্স রয়েছে তা হল PG Diploma. PG ডিপ্লোমা কোর্সগুলির সময়সীমা 2 বছর হয়। মেডিকালের ক্ষেত্রে MBBS করার পর এই ডিপ্লোমা কোর্স করা যায়।

PG Diploma (PGD) কোর্সগুলির মধ্যে রয়েছে –

  • PG Diploma in Gynaecology and Obstetrics,
  • PG Diploma in Ophthalmology.

পোস্ট ডক্টরাল (Post-Doctoral) কোর্স

পোস্ট ডক্টরাল কোর্সের মধ্যে রয়েছে, DM.

DM এর পুরো কথা হল ডক্টর অফ মেডিসিন (Doctor of Medicine). এটি একটি 3 বছরের কোর্স। MD বা MS কোর্স সম্পূর্ণ করার পর এই কোর্সে ভর্তি হওয়া যায়।

DM কোর্সের মধ্যে রয়েছে –

  • DM Cardiology,
  • DM Neurology.

এমবিবিএস কোর্স এবং মেডিকেল পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের পাশাপাশি ফিজিওথেরাপি, নার্সিং, DMLT এর মতো কিছু প্যারা-মেডিকেল কোর্স বর্ধমান মেডিকেল কলেজ দ্বারা পরিচালিত হয়।

বর্ধমান মেডিকেল কলেজ (BMC) -এ কিভাবে ভর্তি হওয়া যায়?

বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকা পরীক্ষার র‍্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং-এর মাধ্যমে অ্যাডমিশন হয়। যেহেতু এটি একটি সরকারি কলেজ তাই NEET পরীক্ষায় র‍্যাঙ্ক করে BMC-তে ভর্তি হওয়া যায়।

ডিগ্রি অনুযায়ী NEET পরীক্ষার অনেকগুলি ভাগ রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ MBBS কোর্সের জন্য NEET-UG, পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ MS, MD ও PGD কোর্সের জন্য NEET-PG এবং পোস্ট ডক্টরাল অর্থাৎ DM কোর্সের জন্য NEET-SS পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

NEET Exam Details
NEET পরীক্ষা সম্পর্কে আরো জেনে নাও উপরের ছবিটি ক্লিক করে।

যোগাযোগ

Address

Burdwan Medical College, Main Building

Baburbag, P.O. Rajbati,

Purba Bardhaman, West Bengal, India

PIN: 713104

Contact Details

Phone:

  • +91-342 7962201
  • +91 342-2658646

Mail:

  • burdwanmedicalcollege76@gmail.com
  • info@burmed.org
  • office@burmed.org

Website: www.burmed.org

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!