Category – Entrance Exam
পশ্চিমবঙ্গে ফার্মাসির ডিপ্লোমা কোর্স পড়তে চাও?
তাহলে তোমাকে WBSCTE PET পরীক্ষা সম্পর্কে জানতেই হবে। নীচে WBSCTE PET পরীক্ষা সম্পর্কে আলোচনা করা হল।
Table of Contents
WBSCTE PET পরীক্ষা কী?
PET পরীক্ষার সম্পূর্ণ নাম হল ফার্মাসি এন্ট্রান্স টেস্ট (Pharmacy Entrance Test)। এই পরীক্ষাটি CET অর্থাৎ কমন এন্ট্রান্স টেস্ট (Common Entrance Test) নামেও পরিচিত। 2023 সালে এই পরীক্ষাটির নাম PHARM-2023 দেওয়া হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন (WBSCTE) দ্বারা এই পরীক্ষাটি পরিচালিত হয়।
PET হল একটি রাজ্য-স্তরের প্রবেশিকা পরীক্ষা। পশ্চিমবঙ্গে ফার্মাসি নিয়ে ডিপ্লোমা কোর্স পড়ার জন্য এই পরীক্ষাটি উত্তীর্ণ হতে হয়।
প্রতিবছর 1 বার এই পরীক্ষাটি হয়, সাধারণত মে/জুন মাসে পরীক্ষাটি হয়। PHARM-2023 পরীক্ষাটি এই বছর অর্থাৎ 2023 সালে আগস্ট মাসে হয়েছে।
WBSCTE PET পরীক্ষা দিয়ে কোন কোন কলেজে ভর্তি হওয়া যায়?
এই WBSCTE PET পরীক্ষা দ্বারা পশ্চিমবঙ্গের সরকারি এবং বেসরকারি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়।
সরকারি কলেজ
পশ্চিমবঙ্গের কয়েকটি সরকারি কলেজের নাম দেওয়া হল –
• Women’s Polytechnic, Chandannagar
• Ramakrishna Mission Silpa Vidyapith, Birbhum
• Jnan Chandra Ghosh Polytechnic, Kolkata
• Siliguri Government Polytechnic, Siliguri (Darjeeling)
• Coochbehar Polytechnic, Coochbehar
• Contai Polytechnic, Purba Medinipur ইত্যাদি।
বেসরকারি কলেজ
পশ্চিমবঙ্গে বেসরকারি কলেজের সংখ্যাও প্রায় 76 টি, নীচে কয়েকটি বেসরকারি কলেজের নাম দেওয়া হল –
• BCDA College of Pharmacy & Technology, Kolkata
• Bengal School of Technology (A College of Pharmacy), Hooghly
• Bengal College of Pharmaceutical Technology, Birbhum
• Calcutta Institute of Pharmaceutical Technology & Allied Health Sciences, Murshidabad
• Dr. B.C. Roy College of Pharmacy and Allied Health Sciences, Durgapur
• Guru Nanak Institute of Pharmaceutical Science and Technology, Panihati ইত্যাদি।
WBSCTE PET পরীক্ষার যোগ্যতা (Eligibility)
শিক্ষাগত যোগ্যতা
এই পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ অর্থাৎ পদার্থবিদ্যা, রসায়ন, গণিত বা জীববিদ্যা (P.C.M / P.C.B / P.C.M.B) ও ইংরাজি বিষয়গুলিতে নূন্যতম 45% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া আবশ্যক।
বয়সের যোগ্যতা
এই পরীক্ষা দেওয়ার জন্য নূন্যতম বয়সসীমা হল 17 বছর এবং বয়সের কোনো ঊর্ধ্বসীমা নির্দিষ্ট নেই।
WBSCTE PET পরীক্ষার বিষয় (Details of Exam)
এই পরীক্ষাটি অফলাইনে হয় অর্থাৎ OMR Sheet এ প্রশ্নের সঠিক উত্তরটিকে চিহ্নিত করতে হয়। এই পরীক্ষাতে মাল্টিপল চয়েস প্রশ্ন [MCQ] আসে। প্রত্যেকটি MCQ-তে 1 নাম্বার করে থাকে এবং মোট 100টি MCQ দেওয়া হয়। এই পরীক্ষাটির পূর্ণ মান 100.
WBSCTE PET পরীক্ষার ভাষা
এই পরীক্ষাটি দুটি ভাষায় দেওয়া যায়। ভাষা দুটি হল ইংরেজি ও বাংলা।
WBSCTE PET পরীক্ষার সময়
এই পরীক্ষার জন্য নির্ধারিত মোট সময় হল 2 ঘণ্টা। পরীক্ষাটি সাধারণত সকাল 11 টা থেকে দুপুর 1 টা (11:00 am – 1:00 pm) পর্যন্ত হয়।
WBSCTE PET পরীক্ষার সিলেবাস
একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সিলেবাস মেনে এই পরীক্ষায় প্রশ্ন আসে। গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা বিষয়গুলির উচ্চমাধ্যমিকের সিলেবাস ফলো করে পড়াশোনা করলে এই পরীক্ষায় ভালো ফল করা যেতে পারে।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।