SSC CGL 2023
Category – Blog

সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের (SSC)-এর তরফ থেকে SSC CGL 2023 পরীক্ষার আপডেট প্রকাশিত হয়েছে।

CGL-এর সম্পূর্ণ কথা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (Combined Graduate Level). স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীরা এই SSC CGL পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন পদে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে।


SSC CGL পরীক্ষা কি এবং এর যোগ্যতা, সিলেবাস, পরীক্ষার সময় ইত্যাদি জানাতে, আরো পড়ুন – SSC CGL পরীক্ষা

SSC CGL 2023 পরীক্ষার তারিখ | Date of Examination of SSC CGL 2023

SSC CGL 2023 পরীক্ষাটির নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারিত হয়নি, কিন্তু SSC জানিয়েছেন 2023 সালের জুন-জুলাই মাসে পরীক্ষাটি আয়োজিত হবে।

SSC CGL 2023 পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে?

স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে ফর্ম ফিল আপ বা আবেদন প্রক্রিয়ার শুরু ও শেষ হওয়ার তারিখ ঘোষণা হয়েছে।

ফর্ম ফিল আপ বা আবেদন প্রক্রিয়া শুরু হবে 2023 সালের এপ্রিল মাসের 1লা তারিখ (01.04.2023), শনিবার এবং মে মাসের 1লা তারিখ (01.05.2023), সোমবার পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে।

[বিঃদ্রঃ পরীক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে, নিয়মিত স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-এ নজর রাখতে হবে।]

কিভাবে SSC CGL 2023 পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করবেন?

  • এই পরীক্ষার রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অনলাইনে হয়। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-এ ভিসিট করতে হবে।
  • এরপর হোমপেজে লগ ইন (Login) অপশন রয়েছে, সেই পেজে গিয়ে রেজিস্টার নাও (Register Now)-এ ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করলে ইউজার নেম (User Name) ও পাসওয়ার্ড (Password) পাওয়া যাবে।
  • ঐ ইউজার নেম ও পাসওয়ার্ড খুবই প্রয়োজনীয়, প্রত্যেক বার লগ ইন করার জন্য ঐ ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
  • এরপর লগ ইন করার পর ফর্ম ফিল আপ করার জন্য নিজের নাম এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
  • রেজিস্ট্রেশন ফি জমা দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

[পরীক্ষার যাবতীয় তথ্য যেমন – অ্যাডমিট কার্ড, পরীক্ষার স্থান ইত্যাদি জানার জন্য ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর জানা যাবে।]

SSC CGL 2023 রেজিস্ট্রেশন ফি কত?

SSC CGL পরীক্ষার রেজিস্ট্রেশন ফি জেনারেল ও OBC প্রার্থীদের জন্য 100 টাকা। মহিলা, SC/ST/PwD প্রার্থীদের কোনো রেজিস্ট্রেশন ফি প্রয়োজন হয় না।


স্টাফ সিলেকশন কমিশন (SSC) SSC CHSL 2023 পরীক্ষার আপডেট প্রকাশিত করেছে, জানার জন্য ক্লিক করুন – SSC CHSL 2023 Exam Update | SSC CHSL 2023 পরীক্ষার আপডেট

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!