madhyamik 2023 exam update
Category – Blog

তুমি কি মাধ্যমিক 2023 পরীক্ষার্থী, তাহলে তোমার জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ।

গত বৃহস্পতিবার (19/01/2023) মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিক 2023-এর ইতিহাস পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

পরিবর্তিত মাধ্যমিক 2023 পরীক্ষার সূচী | Routine of Madhyamik 2023

মাধ্যমিক 2023-এ শুধুমাত্র ইতিহাস পরীক্ষার তারিখ পরিবর্তিত হয়েছে। বাকি বিষয়গুলির পরীক্ষার সূচী একই রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই পরীক্ষার সূচী পরিবর্তনের কথা জানিয়েছেন।

আগের রুটিন অনুযায়ী 27 শে ফেব্রুয়ারি (27.02.2023), সোমবার ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু তা পরিবর্তিত হয়ে 1লা মার্চ (01.03.2023), বুধবার ধার্য করা হয়েছে।


আরো পড়ুন – উচ্চমাধ্যমিকের পর বাছাই করা তিনটি মেডিক্যাল কোর্স

এক নজরে মাধ্যমিক পরীক্ষার রুটিন

  • বাংলা (প্রথম ভাষা) – 23 শে ফেব্রুয়ারি, 2023 (23.02.2023), বৃহস্পতিবার
  • ইংরেজি (দ্বিতীয় ভাষা) – 24 শে ফেব্রুয়ারি, 2023 (24.02.2023), শুক্রবার
  • ভূগোল – 25 শে ফেব্রুয়ারি, 2023 (25.02.2023), শনিবার
  • জীবনবিজ্ঞান – 28 শে ফেব্রুয়ারি, 2023 (28.02.2023), মঙ্গলবার
  • ইতিহাস – 1 লা মার্চ, 2023 (01.03.2023), বুধবার
  • গণিত – 2 রা মার্চ, 2023 (02.03.2023), বৃহস্পতিবার
  • ভৌতবিজ্ঞান – 3 রা মার্চ, 2023 (03.03.2023), শুক্রবার
  • ঐচ্ছিক বিষয় – 4 ঠা মার্চ, 2023 (04.03.2023), শনিবার

আরো পড়ুন – উচ্চমাধ্যমিকের আর্টস নিয়ে পড়াশোনার পর তিনটি চাকুরিমুখী কোর্স

পরীক্ষার রুটিন পরিবর্তিত কেন হল?

মাধ্যমিকের রুটিন পরিবর্তিত হওয়ার কারণ –
2022 সালে 29 শে ডিসেম্বর রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের মন্ত্রী তথা মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা প্রয়াত হন। সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহার মৃত্যুর কারণে ঐ পদের জন্য 27 ফেব্রুয়ারি উপনির্বাচনের দিন ধার্য হয়েছে। 27 ফেব্রুয়ারি মাধ্যমিক 2023-এর ইতিহাস পরীক্ষা দিন তাই পরিবর্তিত হয়ে 1 লা মার্চ করা হয়েছে।

এই উপনির্বাচনের ফল প্রকাশিত হবে 2 রা মার্চ, আর এই 2 মার্চ মাধ্যমিক 2023-এর অঙ্ক পরীক্ষা রয়েছে, কিন্তু এই অঙ্ক পরীক্ষার তারিখের এখনো অবধি কোনো পরিবর্তন করা হয়নি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!