IBPS PO 2023
Category – Blog

সম্প্রতি IBPS-এর তরফ থেকে IBPS PO পরীক্ষার আপডেট দিয়েছে। IBPS PO পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, নীচে তা আলোচনা করা হল।

IBPS পরীক্ষা কী?

IBPS এর সম্পূর্ণ নাম, দ্য ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পারসোনেল সিলেকশান (The Institute of Banking Personnel Selection)। এটি একটি জাতীয় স্তরের সরকারী চাকরির পরীক্ষা, যা অনলাইনে হয়। এই পরীক্ষাটিতে উত্তীর্ণ হয়ে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে (SBI বাদে) বিভিন্ন পদে নিযুক্ত হওয়া যায়।

IBPS-এ পরীক্ষাকে পদ অনুযায়ী চারটি পরীক্ষায় ভাগ করা হয়েছে। যথা –

  • IBPS PO
  • IBPS Clerk
  • IBPS SO
  • IBPS RRB

IBPS PO পরীক্ষার তারিখ | Date of Examination of IBPS PO

IBPS PO এর সম্পূর্ণ কথা IBPS Probationary Officer (প্রোবেশনারি অফিসার)। IBPS PO পরীক্ষাটি দুটি ভাগে বিভক্ত, যথা – প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Examination) ও মেইন পরীক্ষা (Main Examination)।

IBPS PO-এর প্রিলিমিনারি পরীক্ষার তিনটি তারিখ নির্ধারিত হয়েছে, সেগুলি হল –

  • 23 শে সেপ্টেম্বর 2023 (23.09.2023), শনিবার
  • 30 শে সেপ্টেম্বর 2023 (30.09.2023), শনিবার
  • 1 লা অক্টোবর 2023 (01.10.2023), রবিবার

IBPS PO-এর মেইন পরীক্ষার জন্য একটি দিন নির্ধারিত করা হয়েছে, তা হল – 5 ই নভেম্বর 2023 (05.11.2023), রবিবার


IBPS PO পরীক্ষা সম্পর্কে আরো জানার জন্য ক্লিক করুন – IBPS PO পরীক্ষা কি?

IBPS PO পরীক্ষার অ্যাপ্লিকেশন ফি কত টাকা?

এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফি 850 টাকা। SC/ST/PWBD প্রার্থীদের জন্য এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফি 175 টাকা। অনলাইনে এই অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে।

IBPS PO পরীক্ষার রেজিস্ট্রেশন

এই পরীক্ষা দেওয়ার রেজিস্ট্রেশন অনলাইনে হবে। প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা দুটির জন্য একবারই রেজিস্ট্রেশন করা আবশ্যক। খুব শীঘ্রই রেজিস্ট্রেশন শুরু হবে, তবে কোনো নির্দিষ্ট তারিখ IBPS ঘোষণা করেনি।

IBPS PO পরীক্ষার আরো বিভিন্ন তথ্য জানার জন্য IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in-এ নজর রাখুন।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!