Category – Blog
সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশনস বোর্ড (WBJEEB)-এর তরফ থেকে ANM (R) & GNM 2023 পরীক্ষার আপডেট প্রকাশিত হয়েছে।
ANM (R) & GNM পরীক্ষা হল নার্সিং-এ ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার প্রবেশিকা পরীক্ষা। ANM (R) & GNM পরীক্ষা উত্তীর্ণ হয়ে ANM বা GNM যে কোনো একটি ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়।
ANM (R) [Auxiliary Nursing & Midwifery (Revised)] হল দুই বছরের একটি নার্সিং ডিপ্লোমা কোর্স, তবে শুধুমাত্র মহিলারাই এই কোর্সটি করতে পারবেন।
ANM সম্পর্কে আরো পড়ুন – ANM পরীক্ষা কি?
GNM (General Nursing & Midwifery) হল তিন বছরের নার্সিং ডিপ্লোমা কোর্স। এই কোর্সটি মহিলা ও পুরুষ উভয়েই করতে পারেন।
GNM সম্পর্কে আরো পড়ুন – GNM পরীক্ষা কি?
Table of Contents
ANM (R) & GNM 2023 পরীক্ষার তারিখ | Date of Examination of ANM (R) & GNM 2023
2023-এর ANM (R) & GNM প্রবেশিকা পরীক্ষাটি জুলাই মাসের 2 তারিখ (02.07.2023), রবিবার অনুষ্ঠিত হবে। ANM (R) & GNM পরীক্ষাটি অফলাইনে অর্থাৎ OMR শীটে দিতে হয়।
পরীক্ষার সময় – 2 রা জুলাই দুপুর বারোটা থেকে দুপুর 1:30 টা (12:00 pm – 01:30 pm)।
ANM (R) & GNM 2023 পরীক্ষার রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে?
- 2023 সালের জানুয়ারি মাসের 17 তারিখ (17.01.2023), মঙ্গলবার থেকেই ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে।
- এই ফর্ম ফিল আপ এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ 13ই ফেব্রুয়ারি 2023 (13.02.2023), সোমবার বিকাল সাড়ে পাঁচটা (5:30 pm) পর্যন্ত।
- ফর্ম ফিল আপে কোনো ত্রুটি থাকলে তা ঠিক করা যাবে 15 থেকে 17ই ফেব্রুয়ারির মধ্যে (15.02.2023 – 17.02.2023)।
কিভাবে ANM (R) & GNM পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করবেন?
- এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অনলাইনে হয়। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in-এ ভিসিট করতে হবে।
- এরপর হোমপেজের মেনুতে ‘ANM (R) & GNM’ ট্যাবটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে যে পেজটি আসবে সেখানে ‘Apply for ANM (R) & GNM 2023’ ট্যাবটি ক্লিক করতে হবে।
- তারপর ‘New Candidate Registration’-এ ক্লিক করে, প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
- এরপর নিজের নাম এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে, রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন ফি জমা দিলে অ্যাপ্লিকেশন বা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
ANM (R) & GNM 2023 পরীক্ষার রেজিস্ট্রেশন ফি কত টাকা?
এই পরীক্ষার রেজিস্ট্রেশন ফি 400 টাকা। কিন্তু SC/ST/OBC/Orphan প্রার্থীদের জন্য এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফি 300 টাকা।
[বিঃদ্রঃ পরীক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে ফর্ম ফিল আপের পর থেকে পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে, নিয়মিত রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in-এ নজর রাখতে হবে।]
ANM (R) & GNM 2023 পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে?
ANM (R) & GNM 2023 পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 26শে জুন থেকে 2রা জুলাই-এর মধ্যে (26.06.2023 – 02.07.2023)।
ANM (R) & GNM 2023 পরীক্ষাটি দেওয়ার জন্য এই অ্যাডমিট কার্ড খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনে প্রকাশিত অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তা প্রিন্ট আউট করে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যেতে হবে।
ANM (R) & GNM 2023 পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে?
WBJEEB-এর তরফ থেকে ANM (R) & GNM 2023 পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ এখনো অবধি ঘোষিত হয়নি।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।