Ethical Hacker
Category – Specialized Courses

এথিকাল হ্যাকার সার্টিফিকেট কোর্স কি?

হ্যাকার শব্দটি আমরা সবাই শুনেছি। যারা বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে অর্থাৎ অন্যের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ, ওয়েবসাইটের কাজকে বিঘ্নিত ইত্যাদি করেন, তাদের হ্যাকার বলা হয়। এই হ্যাকাররা খারাপ ও ভালো উভয়ই হতে পারে। যারা ভালো কাজের সাথে যুক্ত হয়ে অর্থাৎ পুলিশ, সাইবার সিকিউরিটির জন্য ডিজিটাল মাধ্যম থেকে সাবধানতার সাথে তথ্য যোগাড় করেন, তাদের আমরা এথিকাল হ্যাকার বলি।

এথিকাল হ্যাকাররা সাধারণত বিভিন্ন ক্রাইম সংক্রান্ত ওয়েবসাইট হ্যাক করে ক্রিমিনালকে ধরতে সাহায্য করেন এবং বিভিন্ন কোম্পানির তথ্য সুরক্ষিত রাখার জন্য কাজ করেন।

এই এথিকাল হ্যাকার হওয়ার জন্য সার্টিফিকেট কোর্স রয়েছে। CEH এর অর্থ হল সার্টিফাইড এথিক্যাল হ্যাকার এবং এটি EC-কাউন্সিল সার্টিফিকেশনের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। এই কোর্সের সময়সীমা সাধারণত 3 মাস হয়। বিভিন্ন ইন্সটিটিউটে এই কোর্সের সময়সীমা ভিন্ন হয়।


আরো পড়ুন – Retail Sales Associate | রিটেল সেলস অ্যাসোসিয়েট

কিভাবে পড়বো এথিকাল হ্যাকার সার্টিফিকেট কোর্স?

এই কোর্সটি পড়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা উত্তীর্ণ হওয়া প্রয়োজন। গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হয়েও এই কোর্স করা যায়। কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।

এথিকাল হ্যাকার সার্টিফিকেট কোর্স ফি কত?

এথিকাল হ্যাকার সার্টিফিকেট কোর্সটির জন্য খুব বেশি ফি-এর প্রয়োজন নেই। সাধারণত এই কোর্সের ফি মোটামুটি 25000 টাকা হয়।

এথিকাল হ্যাকার সার্টিফিকেট কোর্সে কোন কোন বিষয়ে ধারণা দেওয়া হয়?

এথিকাল হ্যাকার সার্টিফিকেট কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –

  • Computer Forensics Analyst
  • Security Engineer
  • Security Analyst
  • Malware Analyst
  • Security Code Auditor
  • Security Specialist
  • Security Consultant
  • Penetration Tester ইত্যাদি।

আরো পড়ুন –ডিজিটাল মার্কেটিং | Digital Marketing

এথিকাল হ্যাকার সার্টিফিকেট কোর্সের ভবিষ্যৎ কেমন?

বর্তমানে এই কোর্সটি একটি জনপ্রিয় কোর্স। এটি একটি এমন কোর্স যেখানে স্বল্প সময়ে কোর্স করার পর উপার্জন করার সুযোগ রয়েছে। বর্তমানে এই ডিজিটাল যুগে বিভিন্ন তথ্য সঞ্চয়ের ভান্ডার হয়ে উঠেছে বিভিন্ন ওয়েবসাইটগুলি। আইনসম্মত বিভিন্ন কাজে এমন অনেক তথ্য প্রয়োজন হয় যেগুলো সাধারণত এথিকাল হ্যাকাররা যোগাড় করেন। দেশে বিদেশ প্রতিষ্ঠিত হওয়ার প্রচুর সুযোগ থাকায় এই কোর্সটির ভবিষ্যৎ উজ্জ্বল।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!