Bachelor in Medical Laboratory Technology
Streams – Medicine & Allied Studies

BMLT কি?

BMLT অর্থাৎ ব্যাচেলার ইন মেডিক্যাল ল্যাবরেটারী টেকনোলোজি (Bachelor in Medical Laboratory Technology). এটি একটি স্নাতক স্তরের ডিগ্রি কোর্স। এই কোর্সের সময়সীমা 3 বছর। যারা স্বাস্থ্য পরিষেবার অংশ হতে চান এবং মেডিক্যাল ল্যাবরেটারী টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট হওয়ার কথা ভাবছেন, তাদের জন্য এই কোর্সটি।

কিভাবে পড়বো BMLT?

এই BMLT কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা উত্তীর্ণ হওয়া প্রয়োজন। প্রার্থীদের অবশ্যই পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞানে মোট 50 শতাংশ নম্বর সহ 10+2 উত্তীর্ণ হতে হবে। এই কোর্সে মেধার ভিত্তিতে ভর্তি হওয়া যায়।


আরো পড়ুন – BPT কোর্স | Bachelor of Physiotherapy

BMLT কোথায় কোথায় পড়ানো হয়?

ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে এই BMLT কোর্স পড়ানো হয়।
নীচে কয়েকটি নাম দেওয়া হল –

পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত কলেজ
  • JIS University, Kolkata
  • Eminent College of Management and Technology (ECMT), Kolkata
  • The Neotia University (TNU), Kolkata
  • Sister Nivedita University, Kolkata
  • Bengal Institute of Pharmaceutical Sciences, Kalyani ইত্যাদি।
ভারতবর্ষের কিছু বিখ্যাত কলেজ
  • Mayo College of Paramedical Sciences, Bhopal
  • National Institute of Health Education and Research, Patna
  • GNA University, Phagwara
  • Integral University, Lucknow ইত্যাদি।

careerbondhu.com whatsapp channel

BMLT কোর্স ফি কত?

এই কোর্সের ফি সাধারণত 20,000 থেকে 3 লাখ পর্যন্ত হয়ে থাকে। বিভিন্ন কলেজে কোর্স ফি ভিন্ন হয়ে থাকে। সরকারি কলেজে কোর্স ফি তুলনামূলক কম হয়ে থাকে বেসরকারি কলেজের তুলনায়।

BMLT কোর্সে কি কি পড়তে হয়?

BMLT কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়ে থাকে, সেগুলির মধ্যে কয়েকটির নাম দেওয়া হল –

  • Human Anatomy and Physiology
  • Pathology
  • General Microbiology
  • Clinical Biochemistry
  • Histotechnology
  • Virology, Mycology and Applied Microbiology
  • Histopathology and Cytopathology Techniques
  • Hospital Training ইত্যাদি।

careerbondhu.com telegram channel

BMLT কোর্সের ভবিষ্যৎ কেমন?

এই কোর্সটি করার পর শিক্ষার্থীদের দেশ বিদেশে প্রচুর সুযোগ রয়েছে। ভারতবর্ষের মত জনবহুল দেশে স্বাস্থ্য পরিকাঠামো অপর্যাপ্ত। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন আধুনিক পরীক্ষা নিরীক্ষার জন্য বর্তমানে আধুনিক ল্যাবরেটারীর চাহিদা ক্রমশ বাড়ছে।

হাসপাতাল সংলগ্ন ল্যাবরেটারী ছাড়াও বহু ল্যাব আসে পাশে গড়ে উঠছে। তাই এই কোর্স করে বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ও বিভিন্ন ল্যাবরেটারীতে টেকনিশিয়ান হয়ে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

BMLT পড়ে যে ধরনের কাজ করে থাকে, সেগুলি হল –

  • মেডিক্যাল ল্যাবরেটারী টেকনিশিয়ান (Medical Laboratory Technician),
  • হেলথকেয়ার টেকনিশিয়ান (Healthcare Technician),
  • কার্ডিয়াক টেকনিশিয়ান (Cardiac Technician),
  • এক্স-রে টেকনিশিয়ান (X-Ray Technician),
  • আর অ্যান্ড ডি টেকনিশিয়ান (R&D Technician) ইত্যাদি।

কিছু বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –

  • Apollo Hospital,
  • Dr Lal Pathlabs Limited,
  • Fortis Healthcare,
  • Metropolis Healthcare Limited,
  • Narayana Hrudayalaya Limited,
  • Sai Biocare Private Limited,
  • SevenHills Hospital,
  • SRL Diagnostics,
  • Suburban Diagnostics,
  • Thyrocare ইত্যাদি।

আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


BMLT পড়ে কি সরকারি চাকরি পাওয়া যায়?

BMLT কোর্স শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি পদে কাজের সুযোগ পেয়ে থাকে।

BMLT পড়ে বিভিন্ন সরকারি সংস্থায় যে ধরনের চাকরি পাওয়া যায়, যথা –

  • ল্যাবরেটারী সিস্টেম অ্যানালিস্ট (Laboratory System Analysts),
  • ল্যাব টেকনিশিয়ান (Lab Technician),
  • ডায়ালাইসিস টেকনিশিয়ান (Dialysis Technician),
  • পিএফটি রেসপিরেটরি থেরাপিস্ট (PFT Respiratory Therapist),
  • টেকনিশিয়ান ব্লাড ব্যাঙ্ক (Technician Blood Bank) ইত্যাদি।

পর্ব সমাপ্ত! আরো পড়ুন – ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটারী টেকনোলোজি কোর্স | DMLT Course


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!