Kindergarten Teacher
Category – Profession

শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর। একটি শিশুর জীবনের মূল্যবোধ গঠনে পিতা-মাতার পরেই শিক্ষকের স্থান। তাই শিশুকাল থেকেই শিশুর পূর্ণ মানসিক বিকাশের জন্য প্রয়োজন সঠিক প্রাথমিক শিক্ষা। কারণ আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ।

কিন্ডারগার্টেন টিচার কাদের বলা হয়?

শিশুকাল থেকেই আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে শিশুদের পরিচিতি ঘটানো একান্ত আবশ্যক। আর এই কারণে বহু শিক্ষিত মানুষ যারা ধৈর্যশীল, আবেগপ্রবণ এবং শিশু মন বুঝতে সক্ষম; তারা অনেকেই শিশুদের শিক্ষকতাকেই পেশা হিসাবে গ্রহণ করছেন। এই মহান পেশায় নিযুক্ত শিক্ষকদের কিন্ডারগার্টেন টিচার নামে পরিচিত।

শিশুদের স্কুল অর্থাৎ প্রি-স্কুল, নার্সারি ইত্যাদি স্কুলকে কিন্ডারগার্টেন বলা হয়। এই ধরনের স্কুলে কিন্ডারগার্টেন টিচারদের নিযুক্ত করা হয়।

careerbondhu.com whatsapp channel

কিন্ডারগার্টেন টিচাররা কি ধরনের কাজ করেন?

কিন্ডারগার্টেন টিচাররা যে সমস্ত কাজ করেন, নীচে সেগুলি আলোচিত হল –

  • প্রধানত শিশুদের অক্ষর চেনানো,
  • শিশুদের ভাষার বিকাশ ঘটানো,
  • বিভিন্ন রঙ চেনানো,
  • নাম্বার গুণতে শেখানো,
  • খেলাধূলা, গান, ছড়া ইত্যাদির সাহায্যে তাদের মানসিক বিকাশের প্রচেষ্টা করা।
  • এই প্রি-স্কুল শিশুদের স্কুলে পাঠানোর আগে বেসিক আদবকায়দা, রীতিনীতি প্রভৃতি সম্পর্কে শিক্ষা দান করা।

কিন্ডারগার্টেন টিচার হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

কিন্ডারগার্টেন টিচার হবার জন্য এলিমেনটারি বা আর্লি চাইলহুড এডুকেশন (elementary or early childhood education) এ ব্যাচেলার ডিগ্রি কোর্স করা আবশ্যক।
careerbondhu.com telegram channel

একজন সফল কিন্ডারগার্টেন টিচার হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

একজন সফল কিন্ডারগার্টেন টিচার হবার জন্য যে যে দক্ষতা থাকা প্রয়োজন, সেগুলি হল –

  • শিশু মন বোঝার মানসিকতা
  • শিশুদের যত্নসহকারে সামলানোর দক্ষতা।
  • ধৈর্যশীল হওয়া প্রয়োজন।
  • সৃজনশীলতা থাকা আবশ্যিক।
  • ক্লাসরুম ম্যানেজমেন্ট করার দক্ষতা।
আরো পড়ুন – বিউটিশিয়ান কিভাবে হবেন? | Beautician as Profession

এই পেশার ভবিষ্যৎ কেমন?

বর্তমান দিনে পিতা মাতারা সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে অত্যন্ত সচেতন। তাই খুব ছোটো বয়সেই (2-2.5 বছর) তাদের সন্তানদের আধুনিক শিক্ষার সাথে পরিচিতি ঘটাতে উদ্যোগী হন, তাই এই পেশা বর্তমানে একটি অত্যন্ত জনপ্রিয় পেশা। চাহিদার উপর নির্ভর করে বহু কিন্ডারগার্টেন স্কুল গড়ে উঠেছে। তাই এই পেশার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।

এই পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?

এই পেশায় বার্ষিক প্রায় 1 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত আয় করে থাকেন। অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে বেতনও বৃদ্ধি পায়।

আরো পড়ুন – শিক্ষক বা শিক্ষিকা হবেন কিভাবে? | Teacher as Profession 

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!