BBA
Streams – Management & Business Studies

ভবিষ্যতে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাও?
একজন সফল বিজনেস লিডার হয়ে উঠতে চাও?

সেক্ষেত্রে উচ্চমাধ্যমিকের (10 +2) পরে তোমার প্রথম পদক্ষেপ হতে পারে BBA কোর্স।

BBA মানে কি?

BBA শব্দটির পুরো কথা হল ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (Bachelor of Business Administration)এটি একটি তিন বছরের স্নাতক স্তরের কোর্স। ভারতের বিভিন্ন কলেজে এই BBA পড়ানো হয়।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


কেন পড়বে BBA?

বিজনেস ম্যানেজমেন্ট (Business Management) একটি বিশাল ক্ষেত্র। এই ক্ষেত্রটির প্রারম্ভিক একটি ধাপ হল BBA. এই ডিগ্রি কোর্সে বেসিক বিজনেস ম্যানেজমেন্ট অর্থাৎ একটি সফল ব্যবসা কিভাবে পরিচালনা করা হয় তার পাঠ দেওয়া হয়। এছাড়া ম্যানেজমেন্টের বিভিন্ন ভাগ যেমন, মার্কেটিং, সেলস, ফাইনান্স, হিউম্যান রিসোর্স, লজিস্টিক ইত্যাদি বিষয়ের উপর ধারণা লাভ করা যায়। এই কোর্সের একটি অংশ হল ইন্টার্নশিপ, এই ইন্টার্নশিপ চলাকালীন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সাময়িকভাবে যুক্ত হয়ে হাতে কলমে কাজ শেখার সুযোগ পাওয়া যায়।

সুতরাং, ভবিষ্যতে যারা বিজনেস ম্যানেজমেন্ট সংক্রান্ত পেশায় আসার কথা ভাবছেন, তাদের জন্য BBA একটি ভালো সুযোগ

এমনকি যারা ভবিষ্যতে নিজের ব্যবসা পরিচালনা করার কথা ভাবছেন, তাদের জন্যও BBA পড়া যথাযথ

এছাড়া, ভবিষ্যতে যদি MBA করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রেও BBA তোমাকে অন্যান্যদের থেকে এগিয়ে রাখবে


আরো পড়ো – হোটেল ম্যানেজমেন্ট কোর্স কি?

কিভাবে পড়বো BBA Course?

উচ্চমাধ্যমিকের (10+2) পর এই ডিগ্রি কোর্সে (Full Time Course) ভর্তি হওয়া যায়। যে কোনো বিভাগের (arts, science, commerce) ছাত্রছাত্রীরা এই BBA কোর্স নিয়ে পড়াশোনা করতে পারে। উচ্চমাধ্যমিকে 50% নাম্বার থাকা প্রয়োজন। কলেজ অনুযায়ী নাম্বারের শতাংশ পরিবর্তিত হয়। এই কোর্সে ভর্তি হওয়ার বয়সসীমা হল 17-22 বছর।


careerbondhu.com whatsapp channel

এই কোর্সের সময়সীমা 3 বছর। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত মেধা অনুযায়ী ভর্তি নেওয়া হয়। আবার কিছু প্রতিষ্ঠানে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমেও এই কোর্সের ভর্তি হওয়া যায়, যেমন পশ্চিমবঙ্গে Maulana Abul Kalam Azad University of Technology বা MAKAUT দ্বারা পরিচালিত কলেজগুলির ক্ষেত্রে WB CET পরীক্ষার মাধ্যমে BBA কোর্সে ভর্তি হওয়া যায়।

আবার AIMA দ্বারা পরিচালিত UGAT (Under Graduate Aptitude Test) প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভারতের বিভিন্ন প্রাইভেট কলেজে ভর্তির সুযোগ পাওয়া যায়। বর্তমানে CUET (Common University Entrance Test) প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে BBA পড়ার জন্য আবেদন করা যাচ্ছে।

এছাড়া NMIMS, CUET, IPMAT ইত্যাদি আরো কিছু কলেজ ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট কলেজে BBA পড়ার সুযোগ পাওয়া যায়।

প্রবেশিকা পরীক্ষা পাশ করার পর কাউন্সিলিং (Counselling) এবং কিছু ক্ষেত্রে GD – PI এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

বর্তমানে, ফুল টাইম (Full Time) কোর্সের পাশাপাশি, অনলাইন (Online) এবং পার্ট টাইম (Part Time) কোর্সের মাধ্যমেও BBA পড়া যাচ্ছে।


আরো পড়ো – ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্স কিভাবে পড়বে?

careerbondhu.com telegram channel

BBA কোর্সে কি কি পড়তে হয়?

• Financial Accounting
• Principles of Management
• Principles of Marketing
• Effective Communications
• Banking & Insurance
• Indian Economics in Global Scenario
• Business Law
• Human Behavior & Ethics at Workplace
• Strategic Management
• Research Methodology
• International Business & EXIM
• Marketing Electives ইত্যাদি বিষয়ে পড়তে হয়।


আরো পড়ো – BCA কোর্স কি?

BBA কোর্সের ভবিষ্যৎ কেমন?

ম্যানেজমেন্ট পড়াশোনার একটি প্রাথমিক ধাপ হল BBA. ফলে এই কোর্স করার পরে, ম্যানেজমেন্টের বিভিন্ন দিক যেমন, মার্কেটিং, সেলস, অপারেশন, হিউম্যান রিসোর্স, লজিস্টিক ইত্যাদি সংক্রান্ত কাজে যোগ দেওয়া যায়। ফলে বলা যায় BBA করার পর কাজের পরিধি অনেকটাই বেড়ে যায়।
careerbondhu.com whatsapp channel
আবার যেহেতু এটি একটি প্রফেশনাল কোর্স এবং এই কোর্সে industry exposure পাওয়া যায়, তাই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান BBA পড়া ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দেয়। তবে ভবিষ্যতে আরো উন্নতি করার জন্য MBA করতে পারলে ভালো হয়।

BBA পড়ে যে ধরণের কাজ পাওয়া যায় –

• Business Development Executive
• Executive Assistant
• Marketing Executive
• Travel & Tourism Manager
• Event Manager
• Account Manager
• Brand Manager

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!