Category – Blog
তুমি কি আগামী বছর অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে?
2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে এবং কবে শেষ হবে জানতে চাও?
তাহলে, তোমার জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ।
Table of Contents
উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষা কবে হবে?
আগামী বছর অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে তা WBCHSE বোর্ড 29শে ফেব্রুয়ারি ঘোষণা করেছেন।
2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 3রা মার্চ (03/03/2025) এবং শেষ হবে 18ই মার্চ (03/03/2025)।
উচ্চ মাধ্যমিক 2025 সালে কবে কি পরীক্ষা হবে?
উচ্চ মাধ্যমিক 2025 সালের পরীক্ষা শুরু হচ্ছে 3রা মার্চ প্রথম ভাষা (1st Language) বিষয় দিয়ে। কবে কি পরীক্ষা হবে তা নীচে দেওয়া হল –
একনজরে উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার রুটিন
উচ্চ মাধ্যমিক 2025 সালে পরীক্ষার কতক্ষণ সময় রয়েছে?
আগামী বছর অর্থাৎ 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল 10টা (10:00 am) থেকে এবং শেষ হবে দুপুর 1টা 15 মিনিটে (01:15 pm) অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় হল 3 ঘণ্টা 15 মিনিট।
হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজ্যুয়াল আর্টস এবং বৃত্তিমূলক বিষয়গুলির জন্য সময় 2ঘণ্টা নির্ধারিত রয়েছে; অর্থাৎ এই বিষয়গুলির পরীক্ষা শুরু হবে সকাল 10টা (10:00 am) থেকে এবং শেষ হবে দুপুর 12টায় (12:00 pm)।
WBCHSE বোর্ডের অফিসিয়াল নোটিশের ছবিটি দেওয়া হল –
উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার সমস্ত আপডেট জানতে WBCHSE বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (https://wbchse.wb.gov.in)-এ নজর রেখো।
এই গুরুত্বপূর্ণ তথ্যটি বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না।
কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত আলোচনা আপডেট পেতে আমাদের ওয়েবসাইট https://careerbondhu.com/ ভিসিট করো।
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে; নীচের ছবিটি ক্লিক করে আমাদের জিজ্ঞাসা করতে পারেন↓
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।